Type Here to Get Search Results !

খনি সম্পদ এবং শক্তি সম্পদ SAQ

 1. একটি লৌহবর্গীয় খনিজের নাম লেখ।

     উঃ আকরিক লোহা।

2.  লৌহ সংকর খনিজগুলি কি কি?

     উঃ ম্যাঙ্গানিজ, টাংস্টেন, নিকেল, ক্রোমাইট।

খনিজ এবং শক্তি সম্পদ


3.  ধাতব খনিজ কি?

     উঃ  যে খনিজ দ্রব্য ঘন হলে ধাতু পাওয়া যায় তাকে ধাতব খনিজ বলে। যেমন- আকরিক লোহা।

 4. যেকোন শিল্পের মূল ভিত্তি কোন খনিজ?

     উঃ আকরিক লোহা । 

5.  লোহার আকরিক গুলি কি কি?

     উঃ ম্যাগনেটাইট, হেমাটাইট, লিমোনাইট, সিডেরাইট।

 6. সবচেয়ে উৎকৃষ্ট লৌহ আকরিক কোনটি?

  উঃ ম্যাগনেটাইট।

 7. লোহার নিম্নমানের আকরিকের নাম লেখ।

  উঃ সিডেরাইট।

 8. আকরিক লোহা উৎপাদনে পৃথিবীর প্রথম স্থান অধিকার করে কোন দেশ?

 উঃ  চীন।

 9. চীনের বৃহত্তম লৌহখনি কোনটি?

  উঃ আনসান।

 10. পৃথিবীর একক বৃহত্তম আকরিক লৌহ ভান্ডার এর নাম কি?

  উঃ ব্রাজিলে অবস্থিত।

 11. আকরিক লোহা উৎপাদনে ভারতের স্থান পৃথিবীতে কত?

 উঃ  চতুর্থ।  

12. ম্যাগনেটোগস্ক কোন দেশের লৌহখনি?

  উঃ রাশিয়া।

 13. আকরিক লোহার সবচেয়ে বেশি সঞ্চয় রয়েছে কোন দেশে?

  উঃ অস্ট্রেলিয়ায় (3500 কোটি মেট্রিক টন)।

 14. আকরিক লোহার সঞ্চয় ভারতের স্থান পৃথিবীতে কত?

  উঃ পঞ্চম 700 কোটি মেট্রিক টন।

 15. পৃথিবীর বৃহত্তম লৌহখনি কোথায় অবস্থিত?

  উঃ সাসকুইনা আমেরিকা যুক্তরাষ্ট্র। 

16. তামার আকরিক গুলির নাম বল।

  উঃ চালকোসাইট কবে নাইট নাইট নাইট নাইট কোকোলা চকো পাই রাইট। 

17. তামা উৎপাদনে পৃথিবীতে প্রথম স্থান অধিকার করে কোন দেশ?

  উঃ চিলি। 

 18. পৃথিবীর বৃহত্তম তামার খনির নাম কি?

  উঃ চুকুইকামাতে অবস্থিত। 

19.  শিল্পে কোন আকরিক লোহা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়?

  উঃ হেমাটাইট।

 20. সাইলোমিলেন  কার আকরিক?

  উঃ ম্যাঙ্গানিজ।

 21. তামার বিভিন্ন সংকর ধাতু।

 উঃ  তামা + টিন রিং ব্রঞ্চ 

তামা + দস্তা = পিতল

তামা + সোনা = গিনি সোনা 

তামা + টিন = দস্তা কাসা 

তামা + অ্যালুমিনিয়াম = ডুরালুমিন 

তামা + দস্তা + নিকেল = জার্মান সিলভার


22. ব্রোকেনহিল কি জন্য বিখ্যাত?

  উঃ তামা উত্তোলনের জন্য। 

23. কানাডার বৃহত্তম তামার খনির নাম কি?

  উঃ সাডবেরী।

 24. চেলকোপাইরাইট থেকে যে পদ্ধতিতে তামা নিষ্কাশন করা হয়?

 উঃ  ইলেকট্রোলাইসিস।

 25. ভারতের বৃহত্তম তামার খনির নাম কি?

  উঃ মালঞ্চখন্ড, মধ্যপ্রদেশ।

 26. রাজস্থানের ক্ষেত্রী যে খনিজের জন্য বিখ্যাত?

  উঃ তামা উত্তোলনের জন্য।

 27. তামার যে আকরিক পৃথিবীতে সবচেয়ে বেশি পাওয়া যায়?

  উঃ চেলকোপাইরাইট।

 28. আমেরিকার বৃহত্তম তামার খনির নাম কি?

  উঃ মোরেনসি।

 29. মানুষের সবচেয়ে বেশি প্রয়োজনীয় অধাতব খনিজের নাম কি?

  উঃ অভ্র।

 30. অভ্রের আকরিকগুলির নাম লেখ।

  উঃ মাসকোভাইট, বায়োটাইট, প্যারাগোনাইট, লেপিডোলাইট, ফ্লগোপাইট, জিনওয়ালডাইট, লেপিডোমিলেন।

 31. অভ্র উৎপাদনে বিশ্বে কোন দেশ প্রথম স্থান অধিকার করে?

  উঃ চীন।

 32. ভারতের সবচেয়ে বেশি অভ্র উৎপাদন করে কোন রাজ্য?

  উঃ অন্ধ্রপ্রদেশ (দেশের প্রায় 60% ) ।

33. ঝাড়খণ্ডের কোডারমা যে খনিজ উত্তোলন এর জন্য বিখ্যাত? 

 উঃ সাদা রংয়ের।   

34. অভ্রের আকরিক টির নাম কি?

  উঃ মাসকোভাইট।

 35. কালো রঙের অভ্রের আকরিক টির নাম কি?

 উঃ  বায়োটাইট।

 36. কোন শিল্পে অভ্রের ব্যবহার সবচেয়ে বেশি?

  উঃ বিদ্যুৎ শিল্প। 

 37. অভ্রের পাত উৎপাদনে কোন দেশ শ্রেষ্ঠ?

  উঃ ভারত।  

38. কোডারমা, গোয়া, হাজারীবাগ কোন খনিজ উৎপাদনে বিখ্যাত?

 উঃ অভ্র। 

39. ম্যাঙ্গানিজের আকরিকের নাম লেখ। 

  উঃ পাইরোলুসাইট, ব্রনাইট, সাইলোমিলেন, ম্যাঙ্গানাইট, পোলিয়ানাইট, হসম্যানাইট। 

40. পৃথিবীর সবচেয়ে বেশি ম্যাঙ্গানিজ সঞ্চিত আছে কোন দেশে?

  উঃ দক্ষিণ আফ্রিকা প্রজাতন্ত্র।

 41. পৃথিবীর সবচেয়ে বেশি ম্যাঙ্গানিজ উত্তোলন করে কোন দেশ?

 উঃ  চীন।

 42. ম্যাঙ্গানিজ উত্তোলন এ ভারতের স্থান কত?

  উঃ সপ্তম।

 43. বিশ্বের বৃহত্তম ম্যাঙ্গানিজ খনির নাম কি?

 উঃ  আমানা (ব্রাজিল অবস্থিত)।

 44. ঝালাই রড নির্মাণের জন্য কোন খনিজ ব্যবহার করা হয়?

  উঃ ম্যাঙ্গানিজ। 

  45. ড্রাই ব্যাটারির  নির্মাণে ব্যবহার করা হয় কোন খনিজ?

  উঃ ম্যাঙ্গানিজ

46. ম্যাঙ্গানিজ এর সঙ্গে কোন ধাতু মিশিয়ে ম্যাঙ্গানি ন উৎপাদন করা হয়?

  উঃ নিকেল।

 47. উড়িষ্যার কোরাপুট কি খনিজ উত্তোলন এর জন্য বিখ্যাত?

  উঃ ম্যাঙ্গানিজ উত্তোলনের জন্য।

 48. ইউক্রেনের বৃহত্তম ম্যাঙ্গানিজ খনির নাম কি?

  উঃ নিকোপল। 

49. কাঁচা লোহাকে ইস্পাতে রূপান্তরিত করার জন্য কোন খনিজ ব্যবহার করা হয়?

  উঃ ম্যাঙ্গানিজ।

50.  ভারতের বৃহত্তম ম্যাঙ্গানিজ খনির নাম কি?

  উঃ বালাঘাট। 

51. কাকে শিল্প-সভ্যতার ভিত বলা হয়?

  উঃ কয়লাকে।

52.  কয়লার প্রধান উপাদান কি?

  উঃ কার্বন।

 53. কয়লার প্রকারভেদঃ- 

  উঃ অ্যানথ্রাসাইট, বিটুমিনাস, লিগনাইট এবং পিট।  

54. সবচেয়ে উৎকৃষ্ট শ্রেণীর কয়লার নাম কি?

  উঃ অ্যানথ্রাসাইট।

 55. ভারতের কোথায় অ্যানথ্রাসাইট সঞ্চিত আছে?

  উঃ জম্মু ও কাশ্মীরের পুঞ্চ অঞ্চলে।

56.  কোন কয়লা পৃথিবীতে সবচেয়ে বেশি ব্যবহার এবং সঞ্চিত আছে?

  উঃ বিটুমিনাস কয়লা।

 57. কয়লাকে উচ্চ তাপমাত্রায় পোড়ানোকে কি বলে?

  উঃ কার্বনাইজেশন।

 58. হাইড্রোজিনেশন পদ্ধতিতে লিগনাইট কয়লা থেকে কি উৎপাদন করা হয়?

  উঃ পেট্রোল।

 59. ভারতের সবচেয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয় কোন খনিজ থাকে?

  উঃ কয়লা থেকে।

 60. কয়লা উৎপাদনে কোন দেশ প্রথম স্থান অধিকার করে?

  উঃ চীন।

 61. চীনের বৃহত্তম কয়লা ক্ষেত্রের নাম কি?

  উঃ শানসি।

62. শনসি  কি জন্য বিখ্যাত?

  উঃ অ্যানথ্রাসাইট কয়লার জন্য।

 63. কয়লা উত্তোলনে ভারতের স্থান পৃথিবীতে কত?

  উঃ তৃতীয়।

 64. ভারতের বৃহত্তম কয়লা ক্ষেত্র কোনটি?

  উঃ রানীগঞ্জ। বর্তমানে আমি ভারতের বৃহত্তম কয়লা ক্ষেত্র হিসেবে মান্যতা পেয়েছে 

65. কয়লায় কার্বনের পরিমাণ 95 শতাংশের বেশি হলে তাকে কি বলে? 

 উঃ গ্রাফাইট।

66. কোন যুগের কয়লাকে গন্ডোয়ানা যুগের কয়লা বলে?

  উঃ কার্বনিফেরাস যুগের কয়লাকে।

 67. ভারতে গন্ডোয়ানা যুগের কয়লার পরিমাণ কত?

  উঃ 90%।

 68. ভারতের কোন উপত্যকায় সবচেয়ে বেশি পরিমান কয়লা সঞ্চিত আছে?

  উঃ দামোদর উপত্যকায়। প্রায় 70% কয়লা।

 69. ভারতের বৃহত্তম কয়লা খনির নাম কি?

  উঃ ঝরিয়া।

 70. ভারতের বৃহত্তম লিগনাইট খনির নাম কি?

  উঃ নেপালি যা তামিলনাড়ুতে অবস্থিত।

 71. বৃহত্তম কয়লা উত্তোলক অঞ্চল কোনটি?

 উঃ 

 72.রূঢ় শিল্পাঞ্চল অবস্থিত কোন দেশে?

  উঃ জার্মানিতে।

 73. ভারতের রূঢ় বলা হয় কাকে?

  উঃ দুর্গাপুরকে।

 74. ওড়িশার বৃহত্তম কয়লা খনির নাম কি?

  উঃ তালচের।

 75. বিশ্বের বৃহত্তম কয়লা রপ্তানিকারক দেশ কোনটি?

  উঃ অস্ট্রেলিয়া।

 76. ভারতের প্রাচীনতম কয়লা খনি কোনটি?

  উঃ রানীগঞ্জ।

77. খনিজ তেলের প্রধান উপাদান কি?

  উঃ হাইড্রোজেন এবং কার্বন। এই কারণে একে হাইড্রোকার্বন বলে।

78.  শিলা তেল কাকে বলা হয়? বা তরল সোনা কাকে বলে?

  উঃ খনিজ তেলকে।

 79. কালো সোনা কাকে বলে?

  উঃ খনিজ তেলকে।

 80. পৃথিবীর প্রথম খনিজ তেল উত্তোলন করা হয় কোথায়?

  উঃ আমেরিকা যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ার নিকট টি টম ভিল হাজার 859 সালে।

 81. খনিজ তেলের উপজাত দ্রব্যগুলির নাম কি?

  উঃ গ্যাস, ন্যাপথা, প্রোপিলিন, গ্যাসোলিন, পেট্রোল, ডিজেল , লুব্রিকেটিং, কেরোসিন, অ্যাসফল্ট প্রভৃতি।

 82. পৃথিবীর বৃহত্তম খনিজ তেল কোনটি?

  উঃ মধ্যপ্রাচ্য এই বলয়ে প্রায় 55 শতাংশ সঞ্চিত আছে।

 83. পৃথিবীর সবচেয়ে বেশি খনিজ তেল উত্তোলন করা হয় কোন দেশে?

  উঃ সৌদি আরবে।

 84. বিশ্বের বৃহত্তম সমুদ্রগর্ভে তেলের খনি কোনটি?

  উঃ পারস্য উপসাগরে অবস্থিত সাফানিয়া। সৌদি আরবে অবস্থিত।

 85.পৃথিবীর বৃহত্তম স্থলভাগের তেলের খনি কোনটি? 

 উঃ ঘাওয়ার সৌদি আরবে অবস্থিত।

 86. ভারতের বৃহত্তম খনিজ তেল উত্তোলন কেন্দ্র কোনটি? 

 উঃ বোম্বে হাই আরব সাগরে অবস্থিত।

87. বোম্বে হাই অঞ্চলে তেল উত্তোলন করা হয় কিসের সাহায্যে?

 উঃ  সাগর সম্রাট এবং সাগর বিকাশ নামক দুটি ভাসমান জাহাজ থেকে।

 88. ভারতের গভীরতম খনি কোনটি?

  উঃ ডিগবয় অসমে অবস্থিত।

 89. ভারতের প্রাচীনতম তৈলখনি কোনটি?

  উঃ ডিগবয় আসামে অবস্থিত।

 90. ভারতের বৃহত্তম খনিজ তেল শোধনাগার কোনটি?

  উঃ জামনগর গুজরাটে অবস্থিত।

 91. মেক্সিকোর বৃহত্তম তৈল খনির নাম কি?

  উঃ টেমপিকো।

 92. ইরানের বৃহত্তম তেল শোধনাগার কোথায় অবস্থিত?

  উঃ আবাদান ।

93. বিখ্যাত তেলের খনি বাকু কোন দেশে অবস্থিত?

  উঃ আজারবাইজান।

 94. OAPEC এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

  উঃ কুয়েত।

 95. বিশ্বের বৃহত্তম খনিজ তেল শোধনাগার কোথায় অবস্থিত?

  উঃ আবাদান ইরান।

 96. ONGC এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

  উঃ দেরাদুন।

 97. বিশ্বের বাজারে খনিজ তেলের দামকে নিয়ন্ত্রণ করে?

  উঃ OPEC । 

98. OPEC এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

  উঃ ভিয়েনা। 

99. খনিজ তেলের উপজাত দ্রব্য গ্যাসোলিন ব্যবহার করা হয় কোন ক্ষেত্রে?

  উঃ বিমান চালানোর জন্য। 

100. প্রাকৃতিক গ্যাসের মূল রাসায়নিক উপাদান কি?

  উঃ মিথেন।

 101. রপ্তানি বাণিজ্য নিয়ন্ত্রণকারী সর্বোচ্চ সংস্থা টির নাম কি? 

 উঃ OPEC।

 102. কোন দেশ মাথাপিছু খনিজ তেল উত্তোলনে প্রথম?

  উঃ কুয়েত। 

 103. সুদূর প্রাচ্য এর মধ্যে কোন দেশ সবচেয়ে বেশি পরিমাণ তেল উত্তোলন করে?

  উঃ চীন।

 104. কানাডার কোন প্রদেশের সবচেয়ে বেশি খনিজ তেল পাওয়া যায়?

  উঃ অ্যালবার্টা।

105. প্রাকৃতিক গ্যাস কি?

  উঃ মিথেন, ইথেন, প্রোপেন এবং বিউটেন প্রভৃতি গ্যাসের মিশ্রণ । 

106. প্রাকৃতিক গ্যাস উত্তোলনে বিশ্বের কোন দেশ প্রথম স্থান অধিকার করে?

  উঃ রাশিয়া। 

107. ইউরেনিয়ামের আইসোটোপ গুলি কি?

 উঃ  238u, 235u, 234u ।

108. ইউরেনিয়াম উৎপাদনে পৃথিবীতে কোন দেশ প্রথম স্থান অধিকার করে?

 উঃ  কাজাখস্তান।

 109. ভারতের কোথায় সবচেয়ে বেশি পরিমাণ ইউরেনিয়াম পাওয়া যায়?

  উঃ ঝাড়খণ্ডের জাদুগরা।

 110. কেরলে মোনাজাইট বালু কণার মধ্যে কোন খনিজ রয়েছে?

  উঃ থোরিয়াম। 

 111. থোরিয়াম উৎপাদনে পৃথিবীতে প্রথম স্থান অধিকার করে কোন দেশ?

  উঃ ভারত।

 112. কয়েকটি অচিরাচরিত / অপ্রচলিত শক্তির উৎস লেখ। 

  উঃ সৌরশক্তি, বায়ুশক্তি, ভূতাপ শক্তি, জোয়ার ভাটা শক্তি, গোবর গ্যাস শক্তি।

113.  সাদা কয়লা কাকে বলে?

  উঃ জলবিদ্যুৎ কে।

114. অযোধ্যা পাহাড়ে জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে কোন দেশের সহায়তায়?

  উঃ জাপানের সহায়তায়।

 115. নরওয়ের প্রধান শক্তি সম্পদ কি?

  উঃ জলবিদ্যুৎ।

 116. কোন দেশে মাথাপিছু জলবিদ্যুৎ উৎপাদন সবচেয়ে বেশি হয়?

  উঃ নরওয়েতে।

 117. জলবিদ্যুৎ উৎপাদনে পৃথিবীতে কোন দেশ প্রথম স্থান অধিকার করে?

  উঃ চীন।

 118. তাপবিদ্যুৎ উৎপাদন করা হয় কি থেকে?

  উঃ কয়লা, ডিজেল, প্রাকৃতিক গ্যাস থেকে।


 119. ভারতের সবচেয়ে বেশি শক্তি আসে কোন শক্তি থেকে?

  উঃ তাপবিদ্যুৎ থেকে 81.8 শতাংশ।

 120. বিশ্বের সবচেয়ে বেশি দুধ উৎপাদন করে কোন দেশ?

  উঃ চীন।

 121. পারমাণবিক শক্তির প্রধান কাঁচামাল কি?

  উঃ ইউরেনিয়াম প্রধান কাঁচামাল। এছাড়া থোরিয়াম, প্লুটোনিয়াম, ভারী জল ।

122. পারমাণবিক শক্তি উৎপন্ন হয় কোন পদ্ধতিতে?

  উঃ ফিসন।

 123. পৃথিবীর সর্বাধিক পারমাণবিক শক্তি উৎপাদন করে কোন দেশ?

  উঃ আমেরিকা যুক্তরাষ্ট্র।

 124. পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান কত?

  উঃ চতুর্থ।

 125. ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কি?

  উঃ তারাপুর (মহারাষ্ট্র) প্রাচীনতম।

126. ভারতের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলি কি কি?

  উঃ কালপক্কম ➔ তামিলনাড়ু 

রানাপ্রতাপ সাগর ➔ রাজস্থান 

কইগা ➔ কর্ণাটক 

কাঁকড়াপাড় ➔ গুজরাট 

নারোরা ➔ উত্তর প্রদেশ।

 127. অপ্রচলিত শক্তির উৎপাদন বৃদ্ধিকে কি বলা হয়?

  উঃ বাদামি বিপ্লব।

 128. ভারতের কয়লা সবচেয়ে বেশি ব্যবহার করা হয় কোন শক্তি উৎপাদনে?

 উঃ  তাপবিদ্যুৎ উৎপাদনে।

 129. ইউরেনিয়ামের আকরিকের নাম লেখ।

  উঃ পিচব্লেন্ড।

 130. কানাডার বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্রের নাম কি?

  উঃ রবার্ট বুরাসা।

 131. বিশ্বের প্রথম পারমাণবিক শক্তি কেন্দ্রটি কোথায় অবস্থিত?

  উঃ বৃটেনের ক্যালেন্ডার।

 132. পূর্ব ভারতের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম কি?

  উঃ পূর্ব ভারতের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্রের না কি কি 

133. জাতীয় তাপবিদ্যুৎ সংস্থা কবে স্থাপিত হয়?

  উঃ  1975 সালে।

 134. ভারতের বৃহত্তম কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের নাম কি?

 উঃ বিন্ধ্যাচল।

 135. ভারতের বৃহত্তম সরকারি তাপবিদ্যুৎ সংস্থাটির নাম কি?

 উঃ NTPC। 

 136. থোরিয়ামের আকরিক এর নাম লেখ।

  উঃ মোনাজাইট।

 137. বিশ্বের সবচেয়ে বেশি মোনাজাইট বালি কোথায় পাওয়া যায়?

  উঃ মালাবার উপকূলে।

138. পশ্চিমবঙ্গের দুটি কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম লেখ।

  উঃ ফারাক্কা ও ব্যান্ডেল।

139. পশ্চিমবঙ্গের দুটি ডিজেল চালিত তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম লেখ।

  উঃ কালিম্পং ও বালুরঘাট।

 140. পশ্চিমবঙ্গের দুটি গ্যাস টারবাইন চালিত তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম লেখ।

  উঃ মেজিয়া ও বজবজ।

141.  NTPC এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

  উঃ নতুন দিল্লি।

 142. কি দ্বারা সৌরকোষ নির্মাণ করা হয়?

  উঃ সিলিকন দিয়ে।

 143. বিশ্বের বৃহত্তম সৌরশক্তি উৎপাদন কেন্দ্রের নাম কি?

  উঃ চারঙ্ক সৌরপার্ক।

  144. বিশ্বের বৃহত্তম জোয়ার ভাটা শক্তি উৎপাদন কেন্দ্রের নাম কি?

  উঃ সিহওয়া হ্রদ বিদ্যুৎ কেন্দ্র, দক্ষিণ কোরিয়া।

 145. বিশ্বের সবচেয়ে বেশি ভূতাপ শক্তি উৎপাদন করা হয় কোন দেশে?

  উঃ আমেরিকা যুক্তরাষ্ট্র।

 146. আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রথম ভূতাপ শক্তি কেন্দ্রটির নাম কি?

  উঃ ধেসে। 

147. ভারতের ভূতাপ শক্তি কেন্দ্র কোথায় অবস্থিত?

  উঃ মণিকরণ, হিমাচল প্রদেশ।

148.  বিশ্বের বৃহত্তম বায়ু শক্তি উৎপাদক দেশ কী?

  উঃ চীন।

 149. OTEC এর পুরো নাম কি?

  উঃ Ocean Thermal Energy Conversion। 

 

150. OECD এর পুরো নাম কি?

  উঃ Organisation of Economically Cooperative Countries।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area