বর্তমানে ভূগোলের পরিধি অনেক বিস্তৃত। ভূগোল শুধুমাত্র প্রাকৃতিক বিষয়ের সঙ্গে মানুষের সম্পর্ক আলোচনা করে না অন্যান্য বিষয়ও ভূগোলের আলোচনার অংশ। ভূগোলের আলোচ্য বিষয় বা পরিধি কি হবে তা নিয়ে অতীতকাল থেকে ভৌগোলিকদের মধ্যে মতপার্থক্য আছে। ভূগোল শাস্ত্রের মূল আলোচ্য বিষয়গুলি হল,-
i. অঞ্চলের ধারণা :
ভূগোলে ভূপৃষ্ঠকে বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে পৃথক করে সেই স্থান সম্পর্কে সমীক্ষা ও বিশ্লেষণ করা হয়।
ii. প্রকৃতি ও মানুষের সম্পর্ক:
ভূগোলের প্রধান কাজই হল প্রকৃতি ও মানুষের সম্পর্কের অধ্যয়ন করা। পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষ ও প্রকৃতির সম্পর্কের বৈচিত্র্যতা পর্যবেক্ষণ করে বিভিন্ন অঞ্চলের মানুষের ওপর পরিবেশের কীরূপ প্রভাব তার আলোচনা করে ভূগোল।
iii. অবস্থান নির্ণয়:
পৃথিবী পৃষ্ঠের প্রতিটি স্থান তার অবস্থান অনুযায়ী একে অন্যের থেকে আলাদা হওয়ায় যেকোন স্থানের সমীক্ষা ও আলোচনায় সেই স্থানের অবস্থান নির্ণয়ের উপর গুরুত্ব দেওয়া হয়।
iv. সামাজিক ও অর্থনৈতিক পরিকল্পনা :
বিভিন্ন অঞ্চলভেদে কীরূপ সামাজিক ও অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ করা যাবে এবং কীভাবে ওই অঞ্চলের উন্নয়ন সম্ভব হবে, তার আলোচনা ভূগোলের পরিধি বা আলোচনার অন্তর্গত।
v. বিভিন্ন বিষয়ের সমন্বয়সাধন :
ভূগোলের সঙ্গে বিভিন্ন প্রাকৃতিক, পদার্থ, জীব, অর্থনৈতিক, সামাজিক প্রভৃতি বিষয়গুলির কীভাবে সমন্বয় করা যাবে ও তার আলোচনা এবং প্রভাব কীরূপ হবে, তারও আলোচনা থাকে ভূগোলে ।