১. সমুদ্রবক্ষ বিস্তার মতবাদের প্রবর্তক কে?
উ:- ভূবিজ্ঞানী হ্যারিহেস।
২. কত সালে সমুদ্রবক্ষের বিস্তার মতবাদটি প্রবর্তিত হয়?
উ:- 1962 সালে।
৩. কোন বইতে সমুদ্রবক্ষের বিস্তার মতবাদ প্রকাশিত হয়?
উ:- History of ocean basin.
৪. সামুদ্রিক শৈলশিরার অঞ্চলে ভূ- অভ্যন্তরীণ পরিচালন স্রোতের প্রবাহ কোন দিকে হয়?
উ:- উর্ধ্বমুখী।
৫. সামুদ্রিক শৈলশিরা দুপাশে কোন শ্রেণীর শিলার অস্তিত্ব রয়েছে?
উ:- ব্যাসল্ট শিলা।
৬. সমুদ্র তলদেশের বিস্তারের হার কত?
উ:- বছরে দুই সেন্টিমিটার।
৭. সমুদ্রের তলদেশে অবস্থিত কোন খনিজ যেটি সমুদ্র বক্ষের বিস্তারের পক্ষে প্রমাণ দেয়?
উ:- সারপেনটাইন।
৮. মহাসাগরের তলদেশে অবস্থিত চ্যাপ্টা মাথা বিশিষ্ট আগ্নেয়গিরি বা পাহাড়কে কি বলে?
উ:- গায়ট।
৯. ভূগর্ভে প্রচন্ড তাপের কারন কি?
উ:- তেজস্ক্রিয় পদার্থের উপস্থিতি।
১০. সমুদ্রবক্ষের বিস্তার এই তত্ত্বের সাহায্যে কোন মতবাদটি ভালোভাবে ব্যাখ্যা করা যায়?
উ:- মহীসঞ্চরণ মতবাদ।
১১. সার্পেন্টাইন খনিজ কোন আগ্নেয় শিলায় পাওয়া যায়?
উ:- পেরিডোটাইট ।
১২. সমুদ্রবক্ষের সম্প্রসারণ কোন মহাসাগরের সবচেয়ে ভালো পরিলক্ষিত হয়?
উ:- আটলান্টিক মহাসাগরে।
১৩. বিস্তার অঞ্চল বা spreading zone
সমুদ্র তলদেশের সম্প্রসারণের ফলে মধ্যম মহাসাগরীয় শৈলশিরা থেকে যতদূর পর্যন্ত নতুন সমুদ্রবক্ষ সম্প্রসারিত হয়, সমুদ্র তলদেশের সেই সম্প্রসারণশীল অঞ্চলকে বিস্তার অঞ্চল বলে। যেমন- মধ্য আটলান্টিক শৈলশিরা দুপাশে বিস্তারমান সামুদ্রিক ভূত্বক।
১৪. গায়ট কি?
সমুদ্র তলদেশে অবস্থিত চ্যাপ্টা শীর্ষ বিশিষ্ট বা মাথা বিশিষ্ট সামুদ্রিক পাহাড় বা আগ্নেয়গিরিকে গায়ট বলে। প্রশান্ত মহাসাগরের সবচেয়ে বেশি সংখ্যক গায়ট রয়েছে। এই পাহাড়গুলোর উচ্চতা এক হাজার থেকে তিন হাজার মিটার হয়। গায়টগুলি প্রায় সমতল শীর্ষ হবার কারণ হলো সামুদ্রিক ক্ষয়কার্য। সমতল শীর্ষ হওয়ায় বিভিন্ন ভূতাত্ত্বিক যুগের সামুদ্রিক সঞ্চয় এখানে দেখা যায়।
১৫. অভ্যন্তরীণ পরিচালন স্রোত
ভূ-অভ্যন্তরে তেজস্ক্রিয় পদার্থের প্রভাবে প্রচন্ড তাপ সৃষ্টি হয় এবং এই তাপপ্রবাহ গুরুমন্ডলের পরিচলন স্রোত সৃষ্টি করে। ভূবিজ্ঞানী Homes ভূগর্ভে যে পরিচালন স্রোতের অস্তিত্ব ধারণা করেছিলেন, হ্যারিহেস হোমসের সেই ধারণাকে সমর্থন করেন। গুরুমন্ডলীয় পরিচলন স্রোত যেখানে ঊর্ধ্বমুখী ভূপৃষ্ঠে সেখানে মহাসাগরীয় শৈলশিরা তৈরি হয়। সমুদ্রস্রোতের নিম্নমুখী প্রবাহের ফলে সমুদ্রখাতের সৃষ্টি হয়। সমুদ্রস্রোতের অনুভূমিক প্রবাহের ফলে সমুদ্রতলের সম্প্রসারন হয়।