Type Here to Get Search Results !

অর্থনৈতিক ক্রিয়া-কলাপ SAQ ( Economic Activities SAQ )

 অর্থনৈতিক ক্রিয়া-কলাপ SAQ


১. অর্থনৈতিক ক্রিয়া-কলাপ বা অর্থনৈতিক কার্যাবলী কি?

       উঃ সম্পদের উৎপাদন, বিনিময়, ব্যবহার, পরিষেবা ও ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত সব ধরনের কাজকে অর্থনৈতিক কাজ বলে। 

২. প্রথম স্তরের অর্থনৈতিক কার্যাবলীর উদাহরণ। 

          উঃ  বন থেকে ফলমূল, লতাপাতা সংগ্রহ; বন্যপ্রাণী শিকার; খনিজ সম্পদ আহরণ; পাথরকাটা; মাছ ধরা; একোয়াকালচার; পশুপালন; পোল্ট্রি ফার্মিং; পশম সংগ্রহ।

৩. দ্বিতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ এর উদাহরণ। 

          উঃ  ছোট বড় শ্রমশিল্প, যন্ত্রাংশের একত্রীকরণ, বাণিজ্যিক কৃষিকাজ, বাণিজ্যিক হারে সামুদ্রিক মাছ শিকার, নির্মাণ কার্য।

৪. তৃতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়া-কলাপের উদাহরণ। 

তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপ 


          উঃ  ব্যবসা-বাণিজ্য, পরিবহন ও যোগাযোগ, পর্যটন, বিপণন, শিক্ষাদান, স্বাস্থ্য ও চিকিৎসা, ব্যাংক ও বীমা, বিজ্ঞাপন, প্রশাসনিক কাজ, বিনোদন।

৫. চতুর্থ স্তরের বা নব্য স্তরের অর্থনৈতিক ক্রিয়া-কলাপের উদাহরণ। 

          তথ্য ও সংবাদ সংগ্রহ, তথ্য পরিবেশন, তথ্য ও প্রযুক্তি, কম্পিউটার ও টেলিযোগাযোগ, জমি ও বাড়ির কারবার বা রিয়েল এস্টেট।

৬. পঞ্চম স্তরের বা অতি নব্য স্তরের অর্থনৈতিক ক্রিয়া-কলাপের উদাহরণ। 

         উঃ  উন্নত প্রযুক্তি নির্ভর চিকিৎসা, গবেষণা ও উদ্ভাবন, উপগ্রহ পরিষেবা, রিমোট সেন্সিং ও জিআইএস, উচ্চ পর্যায়ের পরিচালনা ও সিদ্ধান্ত গ্রহণ, নীতি নির্ধারণ, পরামর্শদান, আউটসোর্সিং, গৃহকর্ম।

৭. Red collar workers কাদের বলে? 

         উঃ  প্রথম ক্ষেত্রের অর্থনৈতিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত কর্মীদের।

৮. Blue collar workers কাদের বলে? 

         উঃ  দ্বিতীয় ক্ষেত্রে অর্থনৈতিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত কর্মীদের।

৯. Pink collar workers কাদের বলে? 

        উঃ  তৃতীয় ক্ষেত্রের বার শিবা ক্ষেত্রে অর্থনৈতিক ক্রিয়াকলপের সঙ্গে যুক্ত কর্মীদের।

১০. White collar workers কাদের বলে? 

         উঃ  চতুর্থ স্তর বা নব্য স্তরের সঙ্গে যুক্ত কর্মীদের।

১১. Gold collar workers কাদের বলে? 

        উঃ  পঞ্চমস্তর বা অতি নব্য স্তরের সঙ্গে যুক্ত কর্মীদের।

১২. Black collar workers কাদের বলে? 

        উঃ  খনিতে কর্মরত শ্রমিকদের।

১৩. Yellow collar workers কাদের বলে? 

         উঃ  সৃজনশীল, মূলত চিত্র পরিচালকদের।

১৪. Green collar workers কাদের বলে? 

         উঃ  সামরিক কাজে যুক্ত কর্মীদের।

১৫. Orange collar workers কাদের বলে? 

        উঃ  দোকানের মহিলা কর্মীদের।

১৬. Gray collar workers কাদের বলে? 

         উঃ  তথ্যপ্রযুক্তি কর্মীদের।

১৭. কোন ক্ষেত্রের কার্যাবলী সবচেয়ে সংবেদনশীল? 

        উঃ  তৃতীয় ক্ষেত্রের।

১৮. অলার জনক কাজকর্ম (যেমন- অগ্নি নির্বাপন) কোন ক্ষেত্রে অন্তর্গত? 

         উঃ অতিনব্য স্তর বা পঞ্চম স্তর। 

১৯. বুদ্ধির ভান্ডার (Think Tank) কাদের বলে? 

        উঃ  পঞ্চম বা অতি নব্য স্তরের সঙ্গে যুক্ত প্রখর বুদ্ধিমান, জ্ঞানী ও অভিজ্ঞ কর্মীদের বুদ্ধি ভান্ডার বলে।

২০. প্রথম স্তরের কাজে নিযুক্ত কর্মীদের Red collar workers বলা হয় কেন? 

        উঃ  প্রথম স্তরের কাজে দৈহিক শ্রম বেশি প্রয়োজন হয় এবং এই সকল কার্যাবলী ঝুঁকিপূর্ণ হওয়ার জন্য এই কাজের সঙ্গে যুক্ত কর্মীদের Red collar workers বলে।

২১. উন্নত দেশগুলিতে কোন ক্ষেত্রের গুরুত্ব সবচেয়ে বেশি? 

         উঃ তৃতীয় ক্ষেত্র বা পরিষেবা ক্ষেত্র।

২২. পর্যটন কোন স্তরের অর্থনৈতিক ক্রিয়া-কলাপ? 

        উঃ  তৃতীয় স্তরের।

২৩. কোন অর্থনৈতিক কাজ উৎপাদন চক্রের সূচনা করে? 

        উঃ  কৃষিকাজ।

২৪. বুদ্ধিজীবী সম্প্রদায়ের সঙ্গে যুক্ত অর্থনৈতিক কাজের ক্ষেত্রটি কি? 

         উঃ নব্য ও অতি নব্য স্তর।

২৫. কোন স্তরের কাজ সংসদ ভবন বা ক্যাবিনেটে করা হয়? 

        উঃ  অতি নব্য স্তর বা পঞ্চমস্তরের ক্ষেত্র।

২৬. পুরনো স্মৃতিসৌধ স্থানে ভ্রমণ কোন শিল্পের অন্তর্ভুক্ত? 

          উঃ  হেরিটেজ শিল্প।

২৭. কোন পরিষেবা সরকারের নাগরিক পরিষেবা হিসেবে চিহ্নিত? 

           উঃ আধার কার্ড ও রেশন কার্ড।

২৮. কোন স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের ওপর জন শক্তির প্রভাব সবচেয়ে বেশি? 

          উঃ  দ্বিতীয় স্তরের।

২৯. ই-কমার্স কি? 

         উঃ কম্পিউটারের মাধ্যমে ইন্টারনেটের সাহায্যে বাড়িতে বা অফিসে বসে পণ্যদ্রব্য কেনাবেচার অত্যাধুনিক ব্যবস্থাকে ই-কমার্স বলে।

৩০. E.D.P এর পুরো নাম কি? 

        উঃ  Electronic Data Processing.

৩১. পুনঃরপ্তানি বাণিজ্য কি? 

         উঃ কোন পণ্য যখন এক দেশ থেকে অন্য দেশে রপ্তানি হয় এবং ওই দেশ পুনরায় অন্য আরেকটি দেশে  ওই পণ্য রপ্তানি করে তাকে পুনঃরপ্তানি বাণিজ্য বলে।

৩২. WTO এর পুরো নাম কি ? 

         উঃ  World Trade Organization (বিশ্ব বাণিজ্য সংস্থা)।

৩৩. WTO কবে আত্মপ্রকাশ করে?

           উঃ  1995 সালের 1 জানুয়ারি। বর্তমানের সদস্য হলো 149 টি দেশ।

৩৪. WTO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? 

           উঃ  সুইজারল্যান্ড এর জেনেভা।

৩৫. GATT এর পুরো নাম কি? 

            উঃ General Agreement on Tariffs and Trade.

৩৬. কোন সংস্থা পরিবর্তিত হয়ে WTO হয়?

              উঃ GATT(General Agreement on Tariffs and Trade).

৩৭. বিশ্বের গুরুত্বপূর্ণ কিছু বাণিজ্যিক গোষ্ঠী

        AFTA- Asian Free Trade Area.

        ASEAN- Association of South-East Asian Nations.

         ECM - European Common Market.

         GATS - General Agreement on Trade and Services.

         NAFTA - North American Free Trade Agreement.

        OPEC - Organisation of Petroleum Exporting Countries.

        OAPEC - Organisation of Arab Petroleum Exporting countries.

        SAARC - South Asian Association for Regional Co-operation.

        SAFTA - South Asian Free Trade Area. 

৩৮. SAARC কবে গঠিত হয়? 

          উঃ  1985 সালে সাতটি দেশ নিয়ে গঠিত হয়।সদস্য দেশগুলি হল- ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশ, ভুটান ও মালদ্বীপ।

৩৯. SAARC বর্তমান সদস্য দেশ কয়টি? 

         উঃ 8 টি। 2007 সালে আফগানিস্তানকে অন্তর্ভুক্ত করা হয়।

৪০. ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথ কোনটি? 

         উঃ NH-44 বা শ্রীনগর-কন্যাকুমারিকা সড়ক।

৪১. ভারতের ক্ষুদ্রতম জাতীয় সড়ক পথ কোনটি? 

          উঃ NH-47A বা কোচি  উইলিং ডন সড়ক। 


বিভিন্ন দেশের প্রধান রাজপথের নাম

৪২. ভারতের প্রধান রাজপথের নাম কি?  

       উঃ ন্যাশনাল হাইওয়ে।

 ৪৩. ব্রিটিশ যুক্তরাজ্যের প্রধান রাজপথের নাম কি? 

 

      উঃ মোটরওয়েজ 

 ৪৪. ইতালির প্রধান রাজপথের নাম কি? 

       উঃ অটোস্ট্রেড

 ৪৫. জার্মানির প্রধান রাজপথের নাম কি? 

        উঃ অটোবান 

৪৬. ফ্রান্সের প্রধান রাজপথের নাম কি? 

         উঃ অটোরুট 

৪৭. মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান রাজপথের নাম কি?  

         উঃ এক্সপ্রেসওয়ে।

৪৮. পরিবহনের মাধ্যমগুলি কি কি? 

         উঃ স্থলপথ, জলপথ, আকাশপথ, নলপথ, রজ্জুপথ।

৪৯. নল পথের মাধ্যমে কোন কোন পদার্থ পরিবাহিত হয়? 

         উঃ প্রাকৃতিক গ্যাস, খনিজ তেল, জল।

৫০. রজ্জুপথ (Ropeway) দ্বারা কি পদার্থ পরিবাহিত হয়? 

        উঃ  বিভিন্ন খনিজ পদার্থ। এছাড়া পার্বত্য অঞ্চলে পণ্য ও যাত্রী পরিবহনের জন্য রজ্জুপথ ব্যবহার করা হয়।

৫১. গ্রান্ড ট্রাঙ্ক রোডের(G.T. Road) বর্তমান নাম কি? 

         উঃ  শের শাহ সুরি মার্গ (Sher Shah Suri Marg) ।

৫২. জাতীয় সড়ক পথ নির্মাণ এবং রক্ষণাবেক্ষণের দায়িত্বে কোন সংস্থা রয়েছে?

          National Highway Authority of India (NHAI)

          Public Works Department (PWD)

          Border Road Organisation (BRD)

৫৩. দেশের বৃহত্তম হাইওয়ে নির্মাণ পরিকল্পনা কর্মসূচির নাম কি?

          উঃ  ন্যাশনাল হাইওয়ে জ ডেভেলপমেন্ট প্রজেক্ট ( NHDP)

৫৪. সোনালী চতুর্ভুজ (Golden Quadrilateral)

           উঃ ভারতের চারটি মেট্রোপলিটন শহর দিল্লি মুম্বাই চেন্নাই ও কলকাতাকে ছয় লাইন বিশিষ্ট চারটি জাতীয় সড়কের দ্বারা যুক্ত করে যে চতুর্ভুজ গঠন হয়েছে তাকে সোনালী চতুর্ভুজ বলে। এই চতুর্ভুজের মোড় দৈর্ঘ্য 5846 কিলোমিটার।

        1. দিল্লি থেকে মুম্বাই এর দূরত্ব এক 1419 কিলোমিটার।

        2. মুম্বাই এবং চেন্নাইকে যুক্তকারি জাতীয় সড়কের দূরত্ব 1290 কিলোমিটার।

        3. চেন্নাই এবং কলকাতাকে যুক্তকারি জাতীয় সড়ক পথের দূরত্ব 1684 কিলোমিটার। 

        4. কলকাতা থেকে দিল্লিকে যুক্তকারি জাতীয় সড়কের দৈর্ঘ্য 1453 কিলোমিটার।


৫৫. উত্তর-দক্ষিণ করিডোর (North-South Corridor) কি? 

       উঃ ভারতের উত্তরে শ্রীনগর থেকে দক্ষিনে কন্যাকুমারীকা পর্যন্ত বিস্তৃত জাতীয় সড়কপথকে উত্তর-দক্ষিণ করিডোর বলে। এর দৈর্ঘ্য 4000 কিলোমিটার।

৫৬. পূর্ব-পশ্চিম করিডোর(East-West Corridor) কি? 

       উঃ পশ্চিমে গুজরাটের প্রবন্দর থেকে পূর্বে অসমের শিলচর পর্যন্ত বিস্তৃত জাতীয় সড়ক পথকে পূর্ব-পশ্চিম করিডোর বলে। এর দৈর্ঘ্য প্রায় 3300 কিলোমিটার।

৫৭. স্থলপথ পরিবহনের সর্বশ্রেষ্ঠ মাধ্যম কি?

       উঃ  রেলপথ।

৫৮. পৃথিবীর দীর্ঘতম রেলপথ কোনটি? 

        উঃ  রাশিয়ার ট্রান্স-সাইবেরিয়ান রেলপথ। এটি রাশিয়ার পশ্চিমে পিটার্সবার্গ থেকে পূর্বে ব্লাডিভস্তক পর্যন্ত বিস্তৃত।

৫৯. এশিয়ার মধ্যে দীর্ঘতম রেলপথ কোন দেশে রয়েছে?

        উঃ ভারতে।

৬০. ভারতে প্রথম রেলপথ স্থাপিত হয় কোথায়? 

         উঃ 1853 খ্রিস্টাব্দে মুম্বাই ও থানের মধ্যে প্রায় 34 কিলোমিটার।

৬১. এশিয়ার মধ্যে বৃহত্তম রেলপথের বিস্তার রয়েছে কোন দেশে? 

         উঃ ভারতে। ভারত রেলপথের বিস্তারে পৃথিবীতে চতুর্থ স্থান অধিকার করে।

৬২. ভারতীয় রেলপথের প্রধান বিভাগসমূহ এবং কার্যালয়

রেলপথের বিভাগ কার্যালয়
1.পূর্ব রেলপথ কলকাতা
2.পূর্ব-মধ্য রেলপথ হাজিপুর
3.দক্ষিণ-পূর্ব রেলপথ কলকাতা।
4.দক্ষিণ-পূর্ব-মধ্য রেলপথ বিলাসপুর
5.উত্তর-পূর্ব রেলপথ গোরক্ষপুর
6.উত্তর-মধ্য রেলপথ এলাহাবাদ
7.উত্তর-পূর্ব সীমান্ত রেলপথ মালিগাঁও
8.উত্তর রেলপথ নিউ দিল্লি
9.উত্তর-পশ্চিম রেলপথ জয়পুর
10.দক্ষিণ রেলপথ চেন্নাই
11.দক্ষিণ-পশ্চিম রেলপথ হুবলি
12.মধ্য রেলপথ জব্বলপুর
13.পশ্চিম-মধ্য রেলপথ মুম্বাই

                         

৬৩. ফ্রেইট করিডর বা পণ্য পরিবহন পথ কি? 

          উঃ  রেলপথের মাধ্যমে সম্পূর্ণ স্বতন্ত্র পণ্য পরিবহন পথকে ফ্রেইট করিডোর বলে।

৬৪. উন্নয়নের জীবনরেখা কাকে বলে? 

 

         উঃ জলপথকে।  

৬৫. শিপিং লেন (Shipping Lane) কি? 

          উঃ সমুদ্রে যে নির্দিষ্ট পথকে অনুসরণ করে জাহাজ চলাচল করে তাকে শিপিং লেন বলে।

৬৬. সুয়েজ খাল (Suez Canal)

          1. মিশরের মূল ভূখণ্ড এবং সিনাই উপদ্বীপের মাঝে অবস্থিত। 

          2. মোট দৈর্ঘ্য 166 কিলোমিটার। 

          3. ভূমধ্যসাগরের সঙ্গে এই খালটি লোহিত সাগরকে যুক্ত করেছে। 

          4. ফার্দিনান্দ দ্য লেসেন্সের তত্ত্বাবধানে এই খাল খনন শুরু হয়। ব্যবহারের জন্য 1869 সালে উন্মুক্ত করা হয়।

৬৭. পানামা খাল (Panama Canal)

           উঃ পানামা দেশের পানামা যোজকের মধ্য দিয়ে এই খাল কাটা হয়। খালটির মোট দৈর্ঘ্য 80 কিলোমিটার। প্রশান্ত মহাসাগরের সঙ্গে আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে। জন স্টিভেনশন ও জর্জ গোয়েথালসের তত্ত্বাবধানে এই খাল খনন করা হয়। 1914 সালে জাহাজ চলাচল শুরু হয়।

৬৮. ভারতের দীর্ঘতম জলপথ কোনটি? 

          উঃ  NW-1 । এটি গঙ্গা-ভাগীরথী-হুগলি নদীতে অবস্থিত। হলদিয়া থেকে এলাহাবাদ পর্যন্ত বিস্তৃত।

৬৯. ব্রহ্মপুত্র নদে অবস্থিত জাতীয় জলপথ কোনটি?

           উঃ NW-2 । এটি সাদিয়া থেকে ধুব্রি পর্যন্ত বিস্তৃত।


ভারতের কয়েকটি গুরুত্বপূর্ণ বন্দর

৭০. চা রপ্তানিকারক বন্দর কোনটি? 

        উঃ  কলকাতা ।

৭১. গভীরতম বন্দর কোনটি? 

        উঃ উড়িষ্যার পারাদীপ ।

৭২. শুল্কমুক্ত বন্দর কোনটি? 

        উঃ কান্ডালা। 

৭৩. বৃহত্তম বন্দর কোনটি? 

        উঃ  মুম্বাই বন্দর। 

৭৪. হাইটেক বন্দর কোনটি? 

        উঃ  নভেসেবা। 

৭৫. রপ্তানিকারী বন্দর কোনটি? 

         উঃ গোয়ার মার্মগাঁও। 

৭৬. কফি রপ্তানিকারী বন্দর কোনটি? 

        উঃ কর্নাটকের নিউ ম্যাঙ্গালোর।

৭৭. ভারতের টেলিগ্রাফ পরিষেবা কত সালে চিরতরে বন্ধ হয়ে যায়? 

         উঃ 2013 সালের 18 জুলাই।

৭৮. Fax এর পুরো কথা কি?  

         উঃ Fascimiler.

৭৯. SMS এর পুরো নাম কি?

         উঃ Short Messaging Service.

৮০. MMS এর পুরো নাম কি? 

        উঃ Multimedia Messaging Service.

৮১. GPS এর পুরো নাম কি?

        উঃ Global Positioning System.

৮২. ইন্টারনেট বা অন্তর্জাল কি? 

         উঃ সারা পৃথিবীর সমস্ত কম্পিউটারকে মডেমের মাধ্যমে একসূত্রে যুক্ত করার নামই হল ইন্টারনেট বা অন্তর্জাল। এর প্রতিষ্ঠাতা হলেন বুশ, উইনার ও ম্যাকলুহান।

৮৩. Email এর পুরো নাম কি? 

         উঃ Electronic mail.

৮৪. উপগ্রহ চিত্র (Satellite imagery) কি? 

         উঃ কৃত্রিম উপগ্রহের বসান ক্যামেরার সাহায্যে পৃথিবীপৃষ্ঠের যে ছবি বা চিত্র তোলা হয় তাকে উপগ্রহ চিত্র বলে।

৮৫. দূর সংবেদন বা রিমোট সেন্সিং (Remote Sensing) কি? 

        উঃ কোন বস্তুকে স্পর্শ না করে দূর থেকে সেই বস্তু সম্পর্কে তথ্য আহরণ করাকেই দূর সংবেদন বা রিমোট সেন্সিং বলে। যেমন উপগ্রহের বসানো যন্ত্রের সাহায্যে ভূপৃষ্ঠের তথ্য সংগ্রহ।

৮৬. GIS কাকে বলে? 

        উঃ কম্পিউটারের মাধ্যমে উপগ্রহ চিত্রকে বিশ্লেষণ করে যে তথ্য পাওয়া যায় সেই তথ্যকে কাজে লাগিয়ে কার্টোগ্রামের মাধ্যমে চিত্র অঙ্কন করা হয়। এই সমগ্র পদ্ধতিকে GIS বলা হয়।

৮৭. GIS এর পুরো নাম কি? 

        উঃ Geographic Information System.

৮৮. PTI এর পুরো নাম কি? 

         উঃ Press Trust of India. এটি ভারতের বৃহত্তম সংবাদ সংস্থা।

৮৯. PPP এর পুরো নাম কি?

        উঃ Public Private Partnership.

৯০. ভারতের বৃহত্তম বীমা পরিষেবা সংস্থা কোনটি? 

           উঃ   LIC (Life Insurance Corporation of India)

৯১. বিপণন পরিষেবা (Marketing) কাকে বলে?

            উঃ  লাভজনক মূল্যে দ্রব্য কেনা বেচা ও পরিষেবা প্রদানকে বিপণন পরিষেবা বলে।

৯২. বিশ্ব পর্যটনের সর্বোচ্চ সংস্থার (World Tourism Organisation) সদর দপ্তর কোথায় অবস্থিত? 

            উঃ স্পেনের মাদ্রিদে।

৯৩. হেরিটেজ শিল্প কি? 

          উঃ  পুরানো স্মৃতিসৌধ, ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থানে ভ্রমণকে হেরিটেজ শিল্প বলে।

৯৪. মোটেল কি? 

        উঃ মোটেলকে এক কথায় বলা যায় গাড়িচালকদের হোটেল। এই সকল স্থানে গাড়ি রাখার এবং চালকদের যাত্রীদের খাওয়া-দাওয়ার ব্যবস্থা থাকে।

৯৫. SAARC এর সদর দপ্তর কোথায় অবস্থিত? 

        উঃ নেপালের কাঠমান্ডু।

৯৬. EU এর সদর দপ্তর কোথায় অবস্থিত? 

        উঃ ব্রাসেলস।

৯৭. OPEC এর সদর দপ্তর কোথায় অবস্থিত? 

          উঃ ভিয়েনা।

৯৮. ASEAN এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

         উঃ জাকার্তা।

৯৯. বিশ্বের দীর্ঘতম হাইওয়ে কোনটি? 

         উঃ প্যান আমেরিকান হাইওয়ে।

১০০. সড়ক পথের দৈর্ঘ্যে কোন দেশ প্রথম?

          উঃ মার্কিন যুক্তরাষ্ট্র।

১০১. কোন দেশ রেল পরিবহনে বিশ্বে প্রথম?

           উঃ রাশিয়া।

১০২. বিশ্বের ব্যস্ততম সমুদ্র পথ কোনটি? 

          উঃ উত্তর আটলান্টিক সমুদ্রপথ।

১০৩. FM এর পুরো নাম কি?

             উঃ Frequency Modulation.

১০৪. e-commerce কি? 

           উঃ অনলাইনে ব্যবসা কে e-commerce বলে।

১০৫. BSNL কি? 

            উঃ ভারতের অভ্যন্তরীণ টেলি পরিষেবা নিয়ন্ত্রক সংস্থা।

১০৬. VSNL কি? 

             উঃ  ভারতের বৈদেশিক টেলিপরিষেবার নিয়ন্ত্রক সংস্থা।

১০৭. সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের উদাহরণ দাও। 

            উঃ  Facebook, twitter, whatsapp।

১০৮. তথ্য কি? 

            উঃ  তথ্য হলো কোন বিষয় সম্পর্কিত সঠিক ও সুনির্দিষ্ট জ্ঞান বা সংবাদ।

১০৯. বিশ্বের তথ্যপ্রযুক্তি রাজধানী কাকে বলে? 

             উঃ  মার্কিন যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিকে।

১১০. ভারতের প্রধান তথ্যপ্রযুক্তি সংস্থার নাম লেখ। 

                উঃ টাটা কনসালটেন্সি সার্ভিসেস (TCS), ইনফোসিস।

১১১. কয়েকটি শব্দের পুরো নাম

         CSIR - Council of Scientific and Industrial Research.

         ICAR- Indian Council of Agriculture Research.

         ICMR - Indian Council of Medical Research.

         DRDO - Defence Research and Development Organisation. (ভারতের প্রতিরক্ষা সংক্রান্ত গবেষণাকারী সংস্থা)

        MRI - Magnetic Resonance Imaging

        USG - Ultra Sonography 

        KPO - Knowledge Processing Outsourcing

        BPO - Business Process Outsourcing.

        ISRO - Indian Space Research Organisation.(ভারতের মহাকাশ গবেষণাকারী সংস্থা)


১১২. অর্থনৈতিক কার্যাবলীর সর্বোচ্চ বা সর্বশেষ স্তর কোনটি?

           উঃ পঞ্চম স্তর বা অতি নব্য স্তর।

১১৩. বিশেষজ্ঞ কাদের বলে? 

            উঃ কোন বিষয়ে যার বিশেষ জ্ঞান বা ব্যুৎপত্তি আছে তাদের বিশেষজ্ঞ বলে।

১১৪. মেধাপ্রবাহ (Brain drain) কি? 

           উঃ উন্নয়নশীল দেশ থেকে বুদ্ধিজীবী, গবেষক বা মেধাবী মানুষদের উন্নতদেশে স্থানান্তরকে মেধাপ্রবাহ বলে।

১০৫. আউটসোর্সিং কি? 

           উঃ অন্য সংস্থার মাধ্যমে কোয়ার্টারনারি ও কুইনারি কাজ করিয়ে নেওয়াকে আউটসোর্সিং বলে।

১০৬. অফসোর্সিং কি? 

            উঃ অন্য দেশ থেকে কোয়ার্টারনারি ও কুইনারি কাজ করিয়ে নেওয়াকে অফসোর্সিং বলে।

১০৭. e-learning কি? 

            উঃ তথ্য প্রযুক্তির সাহায্যে শিক্ষাদান পদ্ধতিকে e-learning বলে।

১০৮. ভারতের অর্থনৈতিক কার্যকলাপের সঙ্গে যুক্ত জনসংখ্যাঃ-

            ➥ প্রাথমিক বা প্রথম স্তরের অর্থনৈতিক কার্যাবলীর সঙ্গে যুক্ত- 60%

            ➥ গৌণ বা দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলীর সঙ্গে যুক্ত- 12%

            ➥ প্রগৌণ বা পরিষেবা মূলক বা তৃতীয় স্থানের অর্থনৈতিক কার্যাবলীর সঙ্গে যুক্ত- 23%

১০৯। শিপিং লাইন (Shipping Line) কি?

         যে সকল সংস্থা বা কোম্পানির জাহাজ সমুদ্রে চলাচল করে সেই সব সংস্থা বা কোম্পানিকে শিপিং লাইন বলে। ভারতের এইরকম সংস্থার নাম শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া।














একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area