Type Here to Get Search Results !

প্রশান্ত মহাসাগরের সমুদ্রস্রোত

 প্রশান্ত মহাসাগরের সমুদ্রস্রোত 


(১) নিরক্ষীয় স্রোত (উষ্ণ) : 

       আটলান্টিক মহাসাগরের মত প্রশান্ত মহাসাগরে নিরক্ষরেখার উভয় দিকে উত্তর-পূর্ব আয়নবায়ু ও দক্ষিণ-পূর্ব আয়নবায়ুর প্রভাবে পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত দু'টি উষ্ণ স্রোতের সৃষ্টি হয়। নিরক্ষরেখার উত্তরে উত্তর-পূর্ব আয়নবায়ুর প্রভাবে যে স্রোতের সৃষ্টি হয় তাকে উত্তর নিরক্ষীয় স্রোত এবং নিরক্ষরেখার দক্ষিণে দক্ষিণ-পূর্ব আয়নবায়ুর প্রভাবে যে স্রোতের সৃষ্টি হয় তাকে দক্ষিণ নিরক্ষীয় স্রোত বলে।

                  উত্তর নিরক্ষীয় স্রোত ও দক্ষিণ নিরক্ষীয় স্রোতের মধ্যভাগ দিয়ে পশ্চিম থেকে পূর্বে একপ্রকার স্রোত প্রবাহিত হয়। একে নিরক্ষীয় প্রতিস্রোত বলে।


■ দক্ষিণ প্রশান্ত মহাসাগরের সমুদ্রস্রোত—

            কুমেরু মহাসাগর থেকে শীতল স্রোত পশ্চিমাবায়ুর প্রভাবে পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত হয়। এই স্রোত দক্ষিণ আমেরিকার দক্ষিণে হর্ন অন্তরীপের নিকট বাধা পেয়ে দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূল বরাবর উত্তরদিকে বেঁকে যায়।


[২] হামবোল্ড স্রোত (শীতল) : 

           চিলির উপকূলের নিকট দিয়ে এই স্রোত যখন প্রবাহিত হয়। তখন এর নাম হামবোল্ড স্রোত।

প্রশান্ত মহাসাগরের সমুদ্রস্রোত


[৩] পেরু স্রোত (শীতল) : 

            হামবোল্ড স্রোত আরও উত্তরে পেরুর নিকট পেরু স্রোত নামে  পরিচিত হয়। এই স্রোত ক্রমশঃ উত্তরে প্রবাহিত হয়ে ধীরে ধীরে উষ্ণ হয় ও দক্ষিণ নিরক্ষীয় স্রোতের সঙ্গে মিলিত হয়।


[8] পূর্ব অস্ট্রেলিয়া স্রোত বা নিউ সাউথ ওয়েলস স্রোত (উষ্ণ): 

              দক্ষিণ নিরক্ষীয় স্রোত দক্ষিণ-পূর্ব আয়নবায়ুর প্রভাবে পশ্চিম দিকে অগ্রসর হয়ে অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে বাধা পেয়ে তিনটি শাখায় বিভক্ত হয়। 

        [i] দক্ষিণের শাখাটি অস্ট্রেলিয়ার উত্তর-পূর্ব উপকূল বরাবর পূর্ব অস্ট্রেলিয়া স্রোত বা নিউ সাউথ ওয়েলস স্রোত নামে দক্ষিণ দিকে অগ্রসর হয় এবং দক্ষিণ বা কুমেরু মহাসাগরীয় স্রোতের সঙ্গে মিলিত হয়।

         [ii] মধ্যম শাখাটি নিউগিনি দ্বীপ ও অস্ট্রেলিয়ার মধ্যভাগ দিয়ে প্রবাহিত হয়ে ভারত মহাসাগরে প্রবেশ করেছে। 

         [iii] উত্তরের শাখাটি নিরক্ষরেখা অতিক্রম করে উত্তর নিরক্ষীয় স্রোতের সঙ্গে মিলিত হয়েছে।


■ উত্তর প্রশান্ত মহাসাগরের সমুদ্রস্রোত—


[৫] জাপান স্রোত বা কুরোশিও স্রোত (উষ্ণ) : 

        উত্তর নিরক্ষীয় স্রোত উত্তর-পূর্ব আয়নবায়ুর প্রভাবে পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত হয় এবং অস্ট্রেলিয়ার উত্তরে দক্ষিণ নিরক্ষীয় স্রোতের উত্তর শাখার সঙ্গে মিলিত হয়ে আরও পশ্চিমে প্রবাহিত হয়। এই মিলিত স্রোত এশিয়ার পূর্ব উপকূলে বাধা পেয়ে উত্তর ও উত্তর-পূর্বে বেঁকে তাইওয়ান ও জাপানের পূর্ব উপকূল বরাবর জাপান স্রোত বা কুরোশিও স্রোত নামে প্রবাহিত হয়। 

[৬] সুসিমা স্রোত (উষ্ণ) : 

           জাপানের পশ্চিম উপকূল বরাবর জাপান স্রোতের একটি শাখা সুসিমা স্রোত নামে উত্তরদিকে প্রবাহিত হয়েছে।

[৭] উত্তর প্রশান্ত মহাসাগরীয় স্রোত (উষ্ণ): 

          জাপান স্রোতের অপর একটি শাখা পশ্চিমাবায়ুর প্রভাবে উত্তর প্রশান্ত মহাসাগরীয় স্রোত নামে পূর্ব ও উত্তর-পূর্বদিকে অগ্রসর হয় এবং উত্তর আমেরিকার কানাডার পশ্চিম উপকূলে বাধা পেয়ে ক্যালিফোর্নিয়া ও আলাস্কা স্রোত নামে দু'টি শাখায় বিভক্ত হয়।

[৮] ক্যালিফোর্নিয়া স্রোত (শীতল) : 

         উত্তর প্রশান্ত মহাসাগরীয় স্রোতের দক্ষিণ শাখা আমেরিকা যুক্তরাষ্ট্রের উপকূল বরাবর দক্ষিণে প্রবাহিত হয়ে ক্যালিফোর্নিয়ার কাছে ক্যালিফোর্নিয়া স্রোত রূপে প্রবাহিত হয় এবং অবশেষে উত্তর নিরক্ষীয় স্রোতের সঙ্গে মিলিত হয়।

[৯] আলাস্কা স্রোত (উষ্ণ) :  

 

        উত্তর প্রশান্ত মহাসাগরীয় স্রোতের অপর শাখাটি উত্তরে বেঁকে আলাস্কার উপকূল ও অ্যালিউশিয়ান দ্বীপপুঞ্জ বরাবর উত্তর দিকে অগ্রসর হয়ে অবশেষে শীতল সুমেরু স্রোতের সঙ্গে মিলিত হয়। এই স্রোত আলাস্কা স্রোত বা অ্যালিউশিয়ান স্রোত নামে পরিচিত। 

            ক্যালিফোর্নিয়া ও আলাস্কা স্রোতের কাছে একপ্রকার শীতল স্রোত অন্তঃস্রোত রূপে প্রবাহিত হয়। এদের যথাক্রমে শীতল ক্যালিফোর্নিয়া স্রোত ও আলাস্কা স্রোত বলে।


[১০] বেরিং স্রোত (শীতল) : 

         উত্তরে সুমেরু মহাসাগর হতে শীতল স্রোত বেরিং প্রণালীর মধ্য দিয়ে বেরিং স্রোত নামে প্রশান্ত মহাসাগরে প্রবেশ করে। এই স্রোত কামচাটকা উপদ্বীপ, কিউরাইল দ্বীপপুঞ্জ ও জাপানের পূর্ব উপকূল বরাবর ওয়াশিও স্রোত নামে প্রবাহিত হয় ও ধীরে ধীরে জাপান স্রোতের সঙ্গে মিলিত হয়। ওখটস্ক সাগর থেকে প্রবাহিত অপর একটি শীতল স্রোত ওখটস্ক স্রোত নামে কামচাটকা উপদ্বীপের পশ্চিম দিক দিয়ে দক্ষিণ দিকে প্রবাহিত হয় ও জাপান স্রোতের সঙ্গে মিলিত হয়।


আরও পড়ুন 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area