১. Geography বা ভূগোল শব্দের অর্থ কি?
Geography শব্দটি দুটি শব্দের সমন্বয়ে গঠিত। যেখানে, 'geo' এর অর্থ 'পৃথিবী' এবং 'graphos' এর অর্থ 'বর্ণনা বা বিবরণ' অর্থাৎ Geography শব্দের অর্থ 'পৃথিবীর বর্ণনা'।
২. Geography শব্দটি প্রথম কে ব্যবহার করেন?
প্রাচীন গ্রিক পন্ডিত এরাটোসথেনিস।
৩. ভারতে 'ভূগোল' শব্দটি প্রথম কোথায় ব্যবহৃত হয়?
ভারতের ভূগোল শব্দটি প্রথম ব্যবহৃত হয় সূর্যসিদ্ধান্ত গ্রন্থে।
৪. কাকে ভূগোলের জনক ( Father of Geography) বলা হয়?
প্রাচীন গ্রিক পন্ডিত এরাটোসথেনিস কে।
৫. সকল বিজ্ঞানের জননী ( Mother of All Science) কোন বিষয়কে বলা হয়?
ভূগোলকে।
৬. ভূগোল আলোচনার মূল দুটি উপাদান কি?
মানুষ ও প্রকৃতি।
৭. প্রণালীবদ্ধ ভূগোলের জনক কে?
আলেকজান্ডার ফন হামবোল্ড।
৮. মানবীয় ভূগোলের জনক কাকে বলে?
কার্ল রিটারকে।
৯. GIS এর পুরো নাম কি?
Geographic Information System
১০. আঞ্চলিক ভূগোলের স্রষ্টা কে?
কার্ল রিটার।
১১. ভূমিরূপ বিদ্যার জনক কাকে বলে?
ডব্লিউ. এম. ডেভিস।
১২. মৃত্তিকা বিজ্ঞানের জনক কাকে বলে?
ডকুচেভকে।
১৩. পৃথিবীর প্রথম মানচিত্র অংকন করেন কে?
টলেমি।
১৪. Geographia বইটির রচয়িতা কে?
টলেমি (এটি মানচিত্র সম্বন্ধীয় পুস্তক)।
১৫. কে প্রথম পৃথিবীর দ্রাঘিমারেখা অংকন করেন?
গ্রিক পন্ডিত হেরোডোটাস।
১৬. ভারতের ভূগোলের জনক কাকে বলা হয়?
ড. শিবপ্রসাদ চট্টোপাধ্যায়কে। ওনার তত্ত্বাবধানে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভূগোল চর্চা শুরু হয়।
১৭. স্থান শব্দটি প্রথম কে ব্যবহার করেন?
এমরিস জোন্স।
১৮. আধুনিক ভূগোলের জনক কাকে বলে?
আলেকজান্ডার ফন হামবোল্ড এবং কার্ল রিটারকে।
১৭. আঞ্চলিক ভূগোলের স্রষ্টা কাকে বলে?
ভ্যারেনিয়াসকে।
১৮. GPS এর পুরো নাম কি?
Global Positioning System।