বিভাগ- ক / part A (Marks 35)
1. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): 7 x 5 = 35
(a) কার্স্ট অঞ্চলের ডোলাইন ও পাতন প্রস্তর কিভাবে সৃষ্টি হয় তা চিত্রসহ ব্যাখ্যা কর। রিয়া উপকূল কাকে বলে? 5+2=7
(অথবা) মৃত্তিকা সৃষ্টিতে আদি শিলা ও জলবায়ুর ভূমিকা সংক্ষেপে আলোচনা কর। নদীর পুনর যৌবন লাভের ফলে কিভাবে নদীমঞ্চ গঠিত হয় তা চিত্রসহ ব্যাখ্যা কর। 5+2=7
(b) উপযুক্ত চিত্রসহ নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের জীবনচক্র ব্যাখ্যা কর। জীববৈচিত্র্যের উষ্মাকেন্দ্র কাকে বলে? 6+1=7
(অথবা) জাঙ্গল উদ্ভিদের শ্রেণীবিভাগ কর এবং পরিবেশের সাথে এদের অভিযোজন সম্পর্কে আলোচনা কর। দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য নিরূপণ কর। 5+2=7
(c) ভূমধ্যসাগরীয় অঞ্চল ফল উৎপাদনে বিখ্যাত কেন? দক্ষিণ ভারতে কফি চাষের উন্নতির কারণগুলি কি কি? শস্যাবর্তনের সংজ্ঞা দাও। 3+2+2=7
(d) কাঁচামালের অভাব সত্ত্বেও জাপানে লৌহ-ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণগুলি ব্যাখ্যা কর। কার্পাস বয়ন শিল্পকে শিকড় আলগা শিল্প বলে কেন? 3+2+2=7
(e) পৃথিবীর বিভিন্ন অঞ্চলে অসম জনবন্টনের প্রাকৃতিক কারণগুলি আলোচনা কর। হলদিয়া বন্দর গড়ে ওঠার কারণগুলি বিশ্লেষণ কর। 4+3=7
(অথবা) জনঘনত্ব ও মানুষ-জমি অনুপাতের মধ্যে পার্থক্য নিরূপণ কর। পরিকল্পনা অঞ্চলের স্তরক্রম সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা কর। বয়:লিঙ্গ অনুপাতের গুরুত্ব উল্লেখ করো। 2+3+2=7
আরও দেখুন✔✔
- উচ্চ মাধ্যমিক ভূগোল প্রশ্নপত্র ২০১৫ ⇦ Click করুণ
- উচ্চ মাধ্যমিক ভূগোল প্রশ্নপত্র ২০১৬ ⇦ Click করুণ
বিভাগ-খ/Part-B IMarks : 35
1.সঠিক উত্তরটি বেছে নাও। (সকল প্রশ্ন আবশ্যিক) : 1 x 21 = 21
(i) ছত্তিশগড়ের প্রধান লৌহ আকরিক উৎপাদনকারী অঞল হল-
- (a) গুরুমহিষানি
- (b) দাল্লিরাজহারা
- (c) বাবাবুদান পাহাড়
- (d) কোরবা
(ii) প্রায় যােগাযােগহীন বিচ্ছিন্ন ও ক্ষুদ্র গ্রামীণ বসতিকে বলে—
- (a) হ্যামলেট
- (b) গ্রাম
- (c) মৌজা
- (d) শহর।
(iii) ২০১১ সালের আদমশুমারি অনুসারে ভারতের নারী ও পুরুষের অনুপাত হল
- (a) ৯২৫ : ১০০০
- (b) ৯৩০ : ১০০০
- (c) ৯৩৫ : ১০০০
- (d) ৯৪০:১০০০
(iv) ভারতের নিম্নলিখিত কোন শহরগুলি ‘সােনালি চতুর্ভুজ দ্বারা যুক্ত
- (a) দিল্লি-মুম্বই-কলকাতা-বেঙ্গালুরু
- (b) দিল্লি-মুম্বই-হায়দরাবাদ-কলকাতা
- (c) দিল্লি-মুম্বই-চেন্নাই-কলকাতা
- (d) পােরবন্দর-দিল্লি-কলকাতা-চেন্নাই।
(v) পেশাদার পরামর্শদান’ যে অর্থনৈতিক ক্রিয়াকলাপের উদাহরণ, তা হল-
- (a) টশিয়ারি ক্রিয়াকলাপ
- (b) কোয়াটারনারি ক্রিয়াকলাপ
- (c) কুইনারি ক্রিয়াকলাপ
- (d) এগুলির কোনােটিই নয়।
(vi) শিল্প স্থানিকতার ন্যূনতম ব্যয় তত্ত্ব’-টির প্রবর্তক হলেন—
- (a) অগাস্ট লশ
- (b) আলফ্রেড ওয়েবার
- (c) জর্জ রেনার
- (d) ই. ডব্লু জিমারম্যান
(vii) ভারতের প্রথম পাটকল স্থাপিত হয়—
- (a) রিষড়ায়
- (b) ব্যান্ডেলে
- (c) শ্রীরামপুরে
- (d) টিটাগড়ে
(viii) মিলেট যে কৃষি প্রণালীর প্রধান ফসল, তা হল-
- (a) আর্দ্র কৃষি
- (b) শুষ্ক কৃষি
- (c) স্থানান্তর কৃষি
- (d) বাণিজ্যিক কৃষি
(ix) ভারতের ‘শ্বেত বিপ্লব’-এর জনক হলেন—
- (a) নরম্যান বােরলগ
- (b) রােনাল্ড রস
- (C) এম. এস. স্বামীনাথন
- (d) ড. ভার্গিস কুরিয়েন
(x) অভিকর্ষজ বলের সাথে যুক্ত একটি দুর্যোগ হল—
- (a) ভূমিকম্প
- (b) বন্যা
- (C) হিমানী সম্প্রপাত
- (d) দাবানল
(xi) একটি মুক্ত ভাসমান জলজ উদ্ভিদের নাম হল—
- (a) হােগলা
- (b) পদ্ম
- (c) শালুক
- (d) কচুরিপানা
(xii) মৌসুমি বায়ু হল এক প্রকারের
- (a) স্থানীয় বায়ু
- (b) সাময়িক বায়ু
- (c) নিয়ত বায়ু
- (d) অনিয়মিত বায়ু।
(xiii) যে জলবায়ু অঞ্চলে জীববৈচিত্র সর্বাধিক হয়, তার নাম-
- (a) ক্রান্তীয় বৃষ্টি অরণ্য জলবায়ু অঞল
- (b) মৌসুমি জলবায়ু অঞল
- (c) ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞল
- (d) তুন্দ্রা জলবায়ু অঞ্চল
(xiv) হিউমাস সমৃদ্ধ মাটির রং হয়—
- (a) লালচে
- (b) কালাে
- (c) ধূসর
- (d) সাদাটে
(xv) অগ্ন্যুৎপাতজাত পদার্থ দ্বারা গঠিত মৃত্তিকা হল-
- (a) অক্সিসল
- (b) আল্টিসল
- (C) অ্যাফিসল
- (d) অ্যান্ডিসল
(xvi) নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের একটি বৈশিষ্ট্য হল—
- (a) শঙ্ক গ্রীষ্মকাল এবং আর্দ্র শীতকাল
- (b) বার্ষিক উষ্ণতার প্রসর বেশি
- (c) শীতকালে তুষারপাত হয়
- (d) অপরানহে পরিচলন বৃষ্টিপাত হয়
(xvii) গম্বুজাকৃতি পাহাড়ে যে ধরনের জলনিৰ্গম প্রণালী গড়ে ওঠে, তা হল-
- (a) সমান্তরাল জলনির্গম প্রণালী
- (b) হেরিংবােন জলনির্গম প্রণালী
- (c) কেন্দ্রবিমুখ জলনির্গম প্রণালী
- (d) পিনেট জলনির্গম প্রণালী
(xviii) ইনসেলবার্জ যে অঞ্চলে দেখা যায়, সেটি হল—
- (a) কালাহারি মরুভূমি
- (b) গাঙ্গেয় সমভূমি
- (c) ডেকান ট্র্যাপ অঞ্চল
- (d) আমাজন নদীর অববাহিকা।
(xix) “গ্রেট বেরিয়ার রীফ’ দেখা যায় -
- (a) মার্কিন যুক্তরাষ্ট্রের উপকূলের কাছে
- (b) এশিয়ার উপকুলের কাছে
- (c) অস্ট্রেলিয়ার উপকূলের কাছে
- (d) দ.আমিেরকায় উপকূলের কাছে
(xx) অগ্ন্যুৎপাতের সময় ম্যাগমার সঙ্গে যে উত্তপ্ত জল বেরিয়ে আসে, তাকে বলে—
- (a) সহজাত জল
- (b) উৎস্যন্দ জল
- (c) ভাদোস জল
- (d) আবহিক জল
(xxi) 'গ্রেড’ শব্দটি প্রথম ব্যবহার করেন—
- (a) জি. কে. গিলবার্ট
- (b) ডব্লু. ডি. থর্নর্বারি
- (c) আর্থার হােমস্
- (d) ডব্লু. এম. ডেভিস
আরও দেখুন✔✔
- উচ্চ মাধ্যমিক ভূগোল প্রশ্নপত্র ২০১৭ ⇦ Click করুণ
2. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 1 x 14 = 14
(i) ‘উন্নয়ন’-এর সংজ্ঞা দাও। (অথবা) ব্যাঙ্গালুরুকে ভারতের বৈদ্যুতিন শহর বলা হয় কেন?
(ii) জনবিস্ফোরণ কাকে বলে? (অথবা) শুষ্ক বিন্দু বসতি কাকে বলে?
(iii) তৃতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের সংজ্ঞা দাও।( 'গ' দাগের উত্তর দেখ)
(iv) শিল্প কাকে বলে? (অথবা) দুর্গাপুরকে ‘ভারতের রূঢ়’ বলা হয় কেন ?
(v) আর্দ্র কৃষি কাকে বলে? (অথবা) “শস্য প্রগাঢ়তা’-র সংজ্ঞা দাও।
(vi) কেরলের সাম্প্রতিক বন্যার দুটি মুখ্য কারণ নির্দেশ করাে।
(vii) বহিঃক্ষেত্রীয় সংরক্ষণ কাকে বলে?
(viii) কী ধরনের প্রাকৃতিক পরিবেশ হ্যালােফাইট জাতীয় উদ্ভিদ জন্মানাের পক্ষে উপযােগী? (অথবা) ‘বিশ্ব উন্নয়ন’-এর দুটি প্রভাব উল্লেখ করাে।
(ix) জেট বায়ুপ্রবাহ কী?
(x) মৃত্তিকার গ্রথন বলতে কী বােঝায়? (অথবা) শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা বলতে কী বােঝায় ?
(xi) পূর্ববর্তী নদীর সংজ্ঞা দাও।
(xii) গতিময় পুনর্যৌবন লাভ বলতে কী বােঝায়?
(xiii) টম্বােলাে কাকে বলে?
(xiv) মরু অঞ্চলে ভৌমজলের পরিমাণ কম হওয়ার কারণ কী? (অথবা) অ্যাকুইফার কাকে বলে?
আরও দেখুন✔✔
- উচ্চ মাধ্যমিক ভূগোল প্রশ্নপত্র ২০১৮ ⇦ Click করুণ
- উচ্চ মাধ্যমিক ভূগোল প্রশ্নপত্র ২০২২ ⇦ Click করুণ