Type Here to Get Search Results !

উচ্চ মাধ্যমিক ভূগোল প্রশ্নপত্র ২০১৬ / H.S Geography Question Paper 2016

 বিভাগ- ক / Part A (Marks 35)

1. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়):     7 x 5 = 35                                        

(a) সমুদ্র তরঙ্গের ক্ষয় কাজের ফলে সৃষ্ট যেকোনো চারটি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা কর। অ্যাকুইফার ও অ্যাকুই ক্লুড এর পার্থক্য নির্দেশ কর। 5+2=7

(অথবা) চিত্র সহ বিভিন্ন প্রকার জলনির্গম প্রণালী আলোচনা কর। নদীর ক্ষয়চক্রের ব্যাঘাত বলতে কী বোঝো? 5+2=7

(b) মৌসুমী জলবায়ু ও ভূমধ্যসাগরীয় জলবায়ুর মধ্যে পার্থক্য নিরূপণ করো। মৃত্তিকা পরিলেখ কাকে বলে? 5+2=7

(অথবা) ওজোন স্তর হ্রাস এর প্রভাবগুলি কি কি? জীববৈচিত্র্য বিনাশে মানুষের ভূমিকা আলোচনা কর। 4+3=7

(c) দক্ষিণ ভারতে কফি চাষের উন্নতির কারণগুলি কি কি? নিবিড় জীবিকাসত্তাভিত্তিক কৃষি পদ্ধতিতে মাথা পিছু উৎপাদন কম কেন? ভারতের নীল বিপ্লব বলতে কী বোঝায়? 3+2+2=7

(d) ভারতের রেডিমেড পোশাক শিল্প সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর। " কাঁচামালের অভাব সত্ত্বেও জাপান লোহা ইস্পাত শিল্পে উন্নত "-- বক্তব্যটির সমর্থনে দুটি কারণ উল্লেখ কর। ইন্টারনেটের গুরুত্ব কি? 3+2+2=7

(e) জন বিবর্তন মডেলের বিভিন্ন পর্যায়ে গুলি কি কি? রৈখিক জনবসতি বলতে কী বোঝায়? বেঙ্গালুরু ইলেকট্রনিক শিল্পে উন্নত হওয়ার দুটি কারণ উল্লেখ কর। 3+2+2=7

(অথবা) ছত্রিশগড় অঞ্চলের খনিজ সম্পদের বন্টন ও শিল্প সমাবেশের একটি বিবরণ দাও। 4+3=7

আরও দেখুন✔✔


বিভাগ-খ / Part-B (Marks : 35) 

1. সঠিক উত্তরটি বেছে নাও। (সকল প্রশ্ন আবশ্যিক) : 1 x 21 = 21

(i) জীববৈচিত্র্যের উম্মাকেন্দ্রের (hotspot) একটি উদাহরণ হল—

  • (a) গির অরণ্য
  • (b) শিবপুর বােটানিক্যাল গার্ডেন
  • (c) করবেট জাতীয় উদ্যান
  • (d) সাইলেন্ট ভ্যালি। 

(ii) কোনাে শহরের মােট জনসংখ্যা দশ লক্ষের বেশি হলে তাকে বলে—

  • (a) পৌরপুঞ্জ
  • (b) মেগাসিটি
  • (c) মহানগর
  • (d) মহানগর পুঞ্জ। 

(iii) সুয়েজ খাল সংযুক্ত করেছে

  • (a) ভূমধ্যসাগর ও এডেন উপসাগরকে
  • (b) ভূমধ্যসাগর ও আরল সাগরকে
  • (c) ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরকে
  • (d) ভূমধ্যসাগর ও লােহিত সাগরকে।

 (iv) ভারতে ‘খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে একটি অগ্রণী রাজ্য হল-

  • (a) পশ্চিমবঙ্গ
  • (b) বিহার
  • (c) মধ্যপ্রদেশ
  • (d) মিজোরাম। 

(v) যে কৃষিব্যবস্থায় নিকটবর্তী শহরে বিক্রি করার উদ্দেশ্যে ফুল, ফল, শাকসবজির চাষ করা হয়, তাকে বলে—

  • (a) উদ্যান কৃষি
  • (b) মিশ্র কৃষি
  • (c) বাগিচা কৃষি
  • (d) ব্যাপক কৃষি। 

(vi) ছত্তিশগড়ের প্রধান লৌহ-ইস্পাত শিল্পকেন্দ্রটি হল—

  • (a) বােকারাে
  • (b) ভিলাই
  • (c) রৌরকেল্লা
  • (d) বিশাখাপত্তনম্। 

(vii) ‘এল নিনাে’ আবির্ভাবের বছরে উষ্ণ সমুদ্রস্রোত দেখা যায়-

  • (a) মাদাগাস্কার উপকূলে
  • (b) পেরু-ইকুয়েডর উপকূলে
  • (c) জাপান উপকূলে
  • (d) অস্ট্রেলিয়ার উপকূলে।

 (viii) প্রশমিত মাটির pHএর মান হল—

  • (a) ৬.০
  • (b) ৬.৫
  • (c) ৭.০
  • (d) ৭.৫ 

(ix) গম্বুজাকৃতি পাহাড়ে কোন্ ধরনের নদী নকশার সৃষ্টি হয়?

  • (a) বৃক্ষরূপী।
  • (b) কেন্দ্রবিমুখ
  • (c) কেন্দ্রাভিমুখ
  • (d) জাফরিরূপী।

 (x) নরওয়ে ও সুইডেনের উপকূল হল-

  • (a) রিয়া উপকূল
  • (b) ফিয়র্ড উপকূল
  • (c) ডালমেশিয়ান উপকূল
  • (d) যৌগিক উপকূল।

 (xi) যে প্রক্রিয়ার মাধ্যমে কোনাে স্থানের শিলাসমূহ চূর্ণবিচূর্ণ হয়ে সেই স্থানেই পড়ে থাকে, তাকে বলে—

  • (a) ক্ষয়ীভবন
  • (b) পুঞ্জক্ষয়।
  • (c) আবহবিকার
  • (d) পর্যায়ণ 

(xii) ২০১১ সালের জনগণনা অনুসারে ভারতের সর্বাধিক জনবহুল রাজ্যটির নাম হল-

  • (a) পশ্চিমবঙ্গ
  • (b) বিহার
  • (c) উত্তরপ্রদেশ
  • (d) মহারাষ্ট্র। 

(xiii) দুটি রাস্তা সমকোণে মিলিত হলে সেখানে যে আকৃতির বসতি গড়ে ওঠে, তা হল—

  • (a) L’আকৃতির
  • (b) Y'আকৃতির
  • (c) Z’ আকৃতির
  • (d) N’আকৃতির 

(xiv) ভারতের ‘উদীয়মান শিল্প’ হল—

  • (a) তথ্যপ্রযুক্তি শিল্প
  • (b) পেট্র-রসায়ন শিল্প
  • (c) বস্ত্র-বয়ন শিল্প
  • (d) কাগজ শিল্প।

 (xv) শ্রীলঙ্কায় যে ফসলটি “লিভিং ফার্মেসি’ নামে পরিচিত, তা হল

  • (a) সয়াবীন
  • (b) কফি বীজ
  • (c) ডাব
  • (d) সূর্যমুখী। 

(xyi) একটি “মনুষ্যসৃষ্ট বিপর্যয়ের’ উদাহরণ হল-

  • (a) সুনামি।
  • (b) খরা
  • (c) ভূপাল গ্যাস বিপর্যয়
  • (d) ধস্।

 (xvii) ওজোন স্তর’ ধ্বংসের জন্য যে গ্যাস প্রধানত দায়ী, তা হল-

  • (a) কার্বন-ডাই অক্সাইড।
  • (b) ক্লোরােফ্লুওরােকার্বন
  • (c) সালফার-ডাই অক্সাইড
  • (d) মিথেন। 

(xviii) দক্ষিণ চিন সাগরে উদ্ভূত ঘূর্ণবাতকে বলা হয়—

  • (a) টাইফুন
  • (b) টর্নেডাে ।
  • (c) হ্যারিকেন
  • (d) উইলি-উইলি।

 (xix) চারনােজেম’ মৃত্তিকা দেখা যায়

  • (a) ক্রান্তীয় অঞ্চলে
  • (b) উপ-ক্রান্তীয় অঞ্চলে
  • (c) মরু অঞ্চলে
  • (d) নাতিশীতােষ্ণ অঞ্চলে 

(xx) “ভূমিরূপ হল ভূ-গঠন, প্রক্রিয়া ও পর্যায়ের ফলশ্রুতি”—এই ধারণাটি কে প্রবর্তন করেন?

  • (a) জে. টি. হ্যাক
  • (b) ডবলু. পেঙ্ক
  • (c) এল. সি. কিং
  • (d) ডবলু. এম. ডেভিস 

(xxi) পাললিক শিলা গঠিত হওয়ার সময় কখনাে কখনাে জল তার মধ্যে আবদ্ধ হয়ে থেকে যায়। এই ধরনের জলকে বলা হয়।

  • (a) আবহিক জুল
  • (b) উৎস্যন্দ জল
  • (c) সহজাত জল
  • (d) মহাসাগরীয় জল। 

আরও দেখুন✔✔


2. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) :1 x 14 =1 

(i) জলবিন্দু বসতি’ বলতে কী বােঝাে? (অথবা) ‘অতিজনাকীর্ণতা’ বলতে কী বােঝায়?

(ii) পরিকল্পনা অঞ্চল’-এর সংজ্ঞা দাও। (অথবা) ক্ষুদ্র অঞ্চল’-এর সংজ্ঞা দাও।

(iii) দক্ষিণ ভারতে দুটি লৌহ-ইস্পাত শিল্পকেন্দ্রে নাম করাে। (অথবা) কাগজ শিল্পের চারটি কাচামালের নাম লেখাে।

(iv) W.T.0.-এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?

(v) কোন ধরনের মৃত্তিকা শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা’ নামে পরিচিত? (অথবা) মৃত্তিকা সংরক্ষণের দুটি পদ্ধতি উল্লেখ করাে।

(vi) ঘূর্ণবাতের ‘চক্ষু’ বলতে কী বােঝায়?

(vii) নেপালে সাম্প্রতিক বিপর্যয়ের কারণ কী?

(viii) কোনাে অঞলের ‘শস্য প্রগাঢ়তা’ কীভাবে নির্ণয় করা হয়? (অথবা) কেরালায় স্থানান্তর কৃষির স্থানীয় নাম কী ?

(ix) “জেট বায়ুপ্রবাহ কী? (অথবা) ‘ভাসমান মূলী জলজ উদ্ভিদের সংজ্ঞা দাও।

(x) ‘উচ্চ-তাপযুক্ত উদ্ভিদ’ বলতে কী বােঝায় ?

(xi) “বাজাদা’ বলতে কী বােঝায়?

(xii) পূর্ববর্তী নদীর সংজ্ঞা দাও।

(xiii) ‘অন্ধ উপত্যকা’ কাকে বলে? (অথবা) ‘ডুরিক্ৰাস্ট কীভাবে গঠিত হয়?

(xiv) উত্থিত উপকূল কাকে বলে?


আরও দেখুন✔✔

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area