বিভাগ- ক / Part- A (Marks 35)
1. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়):
(a) নদীর পুনর্যৌবন লাভের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির সচিত্র বিবরণ দাও। রিয়া ও ফিয়র্ড উপকূলের মধ্যে পার্থক্য উল্লেখ কর। 4+3=7
(অথবা) কার্স্ট অঞ্চলের বিভিন্ন ভূমিরূপ কিরূপে সৃষ্টি হয় তার সচিত্র ব্যাখ্যা কর। মৃত্তিকা সৃষ্টিতে আদি শিলার প্রভাব আলোচনা কর। 5+2=7
(b) ঘূর্ণবাত ও প্রতিপ ঘূর্ণবাতের মধ্যে প্রভেদ কি? মৌসুমী বায়ুর ওপর জেট প্রবাহের প্রভাব বিশ্লেষণ কর। 4+3=7
(অথবা) বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি উল্লেখ কর। জীববৈচিত্র্যের গুরুত্ব কি? দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য নিরূপণ করো। 3+2+2=7
(c) 'স্বাভাবিক ক্ষয়চক্র' তত্ত্বটি আলোচনা কর। জলনির্গম প্রণালীর সাথে তার নিচের ভূতাত্বিক গঠনের সম্পর্ক উদাহরণসহ ব্যাখ্যা কর। 4+3=7
(d) কোয়াটারনারি ও কুইনারী অর্থনৈতিক কার্যাবলীর মধ্যে পার্থক্যগুলি কি কি? আধুনিক যোগাযোগ ব্যবস্থায় কৃত্রিম উপগ্রহের প্রভাবের মূল্যায়ন কর। ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সম্ভাবনা সম্পর্কে লেখ। 3+2+2=7
(অথবা) পশ্চিম ভারতের পেট্রোরসায়ন শিল্পের উন্নতির কারণগুলি বিশ্লেষণ কর। কানাডা কাগজ শিল্পে উন্নত কেন? আইসোডাপেন কি? 3+2+2=7
(e) জনবন্টনে ভূপ্রকৃতির প্রভাব আলোচনা কর। কার্যাবলী অনুযায়ী পৌরবসতির শ্রেণীবিভাগ কর। ক্ষুদ্র ও বৃহৎ পরিকল্পনা অঞ্চলের মধ্যে প্রভেদ কি? 3+2+2=7
আরও দেখুন✔✔
- উচ্চ মাধ্যমিক ভূগোল প্রশ্নপত্র ২০১৬ ⇦ Click করুণ
- উচ্চ মাধ্যমিক ভূগোল প্রশ্নপত্র ২০১৭ ⇦ Click করুণ
বিভাগ- খ/ Part- B (Marks: 35)
1. সঠিক উত্তরটি বেছে নাও। (সকল প্রশ্ন আবশ্যিক) :1 x 21 = 21
i) অর্থনৈতিক উন্নয়নের একটি প্রধান সূচক হল-
- (a) সাক্ষরতার হার
- (b) মােট অভ্যন্তরীণ উৎপাদন
- (c) প্রত্যাশিত আয়ুষ্কাল
- (d) ক্রয়ক্ষমতার সমতা।
ii). ভারতের একটি পরিকল্পিত অঞ্চলের উদাহরণ হল---
- (a)দামােদর উপত্যকা অঞ্চল
- (b) হলদিয়া শিল্পাঞ্চল
- (c) হুগলি শিল্পাঞ্চল
- (d) ডিগবয়-নাহারকাটিয়া অঞ্চল।
iii), হলদিয়া শিল্পকেন্দ্র যে দুটি নদীর সংযােগস্থলে গড়ে উঠেছে, তা হল-
- (a) কংসাবতী ও হলদি নদী
- (b) কেলেঘাই ও হলদি নদী
- (c) রূপনারায়ণ ও হলদি নদী
- (d) হুগলি ও হলদি নদী
(iv) পানামা খাল যুক্ত করেছে -
- (a) ভূমধ্যসাগর ও লােহিত সাগরকে
- (b) আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগরকে
- (c) আটলান্টিক মহাসাগর ও ভারত মহাসাগরকে
- (d) প্রশান্ত মহাসাগর ও ভারত মহাসাগরকে।
(v) ক্ষুদ্র ও বিচ্ছিন্ন গ্রামীণ জনবসতিকে বলে—
- (a) মৌজা
- (b) হ্যামলেট
- (c) শুষ্ক বিন্দু বসতি
- (d) আর্দ্র বিন্দু বসতি।
(vi) ভারতের জনগণনা দপ্তরের সংজ্ঞা অনুযায়ী কোনাে শহরের ন্যূনতম জনসংখ্যা হল-
- (a) 1,000
- (b) 5,000
- (c) 10,000
- (d) 1,00,000
(vii) ভারতে পরিযান সর্বাধিক ঘটে। -
- (a) গ্রাম থেকে শহরে
- (b) শহর থেকে শহরে
- (c) গ্রাম থেকে গ্রামে
- (d) শহর থেকে গ্রামে
(viii) 2011-এর আদমশুমারি অনুযায়ী ভারতের সর্বাধিক জনঘনত্বময় রাজ্য হল—
- (a) পশ্চিমবঙ্গ .
- (b) কেরালা।
- (c) উত্তরপ্রদেশ
- (d) বিহার
(ix) শিল্প স্থাপনের ন্যূনতম ব্যয় তত্ত্বটি প্রতিষ্ঠা করেন-
- (a) ওয়েবার
- (b) লস
- (c) হুভার
- (d) ভন থুনেন।
(x) ওজন হ্রাসশীল কাচামালের দ্রব্যসূচক হল—
- (a) <1
- (b) >1
- (c) 1
- (d) 0.
(xi) মিলেট জাতীয় শস্য যে কৃষি পদ্ধতির প্রধান ফসল, তা হল-
- (a) স্থানান্তর কৃষি
- (b) প্রথাগত কৃষি
- (C) সেচন কৃষি
- (d) শুষ্ক কৃষি
(xii) প্রাথমিক অর্থনৈতিক কাজের উদাহরণ হল-
- (a) লৌহ-ইস্পাত শিল্প
- (b) পশম সংগ্রহ
- (c) নরম কাঠের বাণিজ্য
- (d) তথ্যপ্রযুক্তি সংক্রান্ত গবেষণা।
(xiii) ভারতে জীববৈচিত্র্যের উষ্ণবিন্দু বলে পরিগণিত হয় -
- (a) পশ্চিমঘাট পর্বতের ক্রান্তীয় বৃষ্টি অরণ্য
- (b) গাঙ্গেয় সমভূমি
- (c) ছােটোনাগপুর মালভূমি
- (d) থর মরুভূমি।
(xiv) একটি প্রায় প্রাকৃতিক দুর্যোগের উদাহরণ হল-
- (a) ঘুর্ণিঝড়
- (b) ভূমিকম্প
- (c) সুনামি
- (d) বাঁধের ছাড়া জলে বন্যা
(xv) নিম্নলিখিত গ্যাসগুলির মধ্যে যেটি গ্রিনহাউস গ্যাস নয়, সেটি হল—
- (a) CO2
- (b) O2
- (c) O3
- (d) CFC
(xvi) হ্যারিকেন নামক ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের জন্ম দেয়—
- (a) চীন সাগর
- (b) বঙ্গোপসাগর
- (c) বিস্কে উপসাগর
- (d) ক্যারিবিয়ান সাগর
(xvii) একটি আঞ্চলিক মৃত্তিকার উদাহরণ হল—
- (a) লিথােসল
- (b) রেগােসল
- (c) পলিমৃত্তিকা
- (d) পডজল
(xviii) মালভূমির খাড়া ঢালে যে জলনিৰ্গম প্রণালী গড়ে ওঠে, তাকে বলে—
- (a) বৃক্ষরূপী জলনিগম প্রণালী
- (b) অঙ্গুরীয় সদৃশ জলনির্গম প্রণালী
- (c) জাফরিরূপী জলনির্গম প্রণালী
- (d) সমান্তরাল জলনিৰ্গম প্রণালী
(xix) যে পুরােদেশীয় বাঁধ উপকূলের সঙ্গে কোনাে দ্বীপ বা একাধিক দ্বীপকে যুক্ত করে, তাকে বলে—
- (a) ফিয়র্ড
- (b) টম্বােলাে
- (c) স্পিট
- (d) হুক
(xx) চুনাপাথর ও বৃষ্টির জল দ্বারা সৃষ্ট কার্বনিক অ্যাসিডের রাসায়নিক বিক্রিয়াকে বলে—
- (a) অঙ্গারযােজন
- (b) আর্দ্র বিশ্লেষণ
- (c) জলযােজন
- (d) জারণ
(xxi) কাপাসবস্ত্র বয়ন শিল্প গড়ে তােলার উপযুক্ত স্থান হল-
- (a) কাপাস উৎপাদক অঞ্চলের কাছে
- (b) বাজারের কাছে
- (c) নদীর ধারে
- (d) বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কাছে
আরও দেখুন✔✔
- উচ্চ মাধ্যমিক ভূগোল প্রশ্নপত্র ২০১৮ ⇦ Click করুণ
2. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 1 x 14 =14
(i) প্রবাল প্রাচীর কাকে বলে?
(ii) নাতিশীতােষ্ণ তৃণভূমি অঞলে কী ধরনের মৃত্তিকা গঠিত হয় ? (অথবা) এলুভিয়েশন’ কাকে বলে?
(iii) সম্মুখ তটভূমি’ ও ‘পশ্চাৎ তটভূমির মধ্যে পার্থক্য কী?
(iv) শস্যাবর্তন কাকে বলে? (অথবা) বাজারভিত্তিক উদ্যান কৃষি বলতে কী বােঝাে?
(v) সােনালি চতুর্ভুজ’ বলতে কী বােঝায়?
(vi) কোনাে শহরের কেন্দ্রীয় বাণিজ্যিক অল’ বলতে কী বােঝাে? (অথবা) ভারতে ‘মেগাসিটির’ ন্যূনতম জনসংখ্যা কত?
(vii) ভারতের প্রধান সয়াবীন উৎপাদনকারী রাজ্যগুলির নাম করাে।
(viii) রেগােলিথ কাকে বলে? (অথবা) আর্টেজীয় কূপ কী ধরনের শিলাস্তরে দেখা যায় ?
(ix) 'এল নিনাে’ কী? (অথবা) ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে কোন্ বায়ুর প্রভাবে গ্রীষ্মকাল শুষ্ক থাকে?
(x) অনুসারী শিল্পগুচ্ছ কাকে বলে?
(xi) নিজস্ব প্রাকৃতিক পরিবেশে জীববৈচিত্র্য সংরক্ষণকে কী নামে অভিহিত করা যায় ?
(xii) জনবিবর্তনের কোন পর্যায়ে জনসংখ্যা বৃদ্ধির হার শূন্যে পৌঁছায়? (অথবা) মানুষ-জমির অনুপাত-এর সংজ্ঞা দাও।
(xiii) ভিলাই-এর লৌহ-ইস্পাত শিল্পকেন্দ্রটি কোন্ অঞল থেকে আকরিক লৌহ সংগ্রহ করে? (অথবা) বেঙ্গালুরু কী ধরনের শিল্পের জন্য বিখ্যাত?
(xiv) OPEC-এর তাৎপর্য কী?
আরও দেখুন✔✔
- উচ্চ মাধ্যমিক ভূগোল প্রশ্নপত্র ২০১৯ ⇦ Click করুণ
- উচ্চ মাধ্যমিক ভূগোল প্রশ্নপত্র ২০২২ ⇦ Click করুণ