Type Here to Get Search Results !

উচ্চ মাধ্যমিক ভূগোল প্রশ্নপত্র 2018 / H.S Geography Question Paper 2018

 বিভাগ- ক / Part A (Marks 35)

1. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়):

(a)উইলিয়াম মরিস ডেভিস বর্ণিত ক্ষয়চক্রের বিভিন্ন পর্যায়গুলি উপযুক্ত চিত্রসহ আলোচনা কর। ইলুভিয়েশন বলতে কী বোঝায়?                                                                                                                             6+1=7

(অথবা) তরঙ্গকর্তৃক মঞ্চ, স্বাভাবিক খিলান ও ব্লো-হোল কিভাবে সৃষ্টি হয় তা উপযুক্ত চিত্রসহ ব্যাখ্যা কর। অ ধ্যা রোপ নদী কাকে বলে?                                                                                                                   6+1=7

(b) পরিবেশের ওপর ওজন স্তরের অবক্ষয়ের প্রভাব আলোচনা কর। লবণাম্বু উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্য গুলি উল্লেখ কর।                                                                                                                        4+3=7

(অথবা) জীববৈচিত্র্যের জিনগত বৈচিত্র্য ও প্রজাতিগত বৈচিত্র সম্বন্ধে সংক্ষিপ্ত টীকা লেখ। জেট বায়ুপ্রবাহের তিনটি বৈশিষ্ট্য উল্লেখ কর।                                                                                                            4+3=7

(c) ভারতীয় কৃষিতে সবুজ বিপ্লবের প্রভাব আলোচনা কর। নিবিড় জীবিকাসত্ত্বাভিত্তিক কৃষির ক্ষেত্রে মাথাপিছু উৎপাদন কম কেন? শস্য সমন্বয়ের সংজ্ঞা দাও। 3+2+2=7

(d) ব্রাজিলে রবার শিল্প গড়ে ওঠার সমস্যাগুলি আলোচনা কর। ভারতে তৈরি পোশাক শিল্প উন্নতি লাভ করেছে কেন? দ্রব্যসূচক কি? 2+3+2=7

(e) বিশ্বব্যাপী জনসংখ্যা বন্টনের ওপর পরিব্রাজনের প্রভাব আলোচনা কর। জনবিবর্তন মডেলের বিভিন্ন পর্যায়ের বৈশিষ্ট্যসমূহ উল্লেখ কর। 3+4=7

(অথবা) ছত্রিশগড়ের খনিজ সম্পদের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। কার্যাবলীর ভিত্তিতে পৌরবসতির শ্রেণীবিভাগ কর ও উদাহরণ দাও। 3+4=7


আরও দেখুন✔✔

বিভাগ-খ /Part-B IMarks : 35] 


1. সঠিক উত্তরটি বেছে নাও। (সকল প্রশ্ন আবশ্যিক) : 1 x 21 = 21 


(i) পাদসমতলীকরণ’ মতবাদটির প্রথম অবতারণা করেন—

  • (a) ডবলু. এম. ডেভিস
  • (b) ডবলু. পেঙ্ক
  • (c) জে. টি. হ্যাক
  • (d) এল. সি. কিং  

ii) উদ্ভিদের জন্য প্রয়ােজনীয় প্রধান প্রাথমিক পরিপােষকের একটি উদাহরণ হল—

  • (a) লােহা
  • (b) ম্যাঙ্গানিজ
  • (c) তামা
  • (d) নাইট্রোজেন


 (iii) এল নিনাে দেখা যায়—

  • (a) আটলান্টিক মহাসাগরে
  • (b) প্রশান্ত মহাসাগরে
  • (c) ভারত মহাসাগরে 
  • (d) ভূমধ্যসাগরে।

(iv) চিনের যে প্রদেশটি ‘চিনের ধানের আধার’ নামে পরিচিত, তা হল

  • (a) ইউনান
  • (b) জেচুয়ান।
  • (c) হুনান
  • (d) হুবেই।


 (v) কস্টিক সােডা ও সােডা অ্যাশ কাচমাল হিসেবে ব্যবহৃত হয়—

  • (a) পাট শিল্পে
  • (b) কার্পাস বয়ন শিল্পে
  • (c) কাগজ শিল্পে
  • (d) লােহা-ইস্পাত শিল্পে।


 (vi) ভারতে বয়ঃলিঙ্গ অনুপাত নির্ণয়ের সূত্রটি হল-

  • (a) নারী সংখ্যা/পুরুষ সংখ্যাX১০০
  • (b) নারী সংখ্যা/পুরুষ সংখ্যা ১০০০
  • (c) পুরষ সংখ্যা/নারী সংখ্যাx১০০
  • (d) পুরুষ সংখ্যা/ নারী সংখ্যা*১০০০। 


(vii) ভারতের একটি উল্লেখযােগ্য কাস্ট অঞ্চল হল—

  • (a) কাশ্মীর উপত্যকা
  • (b) বােরা গুহা
  • (c) ব্লু পার্বত্য অঞ্চল
  • (d) অজন্তা গুহা 


(viii) একনত গঠনযুক্ত ভূমিভাগে যে ধরনের নদী নকশা গড়ে ওঠে, সেটি হল—

  • (a) অঙ্গরীয় নদী নকশা
  • (b) কেন্দ্র বিমুখ নদী নকশা
  • (c) জাফরীরূপী নদী নকশা
  • (d) কেন্দ্র মুখী নদী নকশা। 


(ix) মেক্সিকো উপসাগর ও ক্যারিবিয়ান সাগরের ক্রান্তীয় ঘূর্ণবাত যে নামে পরিচিত, তা হল-

  • (a) টাইফুন
  • (b) টর্নেডাে
  • (c) হ্যারিকেন
  • (d) উইলি উইলি।। 


(x) জীববৈচিত্র’ শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন—

  • (b) নরম্যান মায়ারস্
  • (c) চার্লস ডারউইন
  • (d) রবার্ট হুক
  • (a) ওয়াল্ট্যর রােজেন । 


(xi) ভারতে ‘নীল বিপ্লব’ যে উৎপাদনের সাথে জড়িত, তা হল

  • (a) দুধ
  • (b) মাংস
  • (c) ডিম
  • (d) মাছ


 (xii) সেবাক্ষেত্রের কাজকর্মে নিযুক্ত কর্মীদের বলা হয়—

  • (a) সাদা পােশাকের কর্মী
  • (b) লাল পােশাকের কর্মী। 
  • (c) নীল পােশাকের কর্মী।
  • (d) গােলাপি পােশাকের কর্মী।


(xiii) একটি পুস্করিণীকে কেন্দ্র করে যে বসতি গড়ে ওঠে, তা হল—

  • (a) শুষ্ক বিন্দু বসতি
  • (b) আর্দ্র বিন্দু বসতি
  • (c) রৈখিক বসতি
  • (d) বর্গাকার বসতি।


(xiv) উপকূলের সাথে সমান্তরালভাবে অবস্থিত শৈলশিরার সমুদ্রে আংশিক নিমজ্জনের ফলে গঠিত উপকূলকে বলে-

  • (a) যৌগিক উপকূল
  • (b) রিয়া উপকূল
  • (c) ফিয়র্ড উপকূল
  • (d) ডালমেশিয়ান উপকূল 


(xv) মৃত্তিকার যে স্তরে উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ আংশিক বা সম্পূর্ণ বিয়ােজিত হয়ে হিউমাসে পরিণত হয়, সেই স্তরটি হল-

  • (a) ‘A’ স্তর
  • (b) B’ স্তর
  • (c) O’ স্তর
  • (d) R’ স্তর


(xvi) ক্যালিফোর্নিয়া যে জলবায়ু অঞ্চলটিতে অবস্থিত, তা হল-

  • (a) মৌসুমি জলবায়ু অঞ্চল
  • (b) ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল
  • (c) তুন্দ্রা জলবায়ু অঞ্চল
  • (d) মরু জলবায়ু অঞ্চল 


(xvii) প্রদত্ত ঘটনাগুলির মধ্যে যেটি একটি প্রাকৃতিক বিপর্যয়ের উদাহরণ নয়, সেটি হল—

  • (a) ২০০৯ খ্রিস্টাব্দের ‘আইলা’
  • (b) ১৯৮৪ খ্রি. ভূপাল গ্যাস দুর্ঘটনা’
  • (c) ২০০৪ খ্রিস্টাব্দের সুনামি
  • (d) ২০১৫ ত্তি, নেপাল শপ


(xviii) হলদিয়া দুটি নদীর সংযােগস্থলে অবস্থিত। সেগুলি হল—

  • (a) হলদি ও রুপনারায়ণ
  • (b) হলদি ও কংসাবতী
  • (c) হলদি ও হুগলি
  • (d) ভাগীরথী ও রূপনারায়ণ

 

(xix) আমেরিকা যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট বিখ্যাত-

  • (a) কার্পাস-বয়ন শিল্পের জন্য
  • (b) মােটর গাড়ি শিল্পের জন্য
  • (c) পেট্রো-রসায়ন শিল্পের জন্য
  • (d) কাগজ শিল্পের জন্য

 

(xx) নব্য স্তরের অর্থনৈতিক কার্যাবলির একটি উদাহরণ হল –

  • (a) গবেষণা ও উন্নয়ন
  • (b) পর্যটন
  • (c) পরামর্শদান
  • (d) ব্যাঙ্কিং পরিসেবা

 

(xxi) ভূপৃষ্ঠ থেকে ফ্রিয়েটিক স্তর পর্যন্ত বিস্তৃত অসম্পৃক্ত স্তরকে বলে—

  • (a) অ্যাকুইফার
  • (b) অ্যাকুইড
  • (c) ভাদোস স্তর
  • (d) অ্যাকুইটার্ড 

আরও দেখুন✔✔


2. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 1x14 =14 

(i) নিক বিন্দু কাকে বলে?

(ii) আয়ন বায়ু কাকে বলে?

(iii) মেঘ ভাঙা বৃষ্টি কী?

(iv) শূন্য জনসংখ্যা বৃদ্ধি বলতে কী বােঝায়?

(v) ‘ফোর ও ক্লক রেন’ কোন্ জলবায়ু অঞ্চলে দেখা যায়? (অথবা) ঘূর্ণবাতের চক্ষু কাকে বলে?

(vi) মলিসলের একটি উদাহরণ দাও। (অথবা) মৃত্তিকা সংরক্ষণ বলতে কী বােঝায়?

(vii) ভারতের জীববৈচিত্রের উন্মা অঞলের দুটি উদাহরণ দাও।

(viii) বাজার-বাগান কৃষির সংজ্ঞা দাও। (অথবা) ভারতের দুটি প্রধান চীনাবাদাম উৎপাদনকারী রাজ্যের নাম করাে।

(ix) পৃথিবীর দীর্ঘতম রেলপথটির নাম লেখাে।

(x) পরিকল্পনা অঞ্চলের সংজ্ঞা দাও। (অথবা) ছত্তিশগড় অঞ্চলের প্রধান নদী কোনটি?

(xi) সমুদ্রতটের কোন অংশ পশ্চাৎ তটভূমি নামে পরিচিত?

(xii) অনুগামী নদীর সংজ্ঞা দাও।

(xiii) আইসােটিম কী? (অথবা) আমেরিকা যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে অবস্থিত দুটি কার্পাস বয়ন শিল্পকেন্দ্রের নাম লেখাে।

(xiv) পর্যায়নের সংজ্ঞা দাও।


আরও দেখুন✔✔



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area