Type Here to Get Search Results !

উচ্চ মাধ্যমিক ভূগোল প্রশ্নপত্র 2017 / Higher Secondary Geography Question Paper 2017

                                                 বিভাগ- ক / part A (Marks 35)

1. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়):        7 x 5= 35 

(a) কাস্ট অঞ্চলে সৃষ্ট 'সিঙ্কহোল' , পোলজি  এবং পাতনপ্রস্থর কিরূপে গঠিত হয় তা চিত্র সহ আলোচনা কর। আরোহন ও অবরোহন প্রক্রিয়া বলতে কী বোঝায়? 5+2=7

(অথবা) বিভিন্ন প্রকার প্রবাল প্রাচীরের উৎপত্তি ও বৈশিষ্ট্য উপযুক্ত চিত্রসহ সংক্ষেপে লেখ। অ্যান্টিসল ও মলিসল মৃত্তিকার একটি করে বৈশিষ্ট্য উল্লেখ কর। 5+2=7

(b) উদাহরণসহ বিভিন্ন ধরনের মরু উদ্ভিদ সম্পর্কে আলোচনা কর। দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য নির্দেশ কর।                                                                                                                                                           4+3=7

(অথবা) ক্রান্তীয় ঘূর্ণবাত ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য নিরূপণ কর। সংক্ষেপে জীব বৈচিত্র্যের গুরুত্ব লেখ।                                                                                                                                                       4+3=7

(c) "ব্যাপক" কৃষি প্রধানত রপ্তানি ভিত্তিক হওয়ার কারণ কি? শস্যবর্তনের দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য উল্লেখ কর। ভারতের ডাল চাষের সমস্যাগুলি কি কি? 3+2+2=7

(d)ভারতের ছোটনাগপুর মালভূমি অঞ্চলে লৌহ-ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ সমূহ বিশ্লেষণ কর। ভারতে গবাদি পশুর সংখ্যা সর্বাধিক হলেও এই দেশে দুগ্ধ প্রক্রিয়াকরণ শিল্প উন্নতি লাভ করেনি কেন? 5+2=7

(e) কাম্য জনসংখ্যার সংজ্ঞা দাও এবং এর দুটি বৈশিষ্ট্য উল্লেখ কর। কি ধরনের ভৌগোলিক পরিবেশে বিক্ষিপ্ত জনবসতি গড়ে ওঠে? কলকাতার সহযোগী বন্দর হিসেবে হলদিয়া বন্দরের গুরুত্ব উল্লেখ করো। 3+2+2=7

(অথবা) ভারতের আদমশুমারি অনুযায়ী পৌরবসতির সংজ্ঞা দাও। পরিকল্পনা অঞ্চলের দুটি বৈশিষ্ট্য উল্লেখ কর। বৃহৎ পরিকল্পনা অঞ্চল বলতে কী বোঝায় উদাহরণসহ লেখ। 3+2+2=7

আরও দেখুন✔✔


                                                         বিভাগ- খ   / Part- B 

1. ঠিক উত্তরটি বেছে নাও। (সকল প্রশ্ন আবশ্যিক) :                          1 x 21 = 21

                                                   
(i) ছত্তিশগড়ের একটি কয়লা উৎপাদনকারী কেন্দ্র হল-

  • (a) বায়লাডিলা                        
  • (b) বিলাসপুর 
  • (c) দাল্লি-রাজহারা              
  • (d) কোরবা


(ii) কার্যাবলির ভিত্তিতে বারাণসী শহরটি হল-

  • (a)   প্রশাসনিক শহর       
  • (b) ধর্মীয় শহর
  • (c) প্রতিরক্ষামূলক শহর      
  • (d) শিল্পনগরী।


(iii)জনসংখ্যা বিবর্তন তত্ত্ব’- প্রথম পর্যায় বলতে বোঝায়-

  • (a)   পাক শিল্পবিপ্লব সময়কালকে    
  • (b) শিল্পবিপ্লবের সময়কালকে
  • (c) শিল্পবিপ্লব পরবর্তী সময়কালকে       
  • (d) বর্তমান সময়কালকে


(iv) সোনালি পোশাকের কর্মীরা যে কাজে নিযুক্ত, তা হল-

  • (a) কৃষিকাজ                        
  • (b) শিল্পকর্ম   
  • (c) পরিবহণ                             
  • (d) পরামর্শদান


(v)পর্যটনযে প্রকার অর্থনৈতিক ক্ষেত্রের অন্তর্গত, তা হল-

  • (a) প্রাথমিক ক্ষেত্র              
  • (b) দ্বিতীয় ক্ষেত্র
  • (c) তৃতীয় ক্ষেত্র               
  • (d) চতুর্থ ক্ষেত্র


 (vi) “শিল্পের অবস্থানগত তত্ত্বসর্বপ্রথম প্রবর্তন করেন

  • (a) . ডব্লিউ, জিমারম্যান   
  • (b) ভন থুনেন
  • (c) আলফ্রেড ওয়েবার      
  • (d) অগাস্ট লশ


(vii) মালয়েশিয়ার একটি গুরুত্বপূর্ণ শিল্প হল

  • (a) পাট শিল্প                 
  • (b) কাগজ শিল্প
  • (c) রবার শিল্প               
  • (d) পেট্রো-রসায়ন শিল্প


(viii) যিনি প্রথমশস্য সমন্বয়ধারণাটির অবতারণা করেন, তাঁর নাম হল

  • (a) ওয়েবার                      
  • (b) উইভার
  • (c) ভন থুনেন                
  • (d) জিমারম্যান


(ix) শুষ্ক কৃষি যে সকল অঞ্চলে প্রচলিত সেখানে সর্বাধিক বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ হল

  • (a) ২৫ সেমি.                      
  • (b) ৫০ সেমি.
  • (c) ৭৫ সেমি.                       
  • (d) ১০০ সেমি.


(x) ভারতের একটি ধসপ্রবণ রাজ্য হল

  • (a) হিমাচলপ্রদেশ             
  • (b) উত্তরপ্রদেশ
  • (c) অন্ধ্রপ্রদেশ                       
  • (d) মধ্যপ্রদেশ।


(xi) অবরোহণ প্রক্রিয়ার ফলে সৃষ্ট একটি ভূমিরূপ হল

  • (a) ক্ষয়জাত পর্বত             
  • (b) আগ্নেয় পর্বত
  • (c) প্লাবন ভূমি                     
  • (d) বাজাদা।


(xii) ভারতে মিথেন গ্যাসের একটি প্রধান উৎস হল

  • (a) ধান চাষের জমি         
  • (b) ফলের বাগান
  • (c) ফুলের বাগান                  
  • (d) চা বাগান


(xiii) দক্ষিণ আমেরিকার আমাজন নদীর অববাহিকা অঞ্চলটি যে প্রকার জলবায়ু অঞ্চলের অন্তর্গত, তা হল-

  • (a) মৌসুমি জলবায়ু             
  • (b) ভূমধ্যসাগরীয় জলবায়ু
  • (c) উয় মরু জলবায়ু          
  • (d) নিরক্ষীয় জলবায়ু

 
 (xiv) ‘জেট বায়ুপ্রবাহদেখা যায়

  • (a) ঊর্ধ্ব ট্রোপােস্ফিায়ার  
  • (b) ঊর্ধ্ব স্ট্রাটোস্ফিয়ারে
  • (c) ঊধ্ব মেসােস্ফিয়ারে     
  • (d) স্ট্রাটোপজে


 (xv) মৃত্তিকা পরিলেখের ‘A’ স্তর থেকে “B' স্তরে পদার্থের অপসারণের পদ্ধতিকে বলে

  • (a) হিউমিফিকেশন        
  • (b) স্যালিনাইজেশন
  • (c) ইলুভিয়েশন                  
  • (d) এলুভিয়েশন


(xvi) ‘স্পােডােসল’ মৃত্তিকার উদাহরণ হল- 

  • (a) পডসল                    
  • (b) পলিমাটি
  • (c) চারনোজেম           
  • (d) ল্যাটেরাইট


 (xvii) শতদ্রু নদী যে প্রকার নদীর উদাহরণ, তা হল-

  • (a) পূর্ববর্তী নদী                 
  • (b) পরবর্তী নদী
  • (c) অধ্যারোপিত নদী          
  • (d) বিপরা নদী


(xviii) নদীর পুনর্যৌবনলাভের ফলে গঠিত হয় না এমন একটি ভূমিরূপ হল

  • (a) উপত্যকার মধ্যে উপত্যকা               
  • (b) মোনাডনক
  • (c) নিক বিন্দু                                       
  • (d) নদীমঞ্চ।


(xix) সামুদ্রিক সঞ্চয়ের ফলে সৃষ্টবাঁধেরএকাংশ যদি সমুদ্রে প্রক্ষিপ্ত হয় এবং অন্যপ্রান্ত স্থলভাগের সঙ্গে যুক্ত থাকে, তাকে বলে-

  • (a) টম্বােলাে                                     
  • (b) স্পিট  
  • (c) লেগুন                                        
  • (d) অগ্রভূমি


(xx) ভৌম জলস্তরের নীচে অবস্থিত যে জলবাহী স্তর থেকে সব ঋতুতেই জল পাওয়া যায়, তাকে বলে

  • (a) ভাদোস স্তর            
  • (b) কৈশিক স্তর
  • (c) সাময়িক সম্পৃক্ত স্তর  
  • (d) স্থায়ী সম্পৃক্ত স্তর


(xxi) সংরক্ষণযোগ্য উদ্ভিদ প্রাণীদের সংখ্যা যে পুস্তকের মাধ্যমে প্রকাশ করা হয়, তাকে বলে

  • (a) গ্রিন ডেটা বুক             
  • (b) গ্রিন ডেটা কার্ড
  • (c) রেড ডেটা বুক             
  • (d) রেড ডেটা কার্ড


 আরও দেখুন✔✔


2. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) :                      1x14 = 14

                                                              
(i)   মানুষ-জমি অনুপাত’-এর সংজ্ঞা দাও। (অথবা) পৌরপুঞ্জ’-এর সংজ্ঞা দাও।
(ii)   অনুসারী শিল্প’- সংজ্ঞা দাও। (অথবা) কোন শহরকেদক্ষিণ ভারতের ম্যাঞ্চেস্টারবলা হয়?
(iii)  হড়পা বানবলতে কী বােঝায়?

 
(iv) জলবায়ু পরিবর্তনের দুটি নিদর্শন উল্লেখ করো।
 v) ‘হিউমিফিকেশনকাকে বলে? (অথবা) মাটির রাসায়নিক বিক্রিয়ার ভিত্তিতে মৃত্তিকার শ্রেণিবিভাগ করো।
 (vi) “সমপ্ৰায়ভূমি’- সংজ্ঞা দাও। (অথবা)পেডিমেন্টকীভাবে গঠিত হয়?
(vii) “টরকাকে বলে?
(viii) ছত্তিশগড়ে ইন্দ্রাবতী নদীর প্রবাহপথে যে বিখ্যাত জলপ্রপাতটি দেখা যায়, তার নাম লেখো। (অথবা) উন্নয়ন’-এর সংজ্ঞা দাও।  
(ix) কুইনারি স্তরের অন্তর্ভুক্ত কার্যাবলির নাম করো।  
(x) “আর্দ্র কৃষি’- সংজ্ঞা দাও। (অথবা) ভারতের কোন্ রাজ্য কফি উৎপাদনে প্রথম স্থান অধিকার করে?
(xi) জৈববৈচিত্র্য বিনাশ’-এর দুটি কারণ উল্লেখ করো।  
(xii) ‘লা নিনাবলতে কী বোঝায়? (অথবা)অন্তত সীমানা’- সংজ্ঞা দাও।  
(xiii) ‘অঙ্গুরীয় জলনির্গম প্রণালীবলতে কী বােঝায়?

(xiv) ‘ফিয়র্ড উপকূলবলতে কী বোঝায়?


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area