বিভাগ- ক / part A (Marks 35)
1. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): 7 x 5= 35
(a) কাস্ট অঞ্চলে সৃষ্ট 'সিঙ্কহোল' , পোলজি এবং পাতনপ্রস্থর কিরূপে গঠিত হয় তা চিত্র সহ আলোচনা কর। আরোহন ও অবরোহন প্রক্রিয়া বলতে কী বোঝায়? 5+2=7
(অথবা) বিভিন্ন প্রকার প্রবাল প্রাচীরের উৎপত্তি ও বৈশিষ্ট্য উপযুক্ত চিত্রসহ সংক্ষেপে লেখ। অ্যান্টিসল ও মলিসল মৃত্তিকার একটি করে বৈশিষ্ট্য উল্লেখ কর। 5+2=7
(b) উদাহরণসহ বিভিন্ন ধরনের মরু উদ্ভিদ সম্পর্কে আলোচনা কর। দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য নির্দেশ কর। 4+3=7
(অথবা) ক্রান্তীয় ঘূর্ণবাত ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য নিরূপণ কর। সংক্ষেপে জীব বৈচিত্র্যের গুরুত্ব লেখ। 4+3=7
(c) "ব্যাপক" কৃষি প্রধানত রপ্তানি ভিত্তিক হওয়ার কারণ কি? শস্যবর্তনের দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য উল্লেখ কর। ভারতের ডাল চাষের সমস্যাগুলি কি কি? 3+2+2=7
(d)ভারতের ছোটনাগপুর মালভূমি অঞ্চলে লৌহ-ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ সমূহ বিশ্লেষণ কর। ভারতে গবাদি পশুর সংখ্যা সর্বাধিক হলেও এই দেশে দুগ্ধ প্রক্রিয়াকরণ শিল্প উন্নতি লাভ করেনি কেন? 5+2=7
(e) কাম্য জনসংখ্যার সংজ্ঞা দাও এবং এর দুটি বৈশিষ্ট্য উল্লেখ কর। কি ধরনের ভৌগোলিক পরিবেশে বিক্ষিপ্ত জনবসতি গড়ে ওঠে? কলকাতার সহযোগী বন্দর হিসেবে হলদিয়া বন্দরের গুরুত্ব উল্লেখ করো। 3+2+2=7
(অথবা) ভারতের আদমশুমারি অনুযায়ী পৌরবসতির সংজ্ঞা দাও। পরিকল্পনা অঞ্চলের দুটি বৈশিষ্ট্য উল্লেখ কর। বৃহৎ পরিকল্পনা অঞ্চল বলতে কী বোঝায় উদাহরণসহ লেখ। 3+2+2=7
আরও দেখুন✔✔
- উচ্চ মাধ্যমিক ভূগোল প্রশ্নপত্র ২০১৫ ⇦ Click করুণ
- উচ্চ মাধ্যমিক ভূগোল প্রশ্নপত্র ২০১৬ ⇦ Click করুণ
বিভাগ- খ / Part- B
1. ঠিক উত্তরটি বেছে নাও। (সকল প্রশ্ন আবশ্যিক) : 1 x 21 = 21
- (a) বায়লাডিলা
- (b) বিলাসপুর
- (c) দাল্লি-রাজহারা
- (d) কোরবা
(ii) কার্যাবলির ভিত্তিতে বারাণসী শহরটি হল-
- (a) প্রশাসনিক শহর
- (b)
ধর্মীয় শহর
- (c) প্রতিরক্ষামূলক শহর
- (d) শিল্পনগরী।
- (a) পাক শিল্পবিপ্লব সময়কালকে
- (b)
শিল্পবিপ্লবের সময়কালকে
- (c) শিল্পবিপ্লব পরবর্তী সময়কালকে
- (d) বর্তমান সময়কালকে
(iv)
সোনালি পোশাকের কর্মীরা যে কাজে নিযুক্ত, তা হল-
- (a) কৃষিকাজ
- (b) শিল্পকর্ম
- (c) পরিবহণ
- (d) পরামর্শদান
(v) ‘পর্যটন’ যে প্রকার অর্থনৈতিক ক্ষেত্রের অন্তর্গত, তা হল-
- (a) প্রাথমিক ক্ষেত্র
- (b) দ্বিতীয় ক্ষেত্র
- (c) তৃতীয় ক্ষেত্র
- (d) চতুর্থ ক্ষেত্র
(vi) “শিল্পের অবস্থানগত তত্ত্ব’ সর্বপ্রথম প্রবর্তন করেন—
- (a) ই. ডব্লিউ, জিমারম্যান
- (b) ভন থুনেন
- (c) আলফ্রেড ওয়েবার
- (d) অগাস্ট লশ
(vii)
মালয়েশিয়ার একটি গুরুত্বপূর্ণ শিল্প হল—
- (a) পাট শিল্প
- (b) কাগজ শিল্প
- (c) রবার শিল্প
- (d) পেট্রো-রসায়ন শিল্প
(viii)
যিনি প্রথম ‘শস্য সমন্বয়’ ধারণাটির অবতারণা করেন, তাঁর নাম হল—
- (a) ওয়েবার
- (b) উইভার
- (c) ভন থুনেন
- (d) জিমারম্যান
(ix)
শুষ্ক কৃষি যে সকল অঞ্চলে প্রচলিত সেখানে সর্বাধিক বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ হল—
- (a) ২৫ সেমি.
- (b) ৫০
সেমি.
- (c) ৭৫ সেমি.
- (d) ১০০ সেমি.।
(x)
ভারতের একটি ধসপ্রবণ রাজ্য হল—
- (a) হিমাচলপ্রদেশ
- (b) উত্তরপ্রদেশ
- (c) অন্ধ্রপ্রদেশ
- (d) মধ্যপ্রদেশ।
(xi)
অবরোহণ প্রক্রিয়ার ফলে সৃষ্ট একটি ভূমিরূপ হল—
- (a) ক্ষয়জাত পর্বত
- (b) আগ্নেয় পর্বত
- (c) প্লাবন ভূমি
- (d) বাজাদা।
(xii)
ভারতে মিথেন গ্যাসের একটি প্রধান উৎস হল—
- (a) ধান চাষের জমি
- (b) ফলের বাগান
- (c) ফুলের বাগান
- (d) চা বাগান
(xiii)
দক্ষিণ আমেরিকার আমাজন নদীর অববাহিকা অঞ্চলটি যে প্রকার জলবায়ু অঞ্চলের অন্তর্গত, তা হল-
- (a) মৌসুমি জলবায়ু
- (b) ভূমধ্যসাগরীয় জলবায়ু
- (c) উয় মরু জলবায়ু
- (d)
নিরক্ষীয় জলবায়ু
- (a) ঊর্ধ্ব ট্রোপােস্ফিায়ার
- (b) ঊর্ধ্ব স্ট্রাটোস্ফিয়ারে
- (c) ঊধ্ব মেসােস্ফিয়ারে
- (d) স্ট্রাটোপজে
- (a) হিউমিফিকেশন
- (b) স্যালিনাইজেশন
- (c) ইলুভিয়েশন
- (d) এলুভিয়েশন
(xvi)
‘স্পােডােসল’ মৃত্তিকার উদাহরণ হল-
- (a) পডসল
- (b) পলিমাটি
- (c) চারনোজেম
- (d) ল্যাটেরাইট
(xvii) শতদ্রু নদী যে প্রকার নদীর উদাহরণ, তা হল-
- (a) পূর্ববর্তী নদী
- (b) পরবর্তী নদী
- (c) অধ্যারোপিত নদী
- (d) বিপরা নদী
(xviii)
নদীর পুনর্যৌবনলাভের ফলে গঠিত হয় না এমন একটি ভূমিরূপ হল—
- (a) উপত্যকার মধ্যে উপত্যকা
- (b) মোনাডনক
- (c) নিক বিন্দু
- (d) নদীমঞ্চ।
(xix)
সামুদ্রিক সঞ্চয়ের ফলে সৃষ্ট ‘বাঁধের’ একাংশ যদি সমুদ্রে প্রক্ষিপ্ত হয় এবং অন্যপ্রান্ত স্থলভাগের সঙ্গে যুক্ত থাকে, তাকে বলে-
- (a) টম্বােলাে
- (b) স্পিট
- (c) লেগুন
- (d) অগ্রভূমি
(xx)
ভৌম জলস্তরের নীচে অবস্থিত যে জলবাহী স্তর থেকে সব ঋতুতেই জল পাওয়া যায়, তাকে বলে—
- (a) ভাদোস স্তর
- (b) কৈশিক স্তর
- (c) সাময়িক সম্পৃক্ত স্তর
- (d) স্থায়ী সম্পৃক্ত স্তর
(xxi)
সংরক্ষণযোগ্য উদ্ভিদ ও প্রাণীদের সংখ্যা যে পুস্তকের মাধ্যমে প্রকাশ করা হয়, তাকে বলে—
- (a) গ্রিন ডেটা বুক
- (b) গ্রিন ডেটা কার্ড
- (c) রেড ডেটা বুক
- (d) রেড ডেটা কার্ড
- উচ্চ মাধ্যমিক ভূগোল প্রশ্নপত্র ২০১৮ ⇦ Click করুণ
2. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 1x14 = 14
(i) ‘মানুষ-জমি অনুপাত’-এর সংজ্ঞা দাও। (অথবা) পৌরপুঞ্জ’-এর সংজ্ঞা দাও।
(ii) অনুসারী শিল্প’-র সংজ্ঞা দাও। (অথবা) কোন শহরকে “দক্ষিণ ভারতের ম্যাঞ্চেস্টার’ বলা হয়?
v) ‘হিউমিফিকেশন’ কাকে বলে? (অথবা) মাটির রাসায়নিক বিক্রিয়ার ভিত্তিতে মৃত্তিকার শ্রেণিবিভাগ করো।
আরও দেখুন✔✔
- উচ্চ মাধ্যমিক ভূগোল প্রশ্নপত্র ২০১৯ ⇦ Click করুণ
- উচ্চ মাধ্যমিক ভূগোল প্রশ্নপত্র ২০২২ ⇦ Click করুণ