ক) মৃত্তিকার গ্রথন (Soil Texture) কি ? বা মৃত্তিকার গ্রথন কাকে বলে?
মাটির মধ্যে থাকা বিভিন্ন আয়তনের কণা যেমন, পলিকণা, বালিকণা এবং কাঁদা কণার আপেক্ষিক অনুপাতের পরিমাণকে মৃত্তিকার গ্রথন বলে।
অন্য কথায় বলা যায়- " মাটির মধ্যে থাকা 2 মিলিমিটার ব্যাসের কম আয়তনের কণার অনুপাতকে মাটির গ্রথন বলে।"
খ) মৃত্তিকা গ্রথন কত প্রকার ও কি কি?
U.S.D.A এর মতে মৃত্তিকা গ্রথন 12 প্রকারের।
যথা -
১. বেলে মাটি ২. বেলে দোআঁশ মাটি ৩. দোআঁশ বেলে মাটি ৪. দোআঁশ মাটি ৫. পলি দোআঁশ মাটি ৬. পলিমাটি ৭.কাদা দোআঁশ মাটি ৮. বেলে কাদা দোআঁশ মাটি ৯. পলি কাদা দোআঁশ মাটি ১০. বেলে কাদা দোআঁশ মাটি ১১. পলি কাদা মাটি ১২. কাদা মাটি।
গ) মাটির বিভেদ ( Soil Separates ) কাকে বলে?
আয়তনের ভিত্তিতে মাটির কণাগুলোকে কয়েকটি শ্রেণীতে ভাগ করা যায় এদের বলে মাটির বিভেদ ( Soil Separates )।
- মাটির বিভেদের শ্রেণীবিভাগ অথবা মাটির কণাগুলোর আয়তন
আন্তর্জাতিক পদ্ধতিতে (ISSS) মাটির বিভেদের শ্রেণীবিভাগ। যেমন,
মাটির বিভেদ ব্যাস (মিলিমিটার)
মোটা বালুকণা 0.2---2.0
মিহি বালুকণা 0.02---0.2
পলিকনা 0.002---0.02
কাদাকনা <0.002
আমেরিকান পদ্ধতিতে (USDA) বি ভেদ গুলি হল
মাটির বিভেদ ব্যাস (মিলিমিটার)
বালি কণা 2.0---0.05
পলিকণা 0.05---0.002
কাদাকনা <0.002
ঘ) মৃত্তিকা গ্রথনের গুরুত্ব বা উদ্ভিদের ওপর মৃত্তিকার গ্রথনের প্রভাব
১. উদ্ভিদ শিকড়ের প্রবেশ্যতা
মৃত্তিকায় পলি বা কর্দম কণার পরিমাণ বেশি হলে উদ্ভিদের শিকড়ের প্রবেশ্যতা বাধাপ্রাপ্ত হয়।ফলে শাখা শিকড় ভালোভাবে জন্মাতে পারেনা। বেলে মাটিতে উদ্ভিদের শিকড় ভালোভাবে বিস্তার লাভ করে।
২. জলের অনুপ্রবেশ
ভারী গ্রথনযুক্ত মৃত্তিকায় সহজে জল মৃত্তিকার ভেতরে প্রবেশ করতে পারেনা। হালকা গ্রথনযুক্ত মৃত্তিকায় জল সহজে ভূ অভ্যন্তরে প্রবেশ করতে পারে।
৩. জলধারণ ক্ষমতা
সূক্ষ্ম দানায় গঠিত ভারী গ্রথনযুক্ত মৃত্তিকায় জলধারণ ক্ষমতা বেশি হওয়ায় বর্ষার পরেও আর্দ্রতা বজায় থাকে ফলে উদ্ভিদ তার প্রয়োজনীয় জল পেয়ে থাকে। হালকা গ্রথনযুক্ত মৃত্তিকায় বর্ষার পরে জল প্রায় থাকে না। ফলে উদ্ভিদ এই অঞ্চলে কম জন্মায়।
৪. উর্বরতা
মাটির মধ্যে উপস্থিত কর্দম কণা ঋণাত্মক তড়িৎ ধর্মী হওয়ায় ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম প্রভৃতি ক্যাটায়ন গুলি নিজের গায়ে আটকে রাখে। এই ক্যাটায়ন গুলি বা খনিজলবণ গুলি বিশেষ পরিবেশে মাটির দ্রবণে চলে আসে। এখান থেকে উদ্ভিদ তার প্রয়োজনীয় খাদ্য মৌল সংগ্রহ করতে পারে।
৫. বায়ু চলাচল
হালকা গ্রথনযুক্ত মৃত্তিকায় মাটির মধ্যে থাকা কার্বন ডাই-অক্সাইড সহজে বাইরে চলে আসে এবং বাতাসের অক্সিজেন সহজে মাটিতে প্রবেশ করতে পারে। ফলে উদ্ভিদের বৃদ্ধি ভালো হয়।