সাধারণত মাটির মধ্যে অবস্থিত কাদা, পলি, বালি প্রভৃতি বিচ্ছিন্নভাবে থাকতে পারেনা। তারা পরস্পর যুক্ত হয়ে ভিন্ন আকৃতির বিন্যাস গড়ে তোলে।
মৃত্তিকার গঠন কাকে বলে?
মাটির মধ্যে থাকা কাদা, পলি, বালি প্রভৃতি কণাগুলি সংঘবদ্ধ হয়ে মাটির যে বিন্যাস গড়ে তোলে তাকে মাটির গঠন বা মৃত্তিকার গঠন বলে।
মৃত্তিকা গঠনের গুরুত্ব লেখো
১. মৃত্তিকায় বাতাসের উপস্থিতি
মৃত্তিকা গঠন যুক্ত হলে মৃত্তিকায় প্রচুর পরিমাণে বাতাস থাকে এবং বায়ুমন্ডলের সঙ্গে এই বাতাসের আদান-প্রদান ভালো হয়। ফলে মৃত্তিকার উর্বরতা বহুগুণ বৃদ্ধি পায়।
২. জলের প্রবেশ্যতা
মৃত্তিকা গঠন যুক্ত হলে জলের প্রবেশ্যতার বহুগুণ বেড়ে যায়। ফলে মৃত্তিকার আদ্রতা বজায় থাকে। যা গাছের বৃদ্ধির পক্ষে আদর্শ।
৩. মৃত্তিকা ক্ষয় প্রতিরোধ
গঠনযুক্ত মৃত্তিকায় জল সহজে প্রবেশ করে। ফলে পৃষ্ঠপ্রবাহ অনেক কম হয়। মৃত্তিকার সূক্ষ্ম কর্দম কণা জলের সঙ্গে উপরিস্তর থেকে সহজে অপসারিত হতে পারেনা। ফলে মৃত্তিকা ক্ষয় কম হয়।
৪. মৃত্তিকার উষ্ণতা নিয়ন্ত্রণ
মাটি গঠন যুক্ত হলে বায়ু চলাচল মাটির মধ্যে ভালো হয়। ফলে মাটির উষ্ণতা স্বাভাবিক থাকে।
মৃত্তিকার গঠনের উদাহরণ দাও
পাতের ন্যায় গঠন, দানাদার গঠন, কোন যুক্ত গঠন, প্রিজম আকৃতির গঠন, চাঁই- এর ন্যায় গঠন।
ফালি বা Slice কি?
মাটি চাষ করার ফলে লাঙলের ফলার সাথে যে ছোট আকৃতির খন্ড ওঠে তাকে ফালি বা Slice বলে।
ঢেলা বা Clod কি?
মাটি চাষ করার ফলে লাঙলের ফলার সঙ্গে যে বড় পিণ্ডগুলি উঠে তাকে ঢেলা বা Clod বলে।
মাটির গঠন এবং গ্রথনের পার্থক্য
১. ধারণা
মাটির কণাগুলির সঙ্ঘবদ্ধ বিন্যাসকে গঠন বলে।
মাটির মধ্যে উপস্থিত কণাগুলোর আপেক্ষিক অনুপাতের গড়কে গ্রথন বলে।
২. চিহ্নিতকরণ
মাটির গঠন চিহ্নিত করা কঠিন।
মাটির গ্রথন চিহ্নিত করা সহজ।
৩. ভৌতধর্ম
মাটির গঠনের ভৌতধর্ম অস্থায়ী।
মাটির গ্রথনের ভৌতধর্ম স্থায়ী।
৪.সৃষ্টির প্রক্রিয়া
মাটির গঠন ভৌত ও জৈবিক প্রক্রিয়ায় সৃষ্টি হয়। মাটির গ্রথন ক্ষয় এবং অবক্ষয়ের মাধ্যমে সৃষ্টি হয়।