১. প্যানজিয়া (Pangea) কি?
প্যালিওজোইক যুগের শেষ ভাগ পর্যন্ত পৃথিবীর মহাদেশীয় ভূখণ্ড গুলি একসঙ্গে দক্ষিণ গোলার্ধে একক ভূখণ্ড রূপে অবস্থান করতো, ওয়েগনার এই একক ভূখণ্ডের নাম দিয়েছিলেন প্যানজিয়া (Pangea)।
২. প্যান্থালাসা (Panthalassa) কি?
প্যানজিয়ার চারপাশে যে বিশাল জলভাগ ছিল তাকে প্যান্থালাসা (Panthalassa) বলে।
৩. গণ্ডয়ানাল্যান্ড কাকে বলে?
প্যানজিয়ার দক্ষিণাংশে অবস্থিত অস্ট্রেলিয়া, আন্টার্টিকা, উপদ্বীপীয় ভারত, আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকা মিলিতভাবে যে একক ভূখণ্ড রূপে অবস্থান করত তাকে গণ্ডয়ানাল্যান্ড বলে।
৪. লরেশিয়া বা আঙ্গারাল্যান্ড কি?
প্যানজিয়ার উত্তরে অবস্থিত উত্তর আমেরিকা, ইউরোপ এবং উত্তর ও মধ্য এশিয়া মিলিতভাবে যে বিশাল ভূখণ্ড রূপে অবস্থান করত তাকে লরেশিয়া বা আঙ্গারল্যান্ড বলে।
৫. টেথিস কাকে বলে?
গোন্ডোয়ানাল্যান্ড এবং আঙ্গারল্যান্ড এর মধ্যবর্তী অংশে যে সংকীর্ণ, অগভীর সামুদ্রিক অংশ অবস্থান করত তাকে টেথিস বলে।
৬. মহীসঞ্চরণ কাকে বলে?
মেসোজোয়িক যুগের পরবর্তী সময় থেকে মহাদেশগুলি বিভিন্ন দিকে সরতে থাকে। মহাদেশগুলির এই সরে যাওয়া বা স্থানান্তরকে মহীসঞ্চরণ বলে।
৭. মহীসঞ্চরণের কারণ কি?
জোয়ারি বল এবং বৈষম্যমূলক অভিকর্ষজ বল মহীসঞ্চরণের প্রধান কারণ। এছাড়া তৃতীয় একটি শক্তি আছে।
৮. মেরু ভ্রমণ (Polar Wandering) কি?
বিভিন্ন ভূতাত্ত্বিক যুগে পৃথিবীর চুম্বকীয় উত্তর মেরু এবং দক্ষিণ মেরু স্থান পরিবর্তন করেছে। চুম্বকীয় মেরুর এই স্থান পরিবর্তনকে মেরু ভ্রমণ বলে।
৯. মেরুভ্রমণ রেখা (Polar Wandering Curve) কি?
বিভিন্ন ভূতাত্ত্বিক যুগে পৃথিবীর চুম্বকীয় উত্তর মেরু এবং দক্ষিণ মেরু স্থান পরিবর্তন করেছে। চুম্বকীয় উত্তর মেরু এবং দক্ষিণ মেরুর পরিবর্তিত স্থানকে যুক্তকারী রেখা মেরু ভ্রমণ রেখা নামে পরিচিত।
১০. পরিচলন স্রোত মতবাদটি কার?
আর্থার হোমসের।
১১. পুরাজীবীয় কয়েকটি প্রাণীর জীবাশ্মের নাম লেখ।
মেসোসরাস, সিনোগনথাস, মারসুপিয়াল ওপসাম, লুম্বি সিড।
১২. পুরাজীবীয় উদ্ভিদের জীবাশ্মের নাম লেখ।
গ্লসপটেরিস।
১৩. কোন কোন মহাদেশ উত্তর দিকে সঞ্চরিত হয়?
আফ্রিকা, ইউরোপ এবং এশিয়া।
১৪. কোন কোন মহাদেশ পশ্চিম দিকে সঞ্চরিত হয়?
উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা।
১৫. কোন মহাদেশ সঞ্চারণে অংশগ্রহণ করেনি?
আন্টার্টিকা।
১৬. পূর্ব দিকে স্থানান্তরিত হয় কোন মহাদেশ?
অস্ট্রেলিয়া।