Type Here to Get Search Results !

কাঁচামালের অভাব সত্ত্বেও লৌহ ইস্পাত শিল্পে জাপানের উন্নতির কারণ।

 

              পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত জাপান একটি দ্বীপরাষ্ট্র। এই দেশে খনিজ সম্পদ খুব বেশি পাওয়া যায় না। তা সত্ত্বেও জাপান লৌহপিণ্ড এবং ইস্পাত উৎপাদনে পৃথিবীতে দ্বিতীয় স্থান অধিকার করে। ইস্পাত উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচামালের অভাব সত্ত্বেও জাপান লৌহ-ইস্পাত শিল্পে অগ্রগতি করেছে। এর কারণগুলি হল- 

১. বন্দরের সুবিধা   

               জাপানের উপকূল ভাগ ভগ্ন হওয়ায় টোকিও, ইয়োকোহামা, ওসাকা প্রভৃতি বন্দর নির্মাণ করা সহজ হয়েছে। এই বন্দরের মাধ্যমে বিভিন্ন দেশ থেকে লৌহ-ইস্পাত শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল, যেমন- আকরিক লোহা, কয়লা, ম্যাঙ্গানিজ প্রভৃতি আমদানি করা সহজ হয়, তেমনি উৎপাদিত শিল্পজাত দ্রব্য আন্তর্জাতিক বাজারে রপ্তানি করতে সুবিধা হয়। 


২. কাঁচামালের আমদানি

                 লৌহ-ইস্পাত শিল্পের জন্য প্রয়োজনীয় কাঁচামাল জাপানে খুব অল্প পরিমাণে পাওয়া যায়। সমুদ্রপথে বিভিন্ন দেশ থেকে জাপান এই শিল্পের জন্য প্রয়োজনীয় কাঁচামাল আমদানি করে। 

         i) আকরিক লোহার আমদানি

                      পর্যাপ্ত পরিমাণে আকরিক লোহা জাপানে পাওয়া যায় না। ভারত, মালয়েশিয়া, ফিলিপাইনস, কানাডা, অস্ট্রেলিয়া প্রভৃতি দেশ থেকে জাপান প্রচুর পরিমাণে আকরিক লোহা আমদানি করে। এই আকরিক লোহার সাহায্যে জাপান উন্নত মানের ইস্পাত প্রস্তুত করে।

         ii) কয়লার আমদানি 

                অস্ট্রেলিয়া, উত্তর ও দক্ষিণ কোরিয়া, চীন প্রভৃতি দেশ থেকে জাপান উন্নত মানের কোক কয়লা আমদানি করে। যা লৌহ ইস্পাত শিল্পে ব্যবহার করে।

         iii) স্ক্রাপ লোহার আমদানি 

                  এই ধরনের স্ক্রাপ লোহা ব্যবহার করলে খুব কম পরিমাণ লোহা ইস্পাত উৎপাদনের জন্য বাদ যায় বা অপচয় হয়। একারণে জাপান আমেরিকা যুক্তরাষ্ট্র, দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ থেকে বর্জ্য লোহা আমদানি করে এবং লৌহ-ইস্পাত শিল্পে ব্যবহার করে।

           iv) ম্যাঙ্গানিজের আমদানি

                   সংকর ইস্পাত উৎপাদনের জন্য জাপান ভারত, চীন প্রভৃতি দেশ থেকে ম্যাঙ্গানিজ আমদানি করে।  


৩. বিদ্যুতের যোগান 

            জাপানের মধ্যভাগ পর্বত ময়। এই পর্বত থেকে অনেক খরস্রোতা নদী উপকূলবর্তী অঞ্চলের দিকে নেমে গেছে। নদীর স্রোতকে কাজে লাগিয়ে উন্নত প্রযুক্তির সাহায্যে জাপান অল্প খরচে প্রচুর পরিমাণে জলবিদ্যুৎ উৎপাদন করে। এই বিদ্যুৎ ইস্পাত শিল্প এবং অন্যান্য শিল্পকেন্দ্র গুলোতে ব্যবহার করে। বর্তমানে বিদ্যুৎ চালিত ফার্নেস ইস্পাত কেন্দ্রগুলোতে ব্যবহার হয়। ফলে উৎপাদনের খরচ হ্রাস পেয়েছে। 


৪. উন্নত প্রযুক্তি

              জাপান প্রযুক্তিগত দিক থেকে উন্নত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে থেকে জাপান প্রযুক্তিবিদ্যায় দ্রুত উন্নতি করতে থাকে। উন্নত প্রযুক্তি লৌহ-ইস্পাত শিল্প কেন্দ্র গুলোতে প্রয়োগ করে। বর্তমানে ইলেকট্রিক আর্ক ফার্নেসের মাধ্যমে ইস্পাত উৎপাদন করা হচ্ছে। এছাড়া উন্নত প্রযুক্তির সাহায্যে জলবিদ্যুৎ উৎপাদন করার জন্য বিদ্যুৎ উৎপাদনের খরচ কম হয়। 


 ৫. দক্ষ শ্রমিক

             জাপানের মানুষ শিক্ষিত, কর্মনিপুণ, পরিশ্রমি হওয়ায় মাথাপিছু ইস্পাত উৎপাদনের পরিমাণ অন্যান্য দেশের তুলনায় বেশি। ফলে একক প্রতি উৎপাদনের খরচ কম হয়। 


৬. নৌপরিবহনে উন্নত

              জাপান দ্বীপরাষ্ট্র হওয়ায় জলপথ পরিবহনকে সর্বাধুনিক ভাবে গড়ে তুলেছে। এর প্রভাব সরাসরি লৌহ-ইস্পাত  শিল্পে পড়েছে। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে কাঁচামাল আমদানি এবং উৎপাদিত দ্রব্য নির্দিষ্ট সময়ের মধ্যে গন্তব্যস্থলে পৌঁছে দিতে নৌপরিবহন সহায়তা করে।

৭. অন্যান্য পরিবহন

               জলপথ ছাড়া জাপান রেলপথ এবং সড়কপথে যথেষ্ট উন্নতি লাভ করেছে। ফলে শহরের বিভিন্ন স্থানে লোহা যেমন দ্রুত শিল্পকেন্দ্রে পৌছে দেওয়া যায়, তেমনি উন্নত পরিবহন ব্যবস্থার জন্য উৎপাদিত পণ্য এবং শ্রমিকদের যাতায়াত সুগম হয়।


৮. সরকারি সহযোগিতা 

               প্রাথমিক অবস্থায় লৌহ-ইস্পাত শিল্প কেন্দ্রের উন্নতির জন্য সরকার সরাসরি যুক্ত ছিল। বর্তমানে বিভিন্ন উদ্যোগপতিগন ঋণদান করে ও অন্যান্য সহযোগিতার মাধ্যমে ইস্পাত উৎপাদনের বৃদ্ধি ঘটাতে সক্ষম হয়েছে।

 

৯. নাতিশীতোষ্ণ জলবায়ু

               নাতিশীতোষ্ণ জলবায়ুতে শ্রমিকরা অধিক শ্রমদান করতে পারে। পরোক্ষভাবে লৌহ-ইস্পাত শিল্পের উৎপাদন বৃদ্ধিতে জলবায়ু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।


১০. উন্নত ব্যবস্থাপনা

               উন্নত ব্যবস্থাপনা এবং মজবুত পরিষেবার মাধ্যমে জাপান লৌহ-ইস্পাত শিল্পে ব্যাপক উন্নতি করতে সক্ষম হয়েছে।


১১. বাজার

       জাপান উৎপাদিত ইস্পাত এর মান খুবই ভালো এই কারণে দেশের অভ্যন্তরে ইস্পাতের যেমন চাহিদা রয়েছে তেমনি আন্তর্জাতিক বাজারে জাপানে উৎপাদিত ইস্পাতের চাহিদা রয়েছে যা জাপানে লৌহ ইস্পাত শিল্পের অগ্রগতিতে সহায়তা করছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area