ইনসোলেশন ( Insolation) বা সূর্যরশ্মির তাপীয় ফল
পৃথিবীর উষ্ণতার প্রধান উৎস হলো সূর্যকিরণ। সূর্য থেকে যে তাপ শক্তি নির্গত হয় তার 200 কোটি ভাগের এক ভাগ ক্ষুদ্র তরঙ্গ রূপে পৃথিবীতে এসে পৌঁছায়। সৌরশক্তি পৃথিবীতে আসাকে ইনসোলেশন ( Insolation) বা Incoming solar radiation বলে।
আগত সৌরশক্তি প্রথমে ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে। ভূপৃষ্ঠ থেকে দীর্ঘতরঙ্গ রূপে বিকিরিত হওয়ার সময় এই শক্তি বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে। এজন্য একে সূর্যরশ্মির তাপীয় ফল বলে।
অ্যালবেডো ( Albedo )
সূর্য থেকে নির্গত সৌরশক্তির 200 কোটি ভাগের 1 ভাগ পৃথিবীতে পৌঁছায়. পৃথিবীতে আসা সৌরশক্তিকে 100 শতাংশ ধরলে তার 34 শতাংশ বায়ুমন্ডলে অবস্থিত মেঘ, ধূলিকণা, ধোয়া প্রভৃতি দ্বারা প্রতিফলিত হয়ে মহাশূন্যে ফিরে যায়। বায়ুমন্ডলকে কোনরূপ উত্তপ্ত করেনা। একে পৃথিবীর অ্যালবেডো ( Albedo ) বলে।
অ্যালবেডোর হিসাব
মেঘ দ্বারা প্রতিফলিত হয় ------------------------25%
বায়ুমণ্ডলের ধূলিকণা দ্বারা প্রতিফলিত হয়------- 7%
ভূপৃষ্ঠ দ্বারা প্রতিফলিত হয় ------------------------2%
_____________
মোট 34%
কার্যকরী সৌরবিকিরণ
সূর্য থেকে 200 কোটি ভাগের 1 ভাগ সৌরশক্তি পৃথিবীতে আসে। এই সৌরশক্তিকে 100 % ধরলে তার 66 % সৌরশক্তি বিভিন্নভাবে বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে। একে কার্যকরী সৌরবিকিরণ বলে। এই সৌরশক্তির দ্বারা পৃথিবী ও বায়ুমন্ডল উত্তপ্ত হয়।
কার্যকরী সৌরবিকিরণের হিসাব
ভূপৃষ্ঠ দ্বারা শোষিত হয় ------------48 %
বায়ুমণ্ডল দ্বারা শোষিত হয় --------15 %
মেঘ দ্বারা শোষিত হয় ---------------3 %
_____________
মোট 66 %
পার্থিব বিকিরণ ( Terrestrial radiation )
সূর্য থেকে আগত সৌরশক্তির ৪৮ শতাংশ ভূপৃষ্ঠে শোষিত হয়। ভূপৃষ্ঠ থেকে রাতে সৌরশক্তি দীর্ঘতরঙ্গ রূপে ফিরে যায়। ফিরে যাওয়া এই শক্তিকে পার্থিব বিকিরণ বলে।
পার্থিব বিকিরণের মাধ্যমে ফিরে যাওয়া শক্তির 6 % সরাসরি মহাশূন্যে ফিরে যায় এবং 42 % বায়ুমন্ডলের শোষিত হয়। পরে বায়ুমন্ডল থেকে মহাশূন্যে ফিরে যায়। এইভাবে পৃথিবীতে তাপের সমতা বজায় থাকে।
পৃথিবীর উত্তাপের সমতা বা তাপ বাজেট ( Heat balance of the earth or Heat budget )
সূর্য থেকে আগত মোট সৌরশক্তির 66 % পৃথিবীকে উত্তপ্ত করা সত্ত্বেও পৃথিবীর গড় তাপমাত্রা কোন পরিবর্তন হয় না প্রকৃতপক্ষে সূর্য থেকে ক্ষুদ্রতরঙ্গ রূপে যে পরিমাণ শক্তি পৃথিবীতে আসে দীর্ঘ তরঙ্গ রূপে সেই পরিমাণ সৌরশক্তি মহাকাশে ফিরে যায় ফলে পৃথিবীতে উষ্ণতার ভারসাম্য বজায় থাকে একে উত্তাপের সমতা বা তাপ বাজেট বলে।
তাপ বাজেটের হিসাব
সূর্য থেকে আগত 34 % সৌরশক্তি সরাসরি প্রতিফলিত হয়ে মহাশূন্যে ফিরে যায়। এই সৌরশক্তি তাপ বাজেটে অংশগ্রহণ করে না। বাকি 66 % সৌরশক্তির পৃথিবীতে আগমন এবং প্রত্যাবর্তনের হিসাব দেওয়া হল।
পৃথিবী এবং বায়ুমণ্ডল দ্বারা শোষিত
ভূপৃষ্ঠ দ্বারা শোষণ ----------------- 48 %
বায়ুমণ্ডল দ্বারা শোষণ --------------15 %
মেঘ দ্বারা শোষণ --------------------3 %
_____________
মোট 66 %
পৃথিবী এবং বায়ুমণ্ডল থেকে বিকিরণ
বায়ুমণ্ডল থেকে সরাসরি মহাকাশে বিকিরণ -------------------------------15 %
পৃথিবীপৃষ্ঠ থেকে সরাসরি মহাকাশে বিকিরণ ------------------------------17 %
পৃথিবীপৃষ্ঠ থেকে বায়ুমন্ডল পরে বায়ুমন্ডল থেকে মহাকাশে বিকিরণ -------34 %
__________________
মোট 66 %