Type Here to Get Search Results !

একাদশ শ্রেণির ভূগোল সাজেশন 2023

 কোন অধ্যায় থেকে কত নম্বরের জন্য কোন কোন প্রশ্ন করতে হবে এখানে সেগুলি দেওয়া হয়েছে।

(প্রশ্নগুলির উত্তর জানতে প্রশ্নগুলির উপরে ক্লিক (Click) করুন।)

শাস্ত্ররূপে বা বিষয় রূপে ভূগোল

পৃথিবীর উৎপত্তি

পৃথিবীর অভ্যন্তরভাগ

                               ii) অন্তঃ কেন্দ্রমন্ডল ও বহিঃ কেন্দ্রমন্ডল 

                              iii) বহিঃ গুরুমন্ডল এবং অন্তঃ গুরুমন্ডল।

                        (প্রশ্নগুলির উত্তর জানতে প্রশ্নগুলির উপরে ক্লিক (Click) করুন।)


সমস্থিতি


সমুদ্রবক্ষের বিস্তার


মহীসঞ্চরণ


পাতসংস্থান তত্ত্ব

(প্রশ্নগুলির উত্তর জানতে প্রশ্নগুলির উপরে ক্লিক (Click) করুন।)

ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া


অগ্নুৎপাত 

  • অগ্নুৎপাতের পাঁচটি কারণ লেখ। 
  •  অগ্নুৎপাত থেকে কি কি পদার্থ উৎখৃপ্ত হয়? 
  • কেন্দ্রীয় ও বিদার অগ্নুৎপাতের তিনটি পার্থক্য লেখ।
  •  নি:সারী অগ্নুৎপাতের ফলে সৃষ্ট চারটি ভূমিরূপের বিবরণ দাও। 
  • উদবেধী  অগ্নুৎপাতের ফলে সৃষ্ট চারটে ভূমিরূপ। 
  • বিভিন্ন প্রকার আগ্নেয়গিরির বিবরণ দাও। 
  • পার্থক্য 

              ১. ল্যাকোলিথ ও ফ্যাকোলিথ।  

              ২. ডাইক ও সিল । 

  • প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা কি?


ভূমিকম্প


বারিমন্ডল

  • মহীসোপান ও মহিঢালের পাঁচটি পার্থক্য লেখ।
  •  সামুদ্রিক ক্রমোচ্চ  ভূমি কি? 
  • গভীর সমুদ্রখাত সম্পর্কে লেখ। 
  • গায়ট কি? 
  • সামুদ্রিক অবক্ষেপের শ্রেণীবিভাগ আলোচনা কর।
  •  সমুদ্র সম্পদের তিনটি গুরুত্ব লেখো। 
  • সমুদ্রজলের উষ্ণতার তারতম্যের কারণ লেখ।
  • লবনতার তারতম্যের কারণ লেখ-

                 বাল্টিক সাগর, ভূমধ্যসাগর, লোহিত সাগর। 

  • থার্মোক্লাইন, পিকনোক্লাইন, হ্যালোক্লাইন।

(প্রশ্নগুলির উত্তর জানতে প্রশ্নগুলির উপরে ক্লিক (Click) করুন।)

সমুদ্রস্রোত


জীব মন্ডল 


সম্পদ

  • সম্পদের সংজ্ঞা। 
  • সম্পদের চারটি বৈশিষ্ট্য লেখ।
  • সঞ্চিত সম্পদ ও প্রবাহমান সম্পদ সম্পর্কে টীকা লেখ। 
  • সঞ্চিত সম্পদ এবং প্রবাহমান সম্পদের পার্থক্য লেখ। 
  • সম্পদ সৃষ্টিতে মানুষের ভূমিকা কি? 
  • সম্পদ সৃষ্টিতে সংস্কৃতির ভূমিকা কি? 
  • সম্পদ সৃষ্টিতে প্রকৃতির ভূমিকা কি? 
  • সম্পদ সংরক্ষণের উপায় লেখ।
  • কোন একটি নিরপেক্ষ সামগ্রীর সম্পদ হয়ে ওঠার শর্তগুলি উল্লেখ করো।


অরণ্য 

  • অরণ্যের গুরুত্ব লেখো। 
  • নিরক্ষীয় চিরসবুজ অরণ্যের বৈশিষ্ট্য লেখ।
  • নিরক্ষীয় বনভূমি কাষ্ঠশিল্পে অনুন্নত কেন?
  • ম্যানগ্রোভ অরণ্যের বৈশিষ্ট্য ও বাণিজ্যিক ব্যবহার লেখ। 
  • ভূমধ্যসাগরীয় অরণ্যের বৈশিষ্ট্য ও বাণিজ্যিক ব্যবহার লেখ। 
  • উষ্ণ নাতিশীতোষ্ণ অরণ্যের বাণিজ্যিক ব্যবহার লেখ। 
  • শীতল নাতিশীতোষ্ণ বা সরলবর্গীয় অরণ্যের বৈশিষ্ট্য লেখ।
  • সরলবর্গীয় অরণ্য অঞ্চল কাষ্ঠ শিল্পে উন্নত কেন?
  • অরণ্যের বিভিন্ন ব্যবহার লেখো।
  • নাতিশীতোষ্ণ তৃণভূমির তিনটি বাণিজ্যিক ব্যবহার।  
  • অরণ্য সম্পদ ধ্বংসের কারণ লেখ।
  • অরণ্য সংরক্ষণের উপায় লেখ। 
  • সামাজিক বনসৃজন এবং কৃষি বনসৃজন কি?
  • অরণ্য সম্পদ সমস্ত SAQ

(প্রশ্নগুলির উত্তর জানতে প্রশ্নগুলির উপরে ক্লিক (Click) করুন।)

মৎস সম্পদ 

  • জীবিকা সত্যভিত্তিক মৎস্য চাষ এবং বাণিজ্যিক মৎস্য চাষ কি? 
  • অভ্যন্তরীণ মৎস্যক্ষেত্র এবং সামুদ্রিকমৎস্য ক্ষেত্রের পার্থক্য লেখ।
  • মহিসোপান অঞ্চল মৎস্য চাষে উন্নত কেন? 
  • ক্রান্তীয় অঞ্চল বাণিজ্যিক মৎস্য শিকারে পিছিয়ে রয়েছে কেন? বা অনুন্নত কেন? 
  • পিলেজিক মাছ এবং ডেমার্সল মাছ কি?
  •  অ্যানাড্রোমাস, ক্যাটাড্রোমাস, অ্যাম্ফিড্রোমাস কি?
  • মৎস্য শিকারের বিভিন্ন পদ্ধতি। 
  • ভারতের মৎস্য শিকারের অনুকূল অবস্থা লেখ।
  •  ভারত সামুদ্রিক মৎস্য শিকারে উন্নত নয় কেন?
  • ভারতের মৎস্য সংক্রান্ত নীতি লেখো।
  • মৎস্য সংরক্ষণের উপায় লেখ। 
  • জাপানের মৎস্য ক্ষেত্র ও মৎস্য শিকার উন্নত কেন?
  • বাংলাদেশ মৎস্য শিকার উন্নত কেন?


ভূমি ব্যবহার 

  • ভূমি ব্যবহার কি? 
  • ভূমি ব্যবহারের নিয়ন্ত্রকগুলি লেখ। 
  • গ্রামাঞ্চল ও শহরাঞ্চলের ভূমি ব্যবহার। 
  • গ্রাম ও শহরাঞ্চলের ভূমি ব্যবহারের পার্থক্য লেখ।
  • ভূমির ব্যবহার। 

               আমেরিকা যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান, ব্রাজিল, চিলি, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া।


জল সম্পদ 

  • জলসেচ পদ্ধতি। মুক্ত পদ্ধতি ও বদ্ধ পদ্ধতি।
  • জলসম্পদ সংরক্ষণের উপায় লেখ। 
  • জলবিভাজিকা ব্যবস্থাপনা কিভাবে করা হয়?
  • ভারতের জলসেচের প্রয়োজনীয়তা লেখ। 
  • ভারতে কি কি পদ্ধতিতে জলসেচ হয়? 
  • পাকিস্তানের জলসেচ পদ্ধতি এবং সেচপ্রবন অঞ্চল। 
  • মিশরের বিভিন্ন জলসেচ পদ্ধতি লেখ। 
  • বিভিন্ন বিকল্প জলসেচ পদ্ধতি আলোচনা কর।






একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area