Type Here to Get Search Results !

উচ্চ মাধ্যমিক ভূগোল সাজেশন 2023 ( Geography Suggestion )

 উচ্চ মাধ্যমিক ভূগোলের কোন কোন অধ্যয়ের থেকে কি কি প্রশ্ন আসবে সেই বিষয়ে এখানে আলোচনা করা হয়েছে।

প্রশ্নগুলির উত্তর জানতে প্রশ্নগুলির উপর ক্লিক ( Click ) করুণ। 


ভূমিরূপ প্রক্রিয়া 


ভৌমজলের কার্য

  •  আর্তিজিও কূপের ভূ-তাত্ত্বিক গঠন ব্যাখ্যা কর।  
  • মুক্ত এবং আবদ্ধ অ্যাকুইফারের পার্থক্য লেখ। তিনটি  
  • স্থানীয় জলবাহী স্তর কি? অ্যাকুইক্লুড, অ্যাকুইটারড এবং অ্যাকুইফিউজ।
  • ফ্রিয়েটিক স্তর এবং ভাদোস স্তর কি? 
  • বিভিন্ন প্রকার প্রস্রবণের বিবরণ দাও। পাঁচটি    
  • সংযোগ প্রস্রবণ, চ্যুতি বা দারণ প্রস্রবণ,  ভ্যক্লুসিয়ার প্রস্রবণ। 
  • গিজার। 
  • উষ্ণপ্রস্রবণ এবং গিজারের পার্থক্য লেখ। 
  • সহজাত জল এবং উৎস্যন্দ জল কি? 


কার্স্ট ভূমিরূপ


সামুদ্রিক প্রক্রিয়া এবং গঠিত ভূমিরূপ    


ক্ষয়চক্র

  • মোনাডনক এবং ইনসেলবার্জ। 
  • ভূমিরূপের পুনর্যবন লাভের উপায় লেখ। 3 টি
  • পুনযৌবন লাভের ফলে গঠিত ভূমিরূপ গুলির বিবরণ দাও। 3/4 টি  
  • উপত্যকার মধ্যে উপত্যকা,  নিক্ বিন্দু, নদী মঞ্চ, খোদিত নদীবাঁক। 
  • ক্ষয়চক্র saq


জলনির্গম প্রণালী


মৃত্তিকা  


বায়ুমণ্ডল

  • ঘূর্ণবাত কি? ঘূর্ণবাতের বৈশিষ্ট্য লেখ। 
  • ক্রান্তীয় ঘূর্ণবাতের উৎপত্তির শর্ত লেখ। 
  • ক্রান্তীয় ঘূর্ণবাতের জীবনচক্র লেখ। 
  • নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের জীবনচক্র লেখ।  
  • ব্যারোট্রপিক এবং ব্যারোক্লিনিক অবস্থা কি?  
  • সীমান্ত, উষ্ণ সীমান্ত, শীতল সীমান্ত। 
  • উষ্ণ সীমান্ত এবং শীতল সীমান্তের পার্থক্য। 
  • ক্রান্তীয় ঘূর্ণবাত এবং নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের পার্থক্য। 
  • প্রতীপ ঘূর্ণবাত কি? বৈশিষ্ট্য লেখ। 
  • প্রতীপ ঘূর্ণবাতের বিচরণ ক্ষেত্রে শান্ত আবহাওয়া বিরাজ করে কেন? 
  • ঘূর্ণবাত এবং প্রতীপ ঘূর্ণবাতের পার্থক্য।   
  • হ্যাডলি কোষ, ফেরেল কোষ এবং মেরু কোষ। 
  • জেটবায়ুর জীবনচক্র বর্ণনা কর।  
  • জেট বায়ু কি? জেট বায়ুর বৈশিষ্ট্য লেখ। 
  • আবহাওয়া এবং জলবায়ুর ওপর জেট বায়ুর প্রভাব লেখ। 
  • ওয়াকার সঞ্চালন কি?

 

জীব বৈচিত্র্য 

  • জিনগত বৈচিত্র্য, প্রজাতি বৈচিত্র্য, বাস্তুতান্ত্রিক বৈচিত্র।  
  • ক্রান্তীয় অঞ্চলে জীব বৈচিত্র্যের সমৃদ্ধির চারটি কারণ লেখ।
  •  আলফা বৈচিত্র্য, বিটা বৈচিত্র্য, গামা বৈচিত্র।    
  • সম্পূর্ণ বিলুপ্তি, বন্য অবস্থা থেকে বিলুপ্তি,  স্থানীয়ভাবে বিলুপ্তি, বাস্তুতান্ত্রিক বিলুপ্তি।
  • বিলুপ্ত প্রজাতি, বিপন্ন প্রজাতি, আহত প্রজাতি, বিরল প্রজাতি, স্বল্প জ্ঞাত প্রজাতি।
  • জীব বৈচিত্র্য বিনাশের চারটি কারণ লেখ। 
  • জীববৈচিত্র্যের চারটি গুরুত্ব লেখো। 
  • জীববৈচিত্র সংরক্ষণ করা কেন প্রয়োজন? 
  • অন্তঃক্ষেত্রীয় সংরক্ষণ এবং বহিঃক্ষেত্রীয় সংরক্ষণ। 
  • জীববৈচিত্র সংরক্ষণের চারটি ব্যবস্থাপনা লেখ। 
  • রেড ডাটা বুক, গ্রীন ডাটা বুক এবং ব্ল্যাক ডাটা বুক। 
  • জীববৈচিত্র SAQ

দুর্যোগ ও বিপর্যয় 

  • দুর্যোগ কাকে বলে বিপর্যয় কাকে বলে? 
  • দুর্যোগ এবং বিপর্যয়ের পার্থক্য লেখ। 
  • প্রাকৃতিক দুর্যোগের উদাহরণ দাও। 
  • মনুষ্যসৃষ্ট দুর্যোগের উদাহরণ দাও। 
  • আধা প্রাকৃতিক দুর্যোগের উদাহরণ দাও। 
  • হিমানি সম্প্রপাত কি? 
  • বিপর্যয় এর উদাহরণ দাও। 
  • ভূমিধসের তিনটি কারণ লেখ। 
  • নদীর পাড় ভাঙ্গনের তিনটি কারণ লেখ। 
  • মেঘ ভাঙ্গা বৃষ্টি কি? 
  • ভারতের প্রধান বন্যা প্রবণ অঞ্চলের নাম লেখ। 
  • বন্যার চারটি কারণ লেখ। 
  • খরা কি? 
  • আবহাওয়াগত খরা, জল সংক্রান্ত খরা, কৃষি সংক্রান্ত খরা এবং আর্থসামাজিক খরা কাকে বলে? 
  • খরার তিনটি কারণ লেখ। 
  • খরা প্রতিকারের তিনটি উপায় লেখ। 
  • তাপ প্রবাহ এবং শৈত্য প্রবাহ কি? 
  • মনুষ্য সৃষ্ট বিপর্যয় কি? 
  • তেজস্ক্রিয় বা পারমাণবিক বিপর্যয় বলতে কী বোঝো? 
  • জৈবিক বিপর্যয় কি অর্থনৈতিক বিপর্যয় বলতে কী বোঝো? 
  • বিপর্যয়ের ব্যবস্থাপনা কিভাবে করা যায়? 
  • ভূমিধস কোন এলাকায় বেশি ঘটে? 
  • কোন দেশকে সুনামির দেশ বলা হয়? 
  • পৃথিবীর বৃহত্তম শিল্প বিপর্যয় কোনটি? 
  • MIC এর পুরো নাম কি? 
  • DART শব্দটির পুরো কথার অর্থ কি? 
  • ইউট্রোফিকেশন কি ধরনের দুর্যোগ? 
  • পূর্ব হিমালয়ে বর্ষাকালে কোন ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের ঘটনা বেশি ঘটে? 
  • নেপালে সাম্প্রতিক বিপর্যয়ের কারণ কি?


অর্থনৈতিক ক্রিয়াকলাপ


কৃষি ( Agriculture)


  • কৃষিকার্য কাকে বলে? 2
  • কৃষির অর্থনৈতিক গুরুত্ব লেখো। 3/4
  • আর্দ্র কৃষির সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ।3
  • শুষ্ক কৃষির সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ।3
  • নিবিড় বা প্রগাঢ় কৃষির সংজ্ঞা, উদাহরণ।3
  • ব্যাপক কৃষির সংজ্ঞা, উদাহরণ।2
  • নিবিড় এবং ব্যাপক কৃষির পার্থক্য। 3
  • শস্যাবর্তন কি? উদাহরণ। শস্যাবর্তনের সুবিধা। শস্যাবর্তনের অসুবিধা। 
  • শস্য সমন্বয় কি? শস্য সমন্বয়ের গুরুত্ব বা প্রয়োজনীয়তা লেখ।
  • শস্য প্রগাঢ়তা কি? শস্য প্রগাঢ়তার বৈশিষ্ট্য লেখ।
  • জীবিকা সত্তাভিত্তিক কৃষি থেকে বাণিজ্যিক কৃষিতে কিভাবে উত্তোরণ ঘটেছে?
  • কৃষিতে যান্ত্রিকীকরণের প্রয়োগ কিভাবে হয়েছে?
  • সবুজ বিপ্লব কি? সবুজ বিপ্লবের সুফল লেখ। সবুজ বিপ্লবের কুফল বা দুর্বলতা লেখ। দ্বিতীয় সবুজ বিপ্লব কি?
  • শ্বেত বিপ্লব কি? শ্বেত বিপ্লবের পর্যায়ে লেখ। শ্বেত বিপ্লবের সুফল লেখ।শ্বেত বিপ্লবের কুফল বা দুর্বলতা লেখ।
  • নীল বিপ্লব কি? নীল বিপ্লবের সুফল লেখ। নীল বিপ্লবের কুফল বা সমস্যা লেখ।
  • চীনের ধান উৎপাদনের অনুকূল অবস্থা লেখ। ভারতের ধান উৎপাদনের অনুকূল অবস্থা। ধান চাষের সমস্যা।
  • গম উৎপাদনের অনুকূল অবস্থা। ভারতের গম উৎপাদক অঞ্চলের বিবরণ।
  • ডাল চাষের অনুকূল পরিবেশ। ডাল চাষের সমস্যা।
  • মিলেট উৎপাদনের অনুকূল পরিবেশ।
  • কফি চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ ভারতের কফি উৎপাদক অঞ্চল দক্ষিণ ভারতে কফি চাষের উন্নতির কারণ।
  • শ্রীলংকার চা চাষের অনুকূল পরিবেশ। শ্রীলংকার চা চাষের সমস্যা।
  • মিশরের তুলা উৎপাদক অঞ্চলের বিবরণ। পাকিস্তানের তুলা উৎপাদক অঞ্চলের বিবরণ।
  • বাংলাদেশের পাট উৎপাদনে অনুকূল পরিবেশ। বাংলাদেশের পাট উৎপাদক অঞ্চল।
  • আখের ব্যবহার লেখ। আখ চাষের অনুকূল পরিবেশ।
  • নারকেলের ব্যবহার লেখ। শ্রীলংকার নারকেল উৎপাদক অঞ্চলের বিবরণ। শ্রীলঙ্কা নারকেল চাষে উন্নত কেন?
  • উদ্যান কৃষি বা বাজার-বাগান কৃষি গড়ে ওঠার অনুকূল পরিবেশ। বাজার বাগান কৃষির বৈশিষ্ট্য। উদ্যান কৃষি বাজার বাগান কৃষির সাম্প্রতিক উন্নতির কারণ।
  • ট্রাক ফার্মিং কি?


শ্রমশিল্প (Industry)


  • শিল্প কাকে বলে? উদাহরণ।
  • শিল্প গড়ে ওঠে কেন? অথবা শিল্প গড়ে ওঠার কারণ।
  • আলফ্রেড ওয়েবারের শিল্পের অবস্থানের উপর সর্বনিম্ন পরিবহন ব্যয়ের প্রভাব।
  • শিল্পের অবস্থানের ওপর শিল্প সমাবেশের প্রভাব।
  • শিল্পের অবস্থানের ওপর শ্রমিকের প্রভাব।
  • দ্রব্যসূচক বা পণ্যসূচক, আইসোটিম, আইসোডাপেন, ক্রিটিকাল আইসোডাপেন।
  • খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প কাকে বলে? ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উন্নতির কারণ। খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সমস্যা।
  • ভারতের কার্পাস-বয়ন শিল্প গড়ে ওঠার কারণ। ভারতের কার্পাস বয়ন শিল্পের বিকাশের বিভিন্ন পর্যায়।
  • পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের একদেশীভবনের কারণ। কার্পাস বয়ন শিল্পের সমস্যা। মুম্বাই অঞ্চল এবং আমেদাবাদ অঞ্চলে কার্পাস বয়ন শিল্প গড়ে ওঠার কারণ।
  • আমেরিকা যুক্তরাষ্ট্রে কার্পাস বয়ন শিল্প নিউ ইংল্যান্ড অঞ্চল থেকে দক্ষিণাঞ্চলে স্থানান্তরিত হওয়ার কারণ। আমেরিকা যুক্তরাষ্ট্রের কার্পাস বয়ন শিল্পের সমস্যা।
  • ভারতের তৈরি পোশাক শিল্প গড়ে ওঠার কারণ। ভারতের তৈরি পোশাক শিল্পের সমস্যা। ভারতের তৈরি পোশাক শিল্পের সম্ভাবনা।
  • বাংলাদেশে পাট শিল্প গড়ে ওঠার কারণ। বাংলাদেশের পাট শিল্পের সমস্যা।
  • হুগলি নদীর উভয় তীরে পাট শিল্পের কেন্দ্রীভবনের কারণ বা হুগলী নদীর পাড় শিল্প গড়ে উঠেছে কেন? পাট শিল্পের সমস্যা। পাট শিল্পের সমস্যা সমাধানে গৃহীত ব্যবস্থা।
  • কানাডায় কাগজ শিল্পের উন্নতির কারণ। ভারতের কাগজ শিল্পের উন্নতির কারণ বা ভারতের কাগজ শিল্প গড়ে উঠেছে কেন? কাব্য শরীফের কাঁচামাল। ভারতের কাগজ শিল্পের সমস্যা।
  • ব্রাজিলের আবার শিল্প গড়ে উঠেছে কেন? ব্রাজিলের বন্য রবার উৎপাদনের অসুবিধা গুলি কি কি? মালয়েশিয়া রাবার শিল্পে উন্নত কেন?
  • লৌহ-ইস্পাত শিল্পের কাঁচামাল গুলি কি কি? চীন লৌহ-ইস্পাত শিল্প উন্নত কেন? চীনের লৌহ ইস্পাত শিল্পের সমস্যা। জাপানে লৌহ ইস্পাত শিল্প গড়ে উঠেছে কেন? কাঁচামালের অভাব সত্ত্বেও জাপান লৌহ ইস্পাত শিল্পে উন্নত কেন? জাপানের লৌহ ইস্পাত কেন্দ্র গুলির বিবরণ দাও।
  • ভারতের জামশেদপুর, বোকারো, রৌরকেল্লা,  দুর্গাপুর, ভিলাইতে লৌহ ইস্পাত শিল্প গড়ে উঠেছে কেন? পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ কি? ভারতের লৌহ-ইস্পাত শিল্পের সমস্যা।
  • পেট্রো রসায়ন শিল্পের গুরুত্ব লেখ। আমেরিকা যুক্তরাষ্ট্র পেট্রোরসায়ন শিল্পে উন্নত কেন? ভারতে পেট্রোরসায়ন শিল্প গড়ে ওঠার কারণ লেখ। ভারতের পেট্রোরসায়ন শিল্পের সমস্যা।
  • আমেরিকা যুক্তরাষ্ট্রে মোটরগাড়ি নির্মাণ শিল্প উন্নত কেন? ভারতের মোটর গাড়ি নির্মাণ শিল্প গড়ে ওঠার কারণ লেখ।

জনসংখ্যা


  • জনঘনত্ব কি? জনঘনত্বের বৈশিষ্ট্য।
  • মানুষ-জমি অনুপাত কি? মানুষ-জমি অনুপাতের বৈশিষ্ট্য।
  • জনঘনত্ব ও মানুষ-জমি অনুপাতের পার্থক্য।
  • কাম্য জনসংখ্যা কি? কাম্য জনসংখ্যার বৈশিষ্ট্য।
  • জনসল্পতা ও জনাকীর্ণতা।
  • প্রজনন বা ফার্টিলিটি কি প্রজননের নিয়ন্ত্রক গুলি লেখ উচ্চ প্রজননের কারণ। নিম্ন প্রজননের কারণ।
  • মরণশীলতা কি? মৃত্যুহারের নিয়ন্ত্রক গুলি লেখ।
  • পরিব্রাজন বা প্রবজন কি? পরিব্রাজন বা প্রবজন প্রভাব।
  • বহির্মুখী পরিব্রাজন কি? এর প্রভাব। 
  • অন্তর্মুখী পরিব্রাজন কি? এর প্রভাব।
  • জনসংখ্যা পিরামিড।
  • অসম জনবন্টনের কারণ।
  • নিবিড় জনঘনত্বের কারণ। বিরল জনঘনত্বের কারণ।
  • জনসংখ্যা বিবর্তন বা পরিবর্তন তত্ত্ব।
  • ভারতের জনসংখ্যা বৃদ্ধির কারণ। ভারতের জনসংখ্যা বৃদ্ধির সমস্যা।
  • ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের কারণ।


জনবসতি


  • জনবসতি কাকে বলে?
  • ভারতের সেন্সাস বা আদমশুমারি অনুযায়ী গ্রামীণ জনবসতির সংজ্ঞা।
  • ভারতের সেন্সাস বা আদমশুমারি অনুযায়ী গ্রামীণ জনবসতির শ্রেণীবিভাগ। গ্রামীণ জনবসতির বৈশিষ্ট্য।
  • গোষ্ঠীবদ্ধ জনবসতি গড়ে ওঠার কারণ।
  • বিক্ষিপ্ত বসতি গড়ে ওঠার কারণ।
  • কিভাবে কোন বসতি গোষ্ঠীবদ্ধ বসতি বা গুচ্ছ বসতিতে পরিণত হয়?
  • হিমালয় পার্বত্য অঞ্চল বা উত্তর-পূর্ব ভারতের পার্বত্য অঞ্চলে জনবসতি কম কেন?
  • গ্রামীণ বসতির কর্মধারাভিত্তিক শ্রেণীবিভাগ।
  • ভারতের সেন্সাস বা আদমশুমারি অনুযায়ী পৌর বসতির সংজ্ঞা। ভারতের সেন্সাস বা আদমশুমারি অনুযায়ী পৌর বসতির শ্রেণীবিভাগ। 
  • শহরের কর্মধারাভিত্তিক শ্রেণীবিভাগ।
  • গ্রাম, শহর, নগর, মহানগর, মহানগরপুঞ্জ, মেগাসিটি, পৌরপিণ্ড, পৌরপুঞ্জ বা কনারবেশন, নেক্রপলিস।
  • গ্রামীণ বসতি এবং পৌর বসতির পার্থক্য।
  • ভারতের নগরায়নের বৈশিষ্ট্য। ভারতের নগরায়নের সমস্যা।


 আঞ্চলিক অর্থনীতি উন্নয়ন


  • উন্নয়ন কি? মানব উন্নয়ন কি? মানব উন্নয়নের সূচক।
  • অঞ্চল কাকে বলে? অঞ্চলের বৈশিষ্ট্য।
  • বাহ্যিক অঞ্চল এবং ক্রিয়ামূলক অঞ্চল কি?
  • বৃহদায়তন অঞ্চল বা বৃহৎ অঞ্চল কাকে বলে? বৈশিষ্ট্য, উদাহরণ।
  • মধ্যম অঞ্চল বা মাঝারি অঞ্চল কাকে বলে? বৈশিষ্ট্য, উদাহরণ।
  • ক্ষুদ্র অঞ্চল কাকে বলে? উদাহরণ, বৈশিষ্ট্য।
  • কলকাতা বন্দরের সহযোগী বন্দর হিসেবে হলদিয়া বন্দর গড়ে ওঠার কারণ। হলদিয়া বন্দরে গুরুত্ব। হলদিয়া বন্দরের সমস্যা।
  • বেঙ্গালুরতে ইলেকট্রনিক শিল্প বা বৈদ্যুতিন শিল্প গড়ে ওঠার কারণ। বেঙ্গালুরুতে ইলেকট্রনিক্স বা বৈদ্যুতিন শিল্পের সমস্যা।
  • ছত্রিশগড়ের খনিজ সম্পদ, শিল্প।
  • ভিলাই ইস্পাত কারখানা গড়ে ওঠার কারণ।






উচ্চ মাধ্যমিক ভূগোল প্রশ্নপত্র




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area