ভারত কার্পাস তুলা উৎপাদনে পৃথিবীতে গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে। ভারতের তুলা উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশ নিম্নে আলোচনা করা হল,-
ক) কার্পাস বা তুলা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ
তুলা বা কার্পাস উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশকে দুটি ভাগে ভাগ করে আলোচনা করা যেতে পারে। যথা- A. অনুকূল প্রাকৃতিক পরিবেশ এবং B. অনুকূল অর্থনৈতিক পরিবেশ
A. অনুকূল প্রাকৃতিক পরিবেশ
1. জলবায়ু
কার্পাস 30° উত্তর থেকে 30° দক্ষিণ অক্ষরেখা মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত ক্রান্তীয় এবং উপক্রান্তীয় জলবায়ুতে তুলা বা কার্পাস ভালো জন্মায়।
i. উষ্ণতা
কার্পাস চাষের জন্য গড়ে 20° থেকে 35° সেলসিয়াস উষ্ণতায় প্রয়োজন হয়। প্রাথমিক অবস্থায় 20° থেকে 25° সেলসিয়াস উষ্ণতা প্রয়োজন। গাছের বৃদ্ধির সময় প্রচুর সূর্যকিরণের প্রয়োজন হয় এবং গুটি পাকার সময় শীতল এবং শুষ্ক আবহাওয়ার প্রয়োজন হয়।
ii. বৃষ্টিপাত
হালকা এবং মাঝারি বৃষ্টিপাত যুক্ত অঞ্চলে তুলা চাষ হয়। তুলা চাষের জন্য গড়ে 50 সেন্টিমিটার থেকে 100 সেন্টিমিটার বৃষ্টিপাতের প্রয়োজন হয়। 50 সেন্টিমিটার কম বৃষ্টিপাত হলে জলসেচের প্রয়োজন হয়।
iii. তুহিনমুক্ত অবস্থা
অত্যন্ত শীতল আবহাওয়া এবং তুষারপাত তুলাচাষের পক্ষে ক্ষতিকর।
iv. আর্দ্রতা এবং সূর্যকিরণ
তুলা গাছ বৃদ্ধির সময় বাতাসে আর্দ্রতা বেশি থাকা প্রয়োজন।গুটি তোলার সময় শুষ্ক এবং রোদ ঝলমলে আবহাওয়া প্রয়োজন হয়।
v. সামুদ্রিক আবহাওয়া
কার্পাস চাষের জন্য লবণাক্ত সামুদ্রিক আবহাওয়া খুব উপকারী।
2. মৃত্তিকা
উর্বর দোআঁশ মাটি তুলা চাষের পক্ষে আদর্শ। চারনোজেম মাটিতে বা লাভা জাতীয় কৃষ্ণমৃত্তিকা তুলা গাছের জন্য আদর্শ। এছাড়া উর্বর লাল মাটিতে কার্পাস বা তুলা চাষ ভালো হয়।
3. ভূমির প্রকৃতি
গাছের গোড়ায় জল জমে থাকলে তুলা গাছের ক্ষতি হয় বলে ঈষৎ জলনিকাশি ব্যবস্থা যুক্ত তরঙ্গায়িত জমি কার্পাস চাষের পক্ষে উপযোগী।
B. অনুকূল অর্থনৈতিক পরিবেশ
4. শ্রমিক
জমিতৈরি, আগাছা পরিষ্কার, গুটি তোলা, আঁশ ছাড়ানো, সার প্রয়োগ, গাছের পরিচর্যা প্রভৃতি কাজের জন্য দক্ষ শ্রমিকের প্রয়োজন হয়।
5. কীটনাশক প্রয়োগ
তুলা গাছের বিভিন্ন রোগ পোকা, যেমন- বিশেষত বল উইভিল পোকার আক্রমণ খুব বেশি হয় এই কারণে কীটনাশক ঔষধ ব্যবহার করা প্রয়োজন।
6. আগাছা দমন
তুলা খেতে আগাছা জন্মালে তৎক্ষণাৎ তুলে ফেলা প্রয়োজন।
এছাড়া 7. উন্নত ধরনের বীজ 8. রাসায়নিক সার প্রয়োগ 9. মূলধন 10. বাজার প্রভৃতি কার্পাস চাষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
খ) কার্পাস বা তুলা চাষের সমস্যা
১. ভারতে উৎকৃষ্ট মানের তুলোর অভাব।
২. হেক্টরপ্রতি স্বল্প উৎপাদন।
৩. রোগ পোকার উপদ্রব বৃদ্ধি।
৪. আধুনিক কৃষি যন্ত্রপাতি এবং প্রযুক্তির অভাব।
৫. উপযুক্ত বিপণন ব্যবস্থার অভাব।
গ) কার্পাস চাষের সমস্যা সমাধানে গৃহীত ব্যবস্থা
১. বিদেশ থেকে দীর্ঘ আঁশযুক্ত তুলোর বীজ এনে এবং দেশের গবেষণাগার গুলিতে উন্নত বীজ তৈরি করে উৎপাদন বাড়ানোর চেষ্টা হচ্ছে।
২. উন্নত মানের তুলা উৎপাদনের করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
৩. জলসেচ, সার, কীটনাশক প্রয়োগের মাধ্যমে উৎপাদন বাড়ানোর চেষ্টা হচ্ছে।
আরও পড়ুন
- ধান উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশ
- গম চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ
- চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ
- কফি উৎপাদনে অনুকূল ভৌগোলিক পরিবেশ ।