ক) অনুগামী নদী
ভূমি ভাগের প্রাথমিক ঢাল অনুসরণ করে যে নদী প্রবাহিত হয় তাকে অনুগামী নদী বলে। শিলাস্তরের ঢাল বা নতি (Dip) অনুসরণ করে বলে এইরূপ নদীকে নতি নদীও বলে।
বৈশিষ্ট্য
১. ভূমির প্রাথমিক ঢাল অনুসারে প্রবাহিত হয়।
২. অনুগামী নদী দীর্ঘদিন ক্ষয় করে গৌণ ঢালের সৃষ্টি করে।
৩.গৌণ ঢাল বরাবর পরবর্তীতে পরবর্তী, বিপরা প্রভৃতি নদীর সৃষ্টি হয়।
উদাহরণ
পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে সৃষ্ট বশিষ্ঠ, পয়স্মিনী নদী অনুগামী নদী।
খ) পরবর্তী নদী
ইংরেজি Subsequent শব্দটি ল্যাটিন শব্দ "Seque"থেকে এসেছে। যার অর্থ Follow বা অনুসরণ করা।
অনুগামী নদীর সৃষ্টি হওয়ার পরবর্তী সময়ে সৃষ্ট যে নদীগুলি অনুগামী নদীর সাথে আড়াআড়ি ভাবে এসে বা সমকোণে মিলিত হয় সেগুলোকে পরবর্তী নদী বলে। অনুগামী নদীর পরে গঠিত হয় বলে এগুলি পরবর্তী নদী।
বৈশিষ্ট্য
১. নদীগুলি কোমল শিলাস্তরের উপর দিয়ে প্রবাহিত হয়।
২. নদী উপত্যকা চওড়া হয়।
৩. নদীগুলি ভূ-গঠন এর সঙ্গে সামঞ্জস্য রেখে প্রবাহিত হয়।
উদাহরণ
যমুনা একটি অনুগামী নদী। যমুনার উপনদী অসন (ASAN) হল পরবর্তী নদী।
গ) পুনর্ভবা নদী
যেসকল নদী শিলাস্তরের নতি বরাবর প্রবাহিত হয়ে পরবর্তী নদীতে মিলিত হয় তাকে পুনর্ভবা নদী বলে। পরবর্তী নদী সৃষ্টি হওয়ার পরবর্তী সময়ে এই নদীর সৃষ্টি হয়।
বৈশিষ্ট্য
১. অনুগামী নদীর প্রবাহের দিকে প্রবাহিত হয় বলে একে অপ্রধান অনুগামী নদী বলে।
২. শিলাস্তরের নতি অনুসারে প্রবাহিত হয়। একারণে একে নতি নদী বলে।
ঘ) বিপরা নদী
যে সকল নদী অনুগামী নদীর বিপরীতে অর্থাৎ আঞ্চলিক ঢালের বিপরীতে প্রবাহিত হয় তাদের বিপরা নদী বলে।
বৈশিষ্ট্য
১. অনুগামী নদীর বিপরীতে প্রবাহিত হয়। একারণে এদের বিপরীত অনুগামী নদী বলে।
২. শিলাস্তরের নতির বিপরীতে প্রবাহিত হয়। একারণে এদের বিপরীত নতি নদী বলে।
৩. ভৃগুতটের উপর দিয়ে প্রবাহিত হয় বলে এদের ভৃগুতট নদী বলে।
উদাহরণ
শিবালিক পর্বতের উত্তর ঢালে দেখা যায়।
অনুগামী নদী এবং বিপরা নদীর পার্থক্য
১. সংজ্ঞা
ভূমিরূপের প্রাথমিক ঢাল অনুসরণ করে যে নদী প্রবাহিত হয় তাকে অনুগামী নদী বলে।
যে সকল নদী অনুগামী নদীর বিপরীতে প্রবাহিত হয় তাকে বিপরা নদী বলে।
২. প্রবাহের দিক
অনুগামী নদী ভূমির সাধারণ ঢাল অনুসারে প্রবাহিত হয়।
বিপরা নদী ভূমির ঢালের বিপরীতে প্রবাহিত হয়।
৩. গতি
অনুগামী নদীর গতি বিপরা নদীর থেকে কম।
ভৃগুতটের উপর দিয়ে প্রবাহিত হওয়ায় বিপরা নদীর গতিবেগ বেশি।
৪. দৈর্ঘ্য
অনুগামী নদীর দৈর্ঘ্য বেশি।
বিপরা নদীর দৈর্ঘ্য কম।
৫. উদাহরণ
গঙ্গা-যমুনা অনুগামী নদীর উদাহরণ।
শিবালিক পর্বতের উত্তর ঢালে বিপরা নদী দেখা যায়।