Type Here to Get Search Results !

ভারতীয় কৃষির প্রধান প্রধান বৈশিষ্ট্য।

 ভারতীয় কৃষির প্রধান প্রধান বৈশিষ্ট্য নিম্নে আলোচনা করা হল- 

১. জীবিকা সত্ত্বা ভিত্তিক কৃষিঃ

                ভারতের অধিকাংশ কৃষক নিজেদের প্রয়োজন মেটানোর জন্য কৃষি কাজ করে থাকে। এই কারণে ভারতীয় কৃষিকে জীবিকাসত্ত্বাভিত্তিক কৃষি বলে। নিজের প্রয়োজন মেটানোর পর বিদেশে রপ্তানী করার জন্য বাড়তি ফসল প্রায় থাকেনা। 


২. জনসংখ্যার চাপঃ

               ভারতের জনসংখ্যা অত্যন্ত বেশি হওয়ার জন্য কৃষিজমির ওপর জনসংখ্যার চাপ বেশি। ফলে অল্প পরিমাণ জমিতে প্রচুর শ্রমের বিনিময়ে কৃষি কাজ করা হয়। এছাড়া জনসংখ্যার চাহিদা মেটানোর জন্য সারাবছর জমিতে ফসল উৎপাদন করা হয়।



৩. পশুশক্তির প্রাধান্যঃ

              ভারতীয় কৃষিকাজে পশুশক্তি বেশি ব্যবহার করা হয়। জমি চাষ, ফসল ঝাড়াই, পরিবহন প্রভৃতি কাজে গরু-মোষ প্রভৃতি পশুকে ব্যবহার করা হয়। বর্তমানে আধুনিক যন্ত্রপাতির কিছু প্রয়োগ দেখা যাচ্ছে।


৪. মৌসুমি বৃষ্টিপাত এর উপর নির্ভরতাঃ

               ভারতীয় কৃষির অন্যতম প্রধান বৈশিষ্ট্য মৌসুমী বায়ুর ওপর নির্ভরতা। মৌসুমী বায়ুর খামখেয়ালিপনার উপরে কৃষিকাজ নিয়ন্ত্রিত হয়। মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাত বেশি হলে ফসল ভালো হয়, বৃষ্টিপাত কম হলে ফসল উৎপাদন কম হয়।


৫. জলসেচের ব্যবহারঃ  

                মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাত সর্বত্র সমান ভাবে হয় না। কম বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে জলসেচের প্রয়োজন হয়। এছাড়া শীতকালে ফসল উৎপাদন করার জন্য উচ্চফলনশীল বীজ, রাসায়নিক সারের প্রয়োগের ফলে জলসেচ করা হয়ে থাকে। 


৬. ক্ষুদ্রাকৃতি কৃষিজমিঃ  

                কৃষিজমির উপর জনসংখ্যার চাপ বেশী হওয়ায় এবং বংশ পরম্পরা কৃষিজমি ভাগ হওয়ায় কৃষি জমির আয়তন ছোট হয়েছে। ভারতে কৃষিজমির আয়তন 1.6 হেক্টর। জমির আয়তন ছোট হওয়ায় এবং আল দেওয়ার জন্য যেমন জমি নষ্ট হয়, তেমনি আধুনিক কৃষি যন্ত্রপাতির প্রয়োগ করতে অসুবিধা হয়।

৭. কীটনাশক ও রাসায়নিক সারের অনিয়ন্ত্রিত ব্যবহারঃ

               কৃষকদের কৃষিজ্ঞানের অভাব থাকায় অধিক ফসল উৎপাদনের লক্ষ্যে অনিয়ন্ত্রিতভাবে এবং যথেচ্ছভাবে কীটনাশক ও রাসায়নিক সারের প্রয়োগ করা হয়। ফলে কৃষি উৎপাদন যেমন কম হয় তেমনি অর্থের অপচয় হয়।


৮. খাদ্যশস্যের প্রাধান্যঃ

                এদেশে অতিরিক্ত জনসংখ্যার খাদ্যের চাহিদা মেটানোর জন্য খাদ্যশস্য উৎপাদনে গুরুত্ব দেওয়া হয়। দেশের মোট জমির প্রায় 73% জমি খাদ্যশস্য উৎপাদনের জন্য ব্যবহার করা হয়।


৯. পশু খাদ্যের অভাবঃ 

                  ভারতে গবাদিপশুর সংখ্যা পৃথিবীতে সর্বাধিক হলেও উন্মুক্ত স্থানের অভাব থাকায় পশুখাদ্যের অভাব দেখা যায়। ফলে পশুজাত দ্রব্য উৎপাদন কম হয়। 

 

১০. বহু শস্যের উৎপাদনঃ  

                 ভারতের বিভিন্ন স্থানে জলবায়ু, ভূপ্রকৃতি, মৃত্তিকা প্রভৃতির ভিন্নতা থাকায় বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করা হয়। এত বৈচিত্র্যপূর্ণ ফসল পৃথিবীর অন্য কোন দেশে উৎপাদিত হয় না। 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area