মানুষের জীবনযাত্রা এবং অর্থনৈতিক ক্রিয়া-কলাপের ওপর কার্স্ট ভূমিরূপের যথেষ্ট প্রভাব রয়েছে। যেমন-
১. জনবসতিঃ
ভূপৃষ্ঠে জলের অভাব লক্ষ্য করা যায়। এই কারণে জনবসতি কম। তবে প্রস্রবনের তীরে জনবসতি গড়ে উঠতে দেখা যায়। যেমন- পশ্চিম অস্ট্রেলিয়া।
২. কৃষিকার্যে প্রভাবঃ
জলের অভাব এবং অনুর্বর মৃত্তিকার জন্য কৃষিকার্য তেমন হয় না।
৩. জীবিকার ওপর প্রভাবঃ
এই অঞ্চলে শুষ্ক তৃণভূমি দেখা যায়। এই কারণে পশুপালন ব্যবস্থা গড়ে ওঠে। যুগোস্লাভিয়া এই কারণে পশুপালনের উন্নত।
৪. পর্যটনঃ
সুন্দর এবং দৃষ্টিনন্দন প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পর্যটনের বিকাশ ঘটেছে।
৫. স্বাস্থ্য নিবাসঃ
উষ্ণ প্রস্রবণ অনেক সময়ে রোগ নিরাময় করতে সহায়তা করে।
৬. খনিজ সম্পদের প্রাপ্তিঃ
চুনাপাথর, ডলোমাইট, মার্বেল, চক প্রভৃতি কে কেন্দ্র করে খনিজ ভিত্তিক শিল্প গড়ে ওঠে।