১. মহীসঞ্চরণ বা মহাদেশের সঞ্চালন মতবাদ কে দিয়েছেন?
উঃ আলফ্রেড ওয়েগনার।
২. কোন ভূতাত্ত্বিক উপযুগ পর্যন্ত প্যানজিয়া একত্রিত ছিল?
উঃ কার্বনিফেরাস যুগ।
৩. প্যানথালাসা কথাটির অর্থ কি?
উঃ সম্মিলিত মহাসাগর।
৪. কোন ভূতাত্ত্বিক যুগে প্যানজিয়া ভাঙতে শুরু করে?
উঃ মেসোজোয়িক।
৫. মহাদেশ পশ্চিমদিকে স্থানান্তরিত হয়ে কোন পর্বতের সৃষ্টি হয়?
উঃ রকি পর্বত।
৬. গন্ডোয়ানাল্যান্ড ভেঙ্গে উত্তর দিকে স্থানান্তরিত হয়ে কোন পর্বতের সৃষ্টি হয়?
উঃ হিমালয় পর্বত।
৭. ওয়েগনারের মতে জোয়ারি বলের প্রভাবে মহাদেশগুলি কোন দিকে স্থানান্তরিত হয়?
উঃ পশ্চিম দিকে।
৮. হার্সিনিয়ান এবং ক্যালি ডোনিয়ান পর্বতমালা কোন মহাদেশে অবস্থিত?
উঃ উত্তর আমেরিকা এবং ইউরোপ মহাদেশে।
৯. দক্ষিণ আমেরিকার ব্রাজিল অঞ্চলের শিলা ভাঁজের সঙ্গে কোন মহাদেশের দক্ষিণ অংশের শিলা ভাঁজের মিল আছে?
উঃ আফ্রিকা মহাদেশের।
১০. লরেশিয়া প্যানজিয়ার কোন অংশ থেকে সৃষ্টি হয়েছে?
উঃ উত্তরদিক থেকে।
১১. 'গনডোয়ানাল্যান্ড' প্যানজিয়ার কোন অংশ থেকে সৃষ্টি হয়েছে?
উঃ দক্ষিন অংশ ।
১২. মহাদেশের উপকূল অঞ্চলের আকৃতির সমতাভিত্তিক মিলনকে কী বলে?
উঃ জিগ-স-ফিট।
১৩. প্রাচীনকালের মহাদেশের বিভিন্ন অংশে উদ্ভিদের কোন জীবাশ্ম পাওয়ার ঘটনাকে মহাদেশীয় সঞ্চারণের স্বপক্ষে প্রমাণ হিসেবে তুলে ধরা হয়?
উঃ গ্লসপটেরিস।
১৪. গনডোয়ানাল্যান্ড থেকে সৃষ্ট মহাদেশীয় অংশগুলির নাম লেখো।
উঃ দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, অস্ট্রেলিয়া, দক্ষিণ ভারত, অন্ট্রাকটিকা ।
১৫. প্যানজিয়ার উত্তর অংশকে কি বলে?
উঃ লরেশিয়া।
১৬. লরেশিয়ার মহাদেশীয় অংশগুলির নাম কি?
উঃ উত্তর আমেরিকা, ইউরেশিয়া।
১৭. উত্তর আমেরিকা এবং রাশিয়ার ভূখণ্ডে কয়লার বন্টন কোন জলবায়ুকে নির্দেশ করে?
উঃ ক্রান্তীয় জলবায়ুকে।
১৮. কয়েকটি উদ্ভিদের জীবাশ্মের নাম লেখ।
উঃ গ্লসপটেরিস, গঙ্গামপটেরিস, মেসোসেরাস।
১৯. গনডোয়ানাল্যান্ড এর অন্তর্গত ভূ-খন্ড গুলিতে ছোট কুমিরের মতো যে প্রাণীর জীবাশ্ম পাওয়া যায় তার নাম কি?
উঃ মেসোসিরাস। .
২০. আলফ্রেড ওয়েগনার মহীসঞ্চরণ বা মহাদেশের সঞ্চালন মতবাদ কবে দেন?
উঃ 1912 সালে।
২১. প্যানজিয়া ভাঙতে শুরু করে কবে?
উঃ মেসোজোইক যুগে।
২২. নিরক্ষরেখাযর দিকে মহাদেশীয় চলনের শক্তিকে ওয়েগনার কী নামে অভিহিত করেন?
উঃ বৈষম্যমূলক অভিকর্ষজ শক্তি।
২৩. প্যানজিয়া ভেঙে কোন দুটি মহাদেশ পশ্চিমের সঞ্চারিত হয়েছে?
উঃ উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা।
২৪. লরেশিয়া কাকে বলে ?
উঃ প্যানজিয়া ভেঙে দুটি ভূখণ্ডের সৃষ্টি হয়। প্যানজিয়ার দক্ষিণ অংশকে লরেশিয়া বা আঙ্গারাল্যান্ড বলে।
২৫. প্যানথালাসা কি?
উঃ কার্বনিফেরাস উপযুগে প্যানজিয়াকে ঘিরে যে সুবিশাল মহাসাগর অবস্থান করতো, ওয়েগনার তার নাম রেখেছিলেন প্যানথালাসা।
২৬. Our Wandering Continent গ্রন্থের রচয়িতা কে?
উঃ Du Toit
২৭. কোন মহাসাগর প্যানথালাসার অংশ হিসেবে আজও রয়েছে?
উঃ প্রশান্ত মহাসাগর
২৮. টেথিস কি?
উঃ গনডোয়ানাল্যান্ড' এবং লরেশিয়া বা অঙ্গারাল্যান্ড এর মধ্যবর্তী অগভীর সমুদ্রকে টেথিস বলে।
২৯. পশ্চিম কর্ডিলেরা কি?
উঃ রকি এবং আন্দিজ পর্বতকে একত্রে পশ্চিম কর্ডিলেরা বলে।
৩০. ওয়েগনার মেরু যাত্রা বলতে কি বুঝিয়েছেন?
উঃ মহাদেশগুলির দক্ষিণ মেরু থেকে গমন।
৩১. প্যানজিয়া আল্টিমা কি?
উঃ বর্তমানে মহাদেশগুলি সঞ্চালিত হতে হতে কোন এক সময় পরস্পরের সঙ্গে মিশে গিয়ে যে বৃহৎ মহাদেশ গঠিত হবে তাকে প্যানজিয়া আল্টিমা বলে।