Type Here to Get Search Results !

সমুদ্রবক্ষের বিস্তার / সমুদ্রবক্ষের সম্প্রসারণ / Sea Floor Spreading / SAQ সমস্ত

 1. সমুদ্র বক্ষের বিস্তার মতবাদটি কে প্রবর্তন করেন ?

       উঃ  ভূবিজ্ঞানী হ্যারি হেস ( Harry Hess) ।


2. কত সালে সমুদ্রবক্ষের বিস্তার মতবাদটি প্রবর্তিত হয়? 

      উঃ   1960 সালে ।


3.  কোন বইতে সমুদ্রবক্ষের বিস্তার মতবাদটি প্রকাশিত হয়?

      উঃ  History of Ocean Basin ,1962 সালে।


 4.  মধ্যমহাসাগরীয় শৈলশিরা অঞ্চলে ভূ-অভ্যন্তরের পরিচলন স্রোতের কিরকম প্রবাহ দেখা যায়?

       উঃ   ঊর্ধ্বমুখী প্রবাহ ।

 

5. মহাসাগরীয় শৈলশিরার দুপাশে কোন শ্রেণীর শিলার অস্থিত্ব লক্ষ্য করা যায়?

      উঃ   ব্যাসল্ট ।


6. হ্যারিহেসের মতে সমুদ্রতলদেশের বিস্তারের হার বছরে কত?

     উঃ  1-2 সেন্টিমিটার ।


7. সমুদ্রের তলদেশে অবস্থিত কোন খনিজ সমুদ্রবক্ষের বিস্তারের স্বপক্ষে প্রমাণ দেয়?

    উঃ  সার্পেন্টাইন ।


8. মহাসাগরের তলদেশে অবস্থিত চ্যাপ্টা মাথা বিশিষ্ট আগ্নেয়গিরি পাহাড়কে কি বলে?

     উঃ  গায়ট।


9. সমুদ্রবক্ষের বিস্তার এই মতবাদের সাহায্যে কোন ঘটনা সবচেয়ে ভালো ব্যাখ্যা করা যায়?

    উঃ মহীসঞ্চরণ মতবাদ।


 10. মহাসাগরীয় ভূ-ত্বকে যে আগ্নেয় শিলা দেখা যায় সেগুলোর বয়স কেমন?

      উঃ এই শিলাগুলি বয়সে নবীন।


11. সামুদ্রিক খাতের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি?

     উঃ   মহাসাগরীয় ভূত্বক ভূগর্ভে প্রবেশ করে এবং ধ্বংস হয়।

 

12. ভূ-অভ্যন্তরের পরিচলন স্রোতের ঊর্ধ্বমুখী প্রবাহ কোন ধরনের ভূমিরূপ সৃষ্টি করে?

     উঃ  মধ্য মহাসাগরীয় শৈলশিরা।


 13. ভূ-অভ্যন্তরের পরিচলন স্রোতের নিম্নমুখী প্রবাহ কোন ধরনের ভূমিরূপ সৃষ্টি করে?

       উঃ সমুদ্রখাত । 

14. সার্পেন্টাইন খণিজ কোন ধরনের আগ্নেয় শিলায় পাওয়া যায়?

        উঃ   পেরিডোটাইট ।


 15. কোন সুবিশাল আদি মহাসাগর থেকে বর্তমান মহাসাগর গুলোর উৎপত্তি হয়েছে?

       উঃ প্যানথালাসা । 


16. সামুদ্রিক অপক্ষেপের গভীরতা মহাসামুদ্রিক শৈলশিরা্র উভয় পার্শ্বে কিরূপ পরিলক্ষিত হয়?

       উঃ  শৈলশিরার থেকে দূরবর্তী স্থানে অপক্ষেপের গভীরতা বৃদ্ধি পায়।

17.স্বাভাবিক চুম্বকত্ব কি? 

      উঃ যে পুরাচুম্বকগুলি পৃথিবীর বর্তমান চুম্বকত্ব অনুযায়ী অথবা পৃথিবীর বর্তমান চুম্বকিয় উত্তর এবং দক্ষিণ মেরু অনুসারে জমাট বাঁধে তাদের স্বাভাবিক চুম্বকত্ব বলে। 

 18.বিপরীত চুম্বকত্ব  কি?

        উঃ যে পুরাচুম্বকগুলি পৃথিবীর বর্তমান চুম্বকত্ব অনুযায়ী অথবা পৃথিবীর বর্তমান চুম্বকিয় উত্তর এবং দক্ষিণ মেরু অনুসারে জমাট বাঁধে না তাদের বিপরীত চুম্বকত্ব বলে।  


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area