ভূপৃষ্ঠে বৃষ্টির জল পতিত হলে মৃত্তিকার রন্ধ্র বা ফাঁকের মধ্য দিয়ে সেই জল অভ্যন্তরে অনুস্রাবন প্রক্রিয়ায় প্রবেশ করে এবং অপ্রবেশ্য শিলাস্তরের উপর অবস্থিত প্রবেশ্য শিলাস্তরের মৃত্তিকার মধ্যে অবস্থিত রন্ধ্র বা ফাঁকের মধ্যে এই জল অবস্থান করে।যে স্তরের মধ্য দিয়ে জল প্রবেশ করতে পারে তাকে প্রবেশ্য শিলাস্তর বলে।প্রবেশ্য শিলাস্তর জল বহন করতে পারে।
অ্যাকুইফার কথাটি লাতিন ভাষায় 'aqui' শব্দ 'aqua' অর্থাৎ "জল" এবং 'ferd' শব্দ 'ferre' অর্থাৎ "বহনকারী" শব্দ থেকে এসেছে। বলা যায় অ্যাকুইফার হলো জল বহনকারী স্তর বা জলবাহী স্তর।
অ্যাকুইফার কাকে বলে?
অ্যাকুইফার এর সংজ্ঞায় বলা যায়- যে ভূতাত্ত্বিক স্তরের মধ্য দিয়ে জল প্রবাহিত হতে পারে, ক্ষরিত হয় এবং পরিপূরিত হয় সেই স্তর জল ভান্ডার রূপে অবস্থান করে। একে অ্যাকুইফার বলে।
অ্যাকুইফারের বৈশিষ্ট্য
১. অ্যাকুইফার স্তরের নিচে অপ্রবেশ্য শিলাস্তর অবস্থান করে।
২. প্রবেশ্য শিলাস্তর যত গভীর হবে অ্যাকুইফার ততই বৃহৎ হবে।
৩. ভূ-পৃষ্ঠ সংলগ্ন অঞ্চলে অপ্রবেশ্য শিলাস্তর অবস্থান করলে অ্যাকুইফার ক্ষুদ্র হয়।
অ্যাকুইফারের শ্রেণীবিভাগ
ভূতাত্ত্বিক গঠন অথবা প্রবেশ্য এবং অপ্রবেশ্য শিলাস্তরের অবস্থান অনুসারে অ্যাকুইফার বিভিন্ন প্রকারের হয়। যেমন-
ক) মুক্ত জলবাহী স্তর বা উন্মুক্ত ভৌমজলাধার (Unconfined Aquifer)
অপ্রবেশ্য অথবা প্রায় অপ্রবেশ্য শিলাস্তরের উপরে প্রবেশ্য শিলাস্তর অবস্থান করলে প্রবেশ্য জলবাহী শিলাস্তরকে মুক্ত জলবাহী স্তর বলে।
প্রবেশ্য শিলাস্তরের নিচে অপ্রবেশ্য শিলাস্তর থাকায় প্রবেশ্য শিলাস্তরের মধ্য দিয়ে জল নিম্নগামী হয় এবং অপ্রবেশ্য শিলাস্তরে বাধা প্রাপ্ত হয়ে জল নিচে যেতে পারে না, ফলে অপ্রবেশ্য শিলাস্তরের উপর অবস্তিত প্রবেশ্য শিলাস্তরে জল জমা হয়ে ভৌমজলের ভান্ডার সৃষ্টি করে।
বৈশিষ্ট্য
১. এই স্তরে একটি জলতল বা জলপীঠ থাকে যা সম্পৃক্ত স্তরের ঊর্ধ্ব সীমানা নির্দেশ করে এবং অপ্রবেশ্য শিলাস্তর সম্পৃক্ত স্তরের নিম্ন সীমানা নির্দেশ করে।
২. জলতল বা জলপীঠ সমতল হয় না বরং ঢেউ খেলানো হতে পারে। কারণ জলের পরিপূরণ, ক্ষরণ বিভিন্ন অংশে বিভিন্ন রকমের হয় ।
৩. মুক্ত অ্যাকুইফারে একটি স্থায়ী জলতল থাকে।
৪. কাদাপাথর, শেল, আগ্নেয় শিলা প্রভৃতি দ্বারা নিচের অপ্রবেশ্য শিলাস্তর গঠিত হয়।
খ) আবদ্ধ জলবাহী স্তর (Confined Aquifer)
দুটি অপ্রবেশ্য শিলাস্তরের মাঝে একটি প্রবেশ্য শিলাস্তর অবস্থান করলে তাকে আবদ্ধ জলবাহী স্তর বা আবদ্ধ অ্যাকুইফার বলে।
গঠন structure
দুটি অপ্রবেশ্য বা প্রায় অপ্রবেশ্য শিলাস্তরের মধ্যে প্রবেশ্য শিলাস্তর অবস্থান করে অর্থাৎ প্রবেশ্য শিলাস্তরটি অপ্রবেশ্য শিলাস্তর দ্বারা আবদ্ধ অবস্থায় থাকে। প্রবেশ্য শিলাস্তর কোন অংশে ভূপৃষ্ঠে উন্মুক্ত থাকলে সেখান থেকে জল প্রবেশ্য শিলাস্তরের মধ্যে প্রবেশ করে এবং সম্পৃক্ত হয়। এই ধরনের অ্যাকুইফার বা জলবাহী স্তরকে বলে জলচাপ যুক্ত অ্যাকুইফার (Pressure Aquifer) বা আর্তেশিয়ান অ্যাকুইফার (Artesian Aquifer) বলে।
বৈশিষ্ট্য
১. দুটি অপ্রবেশ্য শিলাস্তরের মাঝে অ্যাকুইফার বা জলবাহী স্তর অবস্থান করে।
২. অ্যাকুইফারের জল প্রচণ্ড চাপে থাকে। চাপের পরিমাণ অত্যাধিক বেশি থাকায় এই জলবাহী স্তরের জলতলকে জলচাপ পৃষ্ঠ বা জলচাপ তল (Piezometric Surface) বলে।
৩. এই ধরনের ভূতাত্ত্বিক অংশে কূপ অথবা নলকূপ খনন করলে আপনা থেকেই জল বেরিয়ে আসে একে আর্টেজীয় কূপ বলে।
৪. জলবাহী স্তরটি যেখানে ভূপৃষ্ঠে উন্মুক্ত থাকে সেখান থেকে জল অ্যাকুইফারে প্রবেশ করে।
গ) স্থানীয় অ্যাকুইফার বা পার্চড অ্যাকুইফার (Parched Aquifer)
মুক্ত অ্যাকুইফার বা মুক্ত জলবাহী স্তরের জলতলের উপরে স্থানীয়ভাবে চামচের মতো বা অবতল লেন্সের মতো আকৃতি বিশিষ্ট ও অপ্রবেশ্য শিলাস্তর অবস্থান করলে তার উপরে কিছু পরিমাণ জল জমা হয়ে ভৌম জলস্তর গঠন করে। এই ধরনের বিচ্ছিন্ন, ক্ষুদ্র অ্যাকুইফারকে স্থানীয় অ্যাকুইফার বলে।
বৈশিষ্ট্য
১. এই ধরনের অ্যাকুইফার স্থায়ী জলতল বা জলপীঠের উপর অবস্থান করে।
২. অপ্রবেশ্য শিলাস্তরের আকৃতি চামচের মতো বা অবতল লেন্সের মতো।
৩. এই ধরনের অ্যাকুইফার ক্ষুদ্র আকৃতি বিশিষ্ট হয়।
৪. সাময়িক সময়ের জন্য জল সঞ্চিত হয়।
৫. শুষ্ক ঋতুতে জল থাকেনা বলে কূপগুলিতে সারাবছর জল পাওয়া যায় না।
ঘ) সচ্ছিদ্র অ্যাকুইফার (Leaky Aquifer)
কোন মুক্ত অথবা আবদ্ধ অ্যাকুইফারে অপ্রবেশ্য শিলাস্তর প্রাকৃতিক অথবা মানুষের ক্রিয়া-কলাপের ফলে ছিদ্রযুক্ত হলে তাকে সচ্ছিদ্র অ্যাকুইফার বলে।