Type Here to Get Search Results !

অ্যাকুইক্লুড। অ্যাকুইটার্ড। অ্যাকুইফিউজ । অ্যাকুইডাকট।

            এগুলি এক বিশেষ ধরনের অ্যাকুইফার নিম্নে এই বিষয়গুলি সম্পর্কে বিস্তৃত আলোচনা করা হলো।

 

  ক) অ্যাকুইক্লুড (Aquiclude)

              যে শিলাস্তর অত্যধিক সছিদ্রতার  জন্য প্রচুর পরিমাণে জল ধরে রাখতে পারলেও দুর্বল প্রবেশ্যতার জন্য জল পরিবহন করতে পারে না। তাকে অ্যাকুইক্লুড বলে। সূক্ষ্মকণা দ্বারা গঠিত কর্দমস্তর ও শেল দিয়ে গঠিত ভূতাত্ত্বিক স্তর অ্যাকুইক্লুডের উদাহরণ। এই স্তরটি একপ্রকার জলরোধক স্তর। কূপ খনন করলে এই স্তর থেকে জল পাওয়া যায় না।


    খ) অ্যাকুইটার্ড (Aquitard) 

             কাদা এবং বালিকণার সমন্বয়ে গঠিত যে ভূতাত্ত্বিক স্তরের প্রবেশ্যতা কম, সেই স্তরকে অ্যাকুইটার্ড বলে। দুর্বল প্রবেশ্যতার জন্য এই স্তর বেশি পরিমাণ জল ধরে রাখতে পারে না।জল খুব ধীরগতিতে এই স্তরের মধ্য দিয়ে প্রবাহিত হয়। এই স্তরে কূপ খনন করলে জল সহজে কূপগুলিতে আসেনা ফলে কূপগুলি শুকিয়ে যায়। 

    গ) অ্যাকুইফিউজ (Aquifuge)

               গ্রানাইট এবং ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত যে স্তর জল ধরে রাখতে পারে না এবং জল পরিবহন করতে পারে না তাকে অ্যাকুইফিউজ বলে। নিরেট গ্রানাইট এবং ব্যাসল্ট স্তর এর উদাহরণ।


     ঘ) অ্যাকুইডাকট (Aquiduct)

             ভূগর্ভে জলসঞ্চার অথবা ভূগর্ভ থেকে জল নিষ্কাশনের জন্য তৈরি কৃত্রিম পথকে অ্যাকণেডাকট বলে।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area