অভয়ারণ্য এবং জাতীয় উদ্যানে রাজ্যসরকার এবং ভারতসরকার বিভিন্ন প্রাণী এবং উদ্ভিদকে তার নিজস্ব প্রাকৃতিক পরিবেশে অথবা অন্যত্র সংরক্ষণ করে থাকে। অভয়ারণ্য এবং জাতীয় উদ্যানের মধ্যে বিভিন্নভাবে পার্থক্য করা যায়। যেমন-
১. আয়তনঃ
অভয়ারণ্যঃ অভয়ারণ্যের আয়তন তুলনামূলকভাবে কম।
জাতীয় উদ্যানঃ জাতীয় উদ্যাণের আয়তনে অভয়ারণ্যের তুলনায় অনেক বেশি।
২. নিয়ন্ত্রণঃ
অভয়ারণ্যঃ ব্যক্তিগত উদ্যোগ অথবা রাজ্য সরকার অভয়ারণ্যকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করে।
জাতীয় উদ্যানঃ জাতীয় উদ্যান গুলোকে রাজ্য সরকার এবং ভারত সরকার যৌথভাবে গড়ে তোলে এবং নিয়ন্ত্রণ করে।
৩. পরিবেশঃ
অভয়ারণ্যঃ অভয়ারণ্যের ক্ষেত্রে উদ্ভিদ এবং প্রাণীদের নিজস্ব পরিবেশে সংরক্ষণ করা নাও হতে পারে বরং অন্যত্র নিয়ে গিয়ে সংরক্ষণ করা হতে পারে।
জাতীয় উদ্যানঃ জাতীয় উদ্যানে সেই অঞ্চলের প্রাকৃতিক পরিবেশ বজায় রেখে উদ্ভিদ এবং প্রাণীদের সংরক্ষণ করা হয়।
৪. জীবের সংখ্যাঃ
অভয়ারণ্যঃ অভয়ারণ্যের আয়তন ক্ষুদ্র হওয়া জীবের সংখ্যা অর্থাৎ উদ্ভিদ এবং প্রাণীর সংখ্যা কম।
জাতীয় উদ্যানঃ জাতীয় উদ্যানে উদ্ভিদ এবং প্রাণীর সংখ্যা অনেক বেশি।
৫. বাস্তুতন্ত্রের সমাবেশঃ
অভয়ারণ্যঃ অভয়ারণ্যের সীমিত জীবসমূহ নিয়ে একটি মাত্র প্রধান বাস্তুতন্ত্র গড়ে ওঠে।
জাতীয় উদ্যানঃ জাতীয় উদ্যানে বহুসংখ্যক জীব-প্রজাতির সমন্বয়ে একাধিক প্রধান বাস্তুতন্ত্র উঠতে দেখা যায়।
৬. রূপান্তরঃ
অভয়ারণ্যঃ অভয়ারণ্যকে জাতীয় উদ্যানে পরিবর্তন করা যেতে পারে।
জাতীয় উদ্যানঃ জাতীয় উদ্যানকে অভয়ারণ্যে রূপান্তরিত করা যায় না।
৭. জীবের সুরক্ষাঃ
অভয়ারণ্যঃ অভয়ারণ্যে জীবের সুরক্ষা অনেক কম।
জাতীয় উদ্যানঃ জাতীয় উদ্যানে জীবের সুরক্ষা অনেক বেশি
৮. জীবের গুরুত্বঃ
অভয়ারণ্যঃ অভয়ারণ্যে নির্দিষ্ট জীব সংরক্ষণের উপর গুরুত্ব দেওয়া হয়।
জাতীয় উদ্যানঃ জাতীয় উদ্যানে কোন জীবের ওপর পৃথকভাবে কোন গুরুত্ব দেওয়া হয় না।
৯. মানুষের ক্রিয়া-কলাপঃ
অভয়ারণ্যঃ অভয়ারণ্যে মানুষের ক্রিয়া-কলাপ সীমিতভাবে অনুমোদন করা হয়।
জাতীয় উদ্যানঃ জাতীয় উদ্যানে মানুষের ক্রিয়া-কলাপ অনুমোদন করা হয় না।
১০. উদাহরণঃ
অভয়ারণ্যঃ অভয়ারণ্য হল- পশ্চিমবঙ্গের বেথুয়াডহরি, লোথিয়ান আইল্যান্ড।
জাতীয় উদ্যানঃ জাতীয় উদ্যান হল- পশ্চিমবঙ্গের গরুমারা জাতীয় উদ্যান, সুন্দরবন জাতীয় উদ্যান।
আরও পড়ুন
- অভয়ারণ্য এবং বায়োস্ফিয়ার রিজার্ভের পার্থক্য
- জাতীয় উদ্যান এবং বায়োস্ফিয়ার রিজার্ভের মধ্যে পার্থক্য