গ্রাইক এবং ক্লিন্ট কি?
চুনাপাথর অঞ্চলে পরস্পর ছেদকারী জয়েন্ট বা দারণ থাকলে দ্রবন প্রক্রিয়ায় ক্ষয়কার্যের মাধ্যমে দারণগুলো চওড়া এবং গভীর হতে থাকে এবং দারণের মধ্যবর্তী অংশের উপরিভাগ সমতল আকারের হয়ে থাকে। শিলার দারণ বরাবর সৃষ্ট গভীর খাতগুলিকে গ্রাইক বলে।গ্রাইকগুলি্র প্রস্থ 5 মিটার এবং গভীরতা কয়েক মিটার পর্যন্ত হতে পারে।
গ্রাইকের মধ্যবর্তী প্রায় সমতল টেবিলের মত অংশকে ক্লিন্ট বলে।
বৈশিষ্ট্যঃ
১. গ্রাইক দেখতে পরিখার মতো।
২. গ্রাইকগুলি পরস্পর সমকোণে বিন্যস্ত থাকে।
৩. ভূপৃষ্ঠে শিলাস্তরগুলো গ্রাইক দ্বারা বিচ্ছিন্ন অবস্থায় অবস্থান করে।
৪. গ্রাইকগুলি্র প্রস্থ 5 মিটার এবং গভীরতা কয়েক মিটার পর্যন্ত হতে পারে।
উদাহরণঃ
ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের দুর্গ জেলায় নন্দিনী খনি এলাকায় গ্রাইক এবং ক্লিন্ট দেখা যায়।
- বোগাজ (Bogaz)
গ্রাইকগুলি আকারে আরো বড় হলে তাকে বোগাজ বলে। এদের প্রস্থ 4 মিটার, গভীরতা প্রায় 5 মিটার এবং দৈর্ঘ্য 10 মিটারের বেশি হয়।
- চুনাপাথর পেভমেন্ট (Limestone Pavement)
গ্রাইক এবং ক্লিন্ট বিশিষ্ট কাস্ট ভূমিরূপকে চুনাপাথর পেভমেন্ট বলে।