Type Here to Get Search Results !

জনসংখ্যা সমস্ত SAQ / ভারতের জনসংখ্যা SAQ/

 

1. 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের জনসংখ্যা কত?

   উঃ 121. 02 কোটি ।


 2.  2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের জনঘনত্ব কত ?

   উঃ 382 জন প্রতি বর্গ কিলোমিটার । 


3. 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের সর্বাধিক জনঘনত্ব পূর্ণ রাজ্য কোনটি ?

   উঃ  বিহার । এই রাজ্যের জনঘনত্ব 1102 জন প্রতি বর্গ কিলোমিটার ।


 4. 2011 সালের জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গের জনঘনত্ব কত ?

    উঃ  1029 জন প্রতি বর্গ কিলোমিটার ।

 5. জনঘনত্বের দিক থেকে পশ্চিমবঙ্গের স্থান ভারতে কত?

     উঃ    দ্বিতীয় ।


 6. 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের সর্বনিম্ন জনঘনত্ব পূর্ণ রাজ্য কোনটি ?

     উঃ অরুণাচল প্রদেশ ।


 7. বর্তমানে পৃথিবীর জনঘনত্ব কত ?

    উঃ  প্রতি বর্গকিলোমিটারে 46 জন ।


 8. বিশ্বের সর্বাপেক্ষা বিরল জনবসতিপূর্ণ দেশ কোনটি ?

     উঃ  অস্ট্রেলিয়া ।


 9. মানুষ-জমি অনুপাত কি ?

     উঃ   মোট জনসংখ্যা এবং কার্যকর জমি অনুপাতকে মানুষ-জমি অনুপাত বলে ।


 10. কোন রাজ্যে জনসংখ্যা সবচেয়ে কম?

     উঃ   সিকিমে । 


11. কেন্দ্রশাসিত অঞ্চল গুলির মধ্যে কোথায় জনসংখ্যা সবচেয়ে বেশি?

      উঃ   দিল্লিতে ।


12.  কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে কোথায় জনসংখ্যা সবচেয়ে কম?

      উঃ   লাক্ষা ও মিনি দ্বীপপুঞ্জে ।


 13. ভারতের কোন রাজ্যে জনঘনত্ব সবচেয়ে কম ?

      উঃ  অরুণাচল প্রদেশ ।


 14. কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে কোথায় জনঘনত্ব সবচেয়ে বেশি?

       উঃ   দিল্লিতে ।


 15. কেন্দ্রশাসিত অঞ্চল গুলির মধ্যে কোথায় জনঘনত্ব সবচেয়ে কম?

       উঃ  আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ।


 16. ভারতের সর্বাধিক স্বাক্ষরতা যুক্ত রাজ্য কোনটি?

       উঃ   কেরল ।


 17. ভারতের সবচেয়ে কম সাক্ষরতা যুক্ত রাজ্য কোনটি?

       উঃ   বিহার ।


18. ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার কত?

       উঃ  1.76 শতাংশ । 


19. ভারতের সাক্ষরতার হার কত?

      উঃ   74.04% এর মধ্যে পুরুষ সাক্ষরতার হার 82.14% এবং মহিলা সাক্ষরতার হার 65.46% ।


20. ভারতের গড় আয়ুষ্কাল কত?

      উঃ   67.74 বছর ।


 21. ভারতের শিশু মৃত্যুর হার কত?

       উঃ  প্রতি 1000 জন শিশু প্রতি 44 জন।


 22. ভারতের কোন রাজ্যে শিশু মৃত্যুর হার সবচেয়ে বেশি ?

      উঃ   রাজস্থান এবং হরিয়ানা ।


 23. ভারতের নারী পুরুষের অনুপাত কত?

      উঃ    940/ 1000 অর্থাৎ প্রতি 1000 জন পুরুষ পিছু 940 জন মহিলা .।


 24. ভারতের কোন রাজ্যে নারী-পুরুষের অনুপাত সর্বাধিক?

      উঃ     কেরল 1084/1000 অর্থাৎ প্রতি 1000 জন পুরুষ পিছু  স্ত্রীর সংখ্যা 1084 ।


25.  ভারতের কোন রাজ্যে নারী পুরুষের অনুপাত সবচেয়ে কম ?

       উঃ   হরিয়ানা 877/1000 অর্থাৎ 1000 জন পুরুষ পিছু নারীর সংখ্যা 877 ।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area