অভয়ারণ্য এবং বায়োস্ফিয়ার রিজার্ভ বিভিন্ন প্রাণী এবং উদ্ভিদের সংরক্ষন করা হয়ে থাকে। বিভিন্ন প্রজাতির সংরক্ষণ করা হলেও অভয়ারণ্য এবং বায়োস্ফিয়ার রিজার্ভের কিছু পার্থক্য লক্ষ্য করা যায় যেমন-
১. আয়তনঃ
অভয়ারণ্যঃ অভয়ারণ্যের ক্ষেত্রফল বা আয়তন তুলনামূলকভাবে কম।
বায়োস্ফিয়ার রিজার্ভঃ বায়োস্ফিয়ার রিজার্ভের আয়তন অভয়ারণ্যের তুলনায় অনেক বেশি। এর আয়তন প্রায় 5700 বর্গ কিলোমিটার পর্যন্ত হতে পারে।
২. নিয়ন্ত্রণঃ
অভয়ারণ্যঃ রাজ্য সরকার বা ব্যক্তি বিশেষ অভয়ারণ্যকে সম্পূর্ণ ভাবে নিয়ন্ত্রণ করতে পারে।
বায়োস্ফিয়ার রিজার্ভঃ বায়োস্ফিয়ার রিজার্ভ সম্পূর্ণভাবে সরকার দ্বারা পরিচালিত এবং নিয়ন্ত্রিত।
৩. পরিবেশঃ
অভয়ারণ্যঃ অভয়ারণ্যের ক্ষেত্রে প্রাণীদের নিজস্ব পরিবেশ সংরক্ষণ করা নাও হতে পারে। তাদের অন্যত্র স্থানান্তরিত করে সংরক্ষণ করা হতে পারে।
বায়োস্ফিয়ার রিজার্ভঃ বায়োস্ফিয়ার রিজার্ভে সেই স্থানের পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে জীব-প্রজাতির সংরক্ষণ করা হয়।
৪. জীবের সংখ্যাঃ
অভয়ারণ্যঃ অভয়ারণ্যের আয়তন ক্ষুদ্র হয় বলে জীবের সংখ্যা কম হয়।
বায়োস্ফিয়ার রিজার্ভঃ বায়োস্ফিয়ার রিজার্ভের জীবের সংখ্যা অভয়ারণ্যের তুলনায় অনেক বেশি হয়।
৫. জীবের সুরক্ষাঃ
অভয়ারণ্যঃ অভয়ারণ্যের জীবের সুরক্ষা অনেক কম।
বায়োস্ফিয়ার রিজার্ভঃ বায়োস্ফিয়ার রিজার্ভের বা সংরক্ষিত জীবমন্ডলে জীবের সুরক্ষা অনেক বেশি।
৬. মানুষের ক্রিয়া-কলাপঃ
অভয়ারণ্যঃ অভয়ারণ্যে মানুষের ক্রিয়া-কলাপ সীমিতভাবে অনুমোদন করা হয়।
বায়োস্ফিয়ার রিজার্ভঃ বায়োস্ফিয়ার রিজার্ভের কেন্দ্রীয় অঞ্চলে মানুষের ক্রিয়া-কলাপ সম্পূর্ণ নিষিদ্ধ থাকে এবং অন্যত্র স্থানীয় আদিবাসীদের কিছু কার্যকলাপ করার সুযোগ দেওয়া হয়।
৭. সংরক্ষণের গুরুত্বঃ
অভয়ারণ্যঃ অভয়ারণ্যে নির্দিষ্ট জীব প্রজাতির সংরক্ষণের উপর গুরুত্ব দেওয়া হয়।
বায়োস্ফিয়ার রিজার্ভঃ বায়োস্ফিয়ার রিজার্ভে সমস্ত জীববৈচিত্র সংরক্ষণের উপর গুরুত্ব দেওয়া হয়।
৮. বাস্তুতন্ত্রঃ
অভয়ারণ্যঃ অভয়ারণ্যে সীমিত প্রজাতি থাকার জন্য একটি প্রধান বাস্তুতন্ত্র লক্ষ্য করা যেতে পারে।
বায়োস্ফিয়ার রিজার্ভঃ বায়োস্ফিয়ার রিজার্ভে একাধিক খাদক পশুর সমাবেশে একাধিক প্রধান বাস্তুতন্ত্র লক্ষ্য করা যায়।
৯. রূপান্তরঃ
অভয়ারণ্যঃ অভয়ারণ্যকে পরবর্তীতে সীমানা বর্ধিত করে বায়োস্ফিয়ার রিজার্ভে অন্তর্ভুক্ত করা সম্ভব।
বায়োস্ফিয়ার রিজার্ভঃ বায়োস্ফিয়ার রিজার্ভের অভয়ারণ্যের অন্তর্ভুক্ত করা সম্ভব নয়।
১০. উদাহরণঃ
অভয়ারণ্যঃ পশ্চিমবঙ্গের বেথুয়াডহরি, লোথিয়ান আইল্যান্ড অভয়ারণ্যের উদাহরণ।
বায়োস্ফিয়ার রিজার্ভঃ পশ্চিমবঙ্গের সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভের উদাহরণ।
আরও পড়ুন
- জাতীয় উদ্যান এবং বায়োস্ফিয়ার রিজার্ভের মধ্যে পার্থক্য
- অভয়ারণ্য এবং জাতীয় উদ্যানের মধ্যে পার্থক্য