Type Here to Get Search Results !

প্রতিবিধান তল কি? প্রতিবিধান তল কাকে বলে?প্রতিবিধান তলের ধারনা কে দেন? কত সালে প্রতিবিধান তলের ধারণা দেওয়া হয়েছিল?প্রতিবিধান তল এর গভীরতা কত?বৈশিষ্ট্যঃ

                           

                          সমস্থিতি তত্ত্ব অনুসারে পর্বত, মালভূমি, সমভূমি, সামুদ্রিক ভূ-ত্বক ভূ-অভ্যন্তরের কোন একটি স্তরের উপরে ভাসমান অবস্থায় রয়েছে। ভাসমান অবস্থায় অংশগুলি পরস্পরের মধ্যে একটা সমতা রক্ষা করে অবস্থান করছে।

প্রতিবিধান তল কাকে বলে? বা প্রতিবিধান তল কি?

                      প্রাটের মতে ভূ-ত্বকের বিভিন্ন অংশ যেমন- পর্বত, মালভূমি, সমভূমি প্রভৃতি ভূ-অভ্যন্তরের একটি নির্দিষ্ট তল বরাবর সমান চাপ দেয়। যে তল বরাবর ভূ-ত্বকের অংশগুলি সমান সমান চাপ দেয়, তাকে প্রতিবিধান তল বা প্রতিপূরণ (Level of Compensation) তল বলে।


প্রতিবিধান তলের ধারনা কে দেন? 

                      সমস্থিতি তত্ত্ব ব্যাখ্যা করতে গিয়ে জে. এইচ. প্রাট প্রতিবিধান তল বা প্রতিপূরণ (Level of Compensation) তল এর ধারণা দিয়েছিলেন।



কত সালে প্রতিবিধান তলের ধারণা দেওয়া হয়েছিল?

      1859 সালে জে. এইচ. প্রাট  প্রতিবিধান তল এর ধারণা দিয়েছিলেন সমস্থিতি তত্ত্বের ব্যাখ্যা করতে গিয়ে।


প্রতিবিধান তল এর গভীরতা কত?

                     হেফোর্ড ও বোওই প্রাটের প্রতিবিধান তলকে সমর্থন করে তার গভীরতার কথা বলেছেন। এদের মতে প্রতিবিধান তলের গভীরতা ভূপৃষ্ঠ থেকে 100 কিলোমিটার অর্থাৎ অ্যাস্থেনোস্ফিয়ারের মধ্যে।


প্রতিবিধান তল এর বৈশিষ্ট্যঃ

                     প্রতিবিধান তল ঊর্ধ্ব গুরুমন্ডলের অ্যাস্থেনোস্ফিয়ার স্তরে অবস্থিত। বিভিন্ন ভূ-ত্বকের অংশ প্রতিবিধান তল বরাবর সমতা রক্ষা করে অবস্থান করে।


প্রতিবিধান তল কিভাবে সৃষ্টি হয়?

       প্রাটের বক্তব্য অনুযায়ী ভূত্বকের অংশগুলি যেমন- পর্বত, মালভূমি, সমভূমি ভিন্ন ঘনত্ব যুক্ত পদার্থ দ্বারা গঠিত। কিন্তু প্রত্যেকটি অংশের ভর সমান। ফলে এই অংশগুলি ভূ-অভ্যন্তরের অ্যাস্থেনোস্ফিয়ারের ওপর সমান চাপ দেয়। ফলে ভূ-ত্বকের অংশগুলির তলদেশ সমতল থাকে। যা প্রতিবিধান তল (Level of Compensation) নামে পরিচিত।

প্রতিবিধান তল

                প্রত্যেকটি অংশের ঘনত্ব আলাদা কিন্তু ভর সমান হওয়ার জন্য কমঘনত্ব যুক্ত অংশ অধিক উচ্চতায় অবস্থান করে এবং বেশি ঘনত্ব যুক্ত অংশ কম উচ্চতায় অবস্থান করে। এই কারণে পর্বতের উচ্চতা তার ঘনত্ব কম হওয়ার জন্য বেশি হয় এবং সমভূমির উচ্চতা ঘনত্ব বেশি হওয়ার জন্য কম হয়। অর্থাৎ উচ্চতার সঙ্গে ঘনত্বের বিপরীত সম্পর্ক লক্ষ্য করা যায়।


বাস্তবে প্রতিবিধান তল লক্ষ্য করা যায় কি?

        

         প্রাটের বক্তব্য অনুযায়ী প্রতিবিধান তল অ্যাস্থেনোস্ফিয়ারে অবস্থিত একটি সমতল। কিন্তু বাস্তবে এরকম প্রতিবিধান তল এর অস্তিত্ব লক্ষ্য করা যায় না।বহু  ভৌগলিক প্রতিবিধান তলের কথা অস্বীকার করেছেন। তাদের বক্তব্য ভূপৃষ্ঠের ক্ষয় হওয়ার ফলে পর্বতের বা মালভূমির উচ্চতা ধীরে ধীরে কমতে থাকে। পর্বত অথবা মালভূমি অংশগুলি তখন অ্যাস্থেনোস্ফিয়ার থেকে কিছুটা উপরে উঠে যায়। কারণ, তাদের ভর কমে যায়। অন্যদিকে পদার্থগুলো সমভূমিতে সঞ্চিত হওয়ার ফলে সমভূমির ভর বৃদ্ধি পায় এবং কল্পিত প্রতিবিধান তলের নিচে সমভূমির তলদেশ নেমে যায়।ফলে প্রতিবিধান তল সমতল থাকে না।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area