Type Here to Get Search Results !

"পৃথিবীর বেশিরভাগ মানুষ সমভূমি অঞ্চলে বসবাস করেন"-ভৌগোলিক কারণ ব্যাখ্যা করো।

 

          পৃথিবীতে পাহাড়, পর্বত, মালভূমি এবং সমভূমি এই চার প্রকার ভূমিরূপ দেখতে পাওয়া যায়। এই ভূমিরূপ গুলির মধ্যে সমভূমি অঞ্চলে পৃথিবীর বেশিরভাগ মানুষ বসবাস করে। এর কারণ গুলি হল-

i) কৃষিকাজের সুবিধা: 

         পলিমাটি ও দোআঁশ মাটি সমৃদ্ধ সমভূমি অঞ্চল অত্যন্ত উর্বর হওয়ার জন্য কৃষিকাজে উন্নত। এই কারণে সমভূমি অঞ্চলে বসবাসকারী মানুষের প্রধান জীবিকা কৃষিকাজ। যেমন- গাঙ্গেয় সমভূমিতে ধান, পাট প্রভৃতি প্রচুর পরিমাণে উৎপাদিত হয়।


ii) উন্নত যোগাযোগ ব্যবস্থা:

            সড়কপথ, রেলপথ, বিমানবন্দর নির্মাণ কার্য সমভূমি অঞ্চলে সুন্দর ভাবে করা যায়। এই সকল উন্নত যোগাযোগ ব্যবস্থার জন্য সমভূমি অঞ্চলে প্রচুর মানুষ বসবাস করে।


iii) জলের প্রাপ্যতা:

            নদী, খাল, বিল , পুকুর, জলাশয় প্রভৃতি সমভূমি অঞ্চলে সবচেয়ে বেশি দেখা যায়। এই জল কৃষিকাজ, শিল্প, পানীয় হিসেবে, দৈনন্দিন চাহিদা মেটাতে সহায়তা করে। এই কারণে মানুষ সমভূমি অঞ্চলে বসতি স্থাপন করে।


iv) জলবায়ু:

            পার্বত্য অঞ্চল এবং মালভূমি অঞ্চলের তুলনায় সমভূমি অঞ্চলের জলবায়ু মনোরম প্রকৃতির। এখানে কোমল মৃত্তিকা যুক্ত স্থানে উষ্ণতার চরমভাব যেমন লক্ষ্য করা যায় না, তেমনই জলভাগ বেশি থাকায় বৃষ্টিপাতের পরিমাণও যথেষ্ট বেশি হয়। এই কারণগুলোর জন্য সমভূমি অঞ্চলে অধিক জনবসতি দেখা যায়।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area