পৃথিবীর সুমেরু এবং কুমেরু কিন্তু ছাড়া পৃথিবীর অন্যান্য স্থানে বসবাসকারী মানুষ পৃথিবীর আবর্তন বেগ এর সমান বেগে আবর্তন করছে। নিরক্ষরেখায় এই আবর্তন বেগ ঘন্টায় 1700 কিলোমিটার। এত বেগে আবর্তন করলেও আমরা পৃথিবীর আবর্তন বেগ বুঝতে পারি না। কারণ-
পৃথিবীর আকর্ষণে মানুষ সহ প্রতিটি বস্তু পৃথিবীপৃষ্ঠে আটকে থাকে। আমাদের চারপাশের প্রতিটি বস্তু যেমন- গাছপালা, জীবজন্তু, বাড়িঘর, রাস্তাঘাট তাদের নিজের অবস্থানে স্থির থেকে পৃথিবীর আবর্তন গতির সঙ্গে সামঞ্জস্য রেখে আবর্তন করে। পৃথিবী আবর্তন করলেও আমাদের চারপাশে অবস্থিত কোন বস্তুর কোনরূপ আপেক্ষিক স্থান পরিবর্তন হয়না। ফলে আমাদের চোখে প্রতিটি বস্তুকে আমরা স্থির দেখি। এই কারণে আমরা পৃথিবীর আবর্তন বুঝতে পারিনা।