Type Here to Get Search Results !

পশ্চিমবঙ্গের জলবায়ু কিভাবে মৌসুমী বায়ু দ্বারা প্রভাবিত হয়?

 

       পশ্চিমবঙ্গের উপর দিয়ে দুটি ভিন্ন ধর্মী মৌসুমী বায়ু প্রবাহিত হয়। যথা-

     1. বঙ্গোপসাগরের উপর দিয়ে গ্রীষ্মকালে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু এবং 

     2. স্থলভগের ওপরদিয়ে শীতকালে উত্তর-পূর্ব মৌসুমি বায়ু।

      পশ্চিমবঙ্গের জলবায়ু এই দুটি মৌসুমী বায়ুর ওপর ব্যাপকভাবে নির্ভরশীল।

     দক্ষিণ-পশ্চিম এবং উত্তর-পূর্ব মৌসুমি বায়ুর আগমন এবং প্রত্যাগমনের উপর নির্ভর করে পশ্চিমবঙ্গে সারা বছরব্যাপী চারটি ঋতু লক্ষ করা যায়। যথা-

       1. দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর আগমনের পূর্বে বা প্রাক আগমনকালের গ্রীষ্মকাল 

       2. দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর আগমন কাল বা বর্ষা কাল 

       3. দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর ফিরে যাওয়ার সময় বা প্রত্যাগমন কাল শরৎকাল 

       4. উত্তর-পূর্ব মৌসুমি বায়ুর আগমন কাল বা শীত কাল

          বিভিন্ন ঋতুতে উষ্ণতা ও বৃষ্টিপাত এর বৈশিষ্ট্য মৌসুমী বায়ুর আগমন ও প্রত্যাগমনের উপর নির্ভর করে।


গ্রীষ্মকাল

ফেব্রুয়ারি মাসের শেষে উত্তর-পূর্ব মৌসুমি বায়ু পশ্চিমবঙ্গ থেকে সম্পূর্ণরূপে বিদায় নেয়। জুন মাসের প্রথমে পশ্চিমবঙ্গে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করে। মার্চ মাস থেকে মে মাস পর্যন্ত সময়ে ভারতে কোনরূপ মৌসুমী বায়ু প্রবাহিত হয় না অর্থাৎ এই সময়টি হলো দুটি বায়ুর মধ্যবর্তী সময় কাল।এই সময়ে পশ্চিমবঙ্গের উষ্ণতা বৃদ্ধি পেতে থাকে ফলে গ্রীষ্মকালের সূচনা হয়।অধিক তাপমাত্রার জন্য কোথাও কোথাও দিনের বেলা "লু" নামক উষ্ণ স্থানীয় বায়ু  যেমন প্রবাহিত হয় তেমন কোথাও বৈকালে কালবৈশখী আবির্ভাব হয়।


বর্ষাকাল

জুন মাসের প্রথমে বঙ্গোপসাগরের উপর দিয়ে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু পশ্চিমবঙ্গে প্রবেশ করে । বঙ্গোপসাগরের উপর দিয়ে প্রবাহিত হওয়ায় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু পশ্চিমবঙ্গে প্রবেশ করলে আকাশ মেঘাচ্ছন্ন থাকে এবং বৃষ্টিপাত হয়। সেপ্টেম্বর পর্যন্ত প্রায় চার মাস দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর জন্য পশ্চিমবঙ্গের বৃষ্টিপাত হয়।



শরৎকাল

অক্টোবর-নভেম্বর মাসে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ফিরে যেতে থাকে। একে প্রত্যাবর্তনকারী দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বলে।এর ফলে আকাশ মেঘমুক্ত থাকে এবং উষ্ণতাও ক্রমশ কমতে থাকে। এই সময়কে শরৎকাল বলে।

শীতকাল 

ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত পশ্চিমবঙ্গের উপর দিয়ে উত্তর-পূর্ব মৌসুমি বায়ু প্রবাহিত হয়। এই বায়ু উত্তর থেকে দক্ষিণে প্রবাহিত হয়। অত্যধিক শীতল বলে পশ্চিমবঙ্গের তাপমাত্রা অনেকটা কমে যায় এবং শীতকালের আবির্ভাব ঘটে। উত্তর-পূর্ব মৌসুমি বায়ু শুষ্ক বলে শীতকালে পশ্চিমবঙ্গে তেমন বৃষ্টিপাত হয় না।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area