প্রকৃতিতে প্রাপ্ত যেসকল পদার্থ মানুষ ব্যবহার করতে শেখেনি তাদের নিরপেক্ষ উপাদান বলে।মানুষের জ্ঞান-বুদ্ধি কাজে লাগিয়ে পরবর্তীকালে নিরপেক্ষ উপাদানগুলিকে মানুষ তাদের কাজে লাগাতে শেখে অর্থাৎ নিরপেক্ষ উপাদানগুলি সম্পদে পরিণত হয়।
যেকোনো নিরপেক্ষ উপাদান সম্পদে পরিণত হতে কমপক্ষে দুটি শর্ত মেনে চলতে হবে। যথা-
১. কার্যকারিতা (Functionability)
২. উপযোগিতা (Utility)
কার্যকারিতা বলতে ওই পদার্থের কাজ করার ক্ষমতাকে বোঝায়। উপযোগিতা হলো মানুষের অভাব মোচন বা চাহিদা পূরণের ক্ষমতা।এই দুটি শর্ত মেনে চললে যেকোনো নিরপেক্ষ বস্তু সম্পদে পরিণত হয়।
সম্পদ হতে গেলে বেশ কয়েকটি শর্ত পূরণ করতে হয়। এদের মধ্যে কার্যকারিতা এবং উপযোগিতা প্রধান।