Type Here to Get Search Results !

অরণ্য সম্পদ (একাদশ শ্রেণি) সমস্ত SAQ/পৃথিবীর বিভিন্ন তৃণভূমি/বিভিন্ন অরন্য এবং প্রধান প্রধান বৃক্ষ সমূহ/ভূমধ্যসাগরীয় অরণ্যের বিভিন্ন নাম

 1.বিভিন্ন অরন্য এবং প্রধান প্রধান বৃক্ষ সমূহ ঃ

          ক. নিরক্ষীয় বৃষ্টি অরণ্যঃ

                রোজউড, আয়রনউড, মেহগনি, সেগুন, আবলুস, কোকো, কর্পূর,  জ্যাপোটি, রাবার, ব্রাজিল নাট, পাম, টাগুয়া নাট প্রভৃতি।

         খ. সরলবর্গীয় অরণ্যঃ

                পাইন, ফার, স্প্রুশ , বার্চ, হেমলক, উইলো, অলডার , এসপেন প্রভৃতি।

         গ. ভূমধ্যসাগরীয় অরণ্যঃ

                ওক, জলপাই, আঙ্গুর, কমলালেবু, কারি, সাইপ্রেস, সিডার, জারা।

         ঘ. নাতিশীতোষ্ণ মিশ্র অরণ্যঃ

                ইউক্যালিপটাস, কুইব্রাকো, পপলার,অ্যাশ , ম্যাপল, চেস্টনা ট,  বার্চ, ওয়ালনাট।

        ঙ. ম্যানগ্রোভ অরণ্যঃ  

               সুন্দরী, গরান, গেওয়া, হেতাল, ক্যাওড়া, গোলপাতা, হোগলা,  কেয়া, হরকোচ কাঁটা । কাঁটা

        চ. ক্রান্তীয় তৃণভূমিঃ

              পাসপালাম, অ্যারিসটিডা , এরাগ্রেইস্টল, প্যানিকাম, হাতিঘাস  ।  

       ছ . নাতিশীতোষ্ণ তৃণভূমিঃ

              গ্রামীনি, ফেস্কু  ,পালক , পানিকাম, থেমেডা , তুসক, ব্লুস্তেম। 


2. পৃথিবীর বৃহত্তম অরণ্যের নাম কি?

           সরলবর্গীয় অরণ্য বা তৈগা বনভূমি। 


3. কোন বনভূমিতে উদ্ভিদ প্রজাতির সংখ্যা এবং ঘনত্ব সবচেয়ে বেশি?

         নিরক্ষীয় চিরহরিৎ অরণ্য বা ক্রান্তীয় বৃষ্টি অরণ্য।


4. কোন বনভূমির অধিকাংশই উত্তর গোলার্ধে অবস্থিত? অথবা, কোন বনভূমি দক্ষিণ গোলার্ধে সবচেয়ে কম দেখা যায়?

        সরলবর্গীয় অরণ্য।


5. কোন দেশে সবচেয়ে বেশি সরলবর্গীয় অরণ্য দেখা যায়?

         রাশিয়া।


6. প্রাকৃতিক রবার পাওয়া যায় কোন বনভূমি থেকে?

       নিরক্ষীয় চিরহরিৎ অরণ্য ক্রান্তীয় বৃষ্টি অরণ্য।


7. রাশিয়ার সরলবর্গীয় অরণ্যকে কি বলা হয়?

      তৈগা বনভূমি।


8. কোন উদ্ভিদ থেকে ম্যালেরিয়ার ঔষধ কুইনাইন পাওয়া যায়?

       সিঙ্কোনা।


9. দক্ষিণ আমেরিকার নাতিশীতোষ্ণ তৃণভূমিকে কি বলা হয়?

        পম্পাস।


10.মেহগনি গাছ কোন অরণ্যে জন্মায়?

        নিরক্ষীয় চিরহরিৎ অরণ্য।


11. কোন দেশের মোট ভূমিভাগের কত শতাংশ অরণ্য আবৃত থাকা প্রয়োজন?

      33%।


12. ফ্রান্সের ভূমধ্যসাগরীয় অরণ্যকে কি বলা হয়?

       ম্যাকুই ।


13. চির গোধূলির অঞ্চল কোন অরণ্যে দেখা যায়? 

       নিরক্ষীয় চিরহরিৎ অরণ্য।


14. আমাজন অববাহিকার নিরক্ষীয় অরণ্য কি নামে পরিচিত?

        সেলভা ।

15. কোন অরণ্যের উদ্ভিদের শ্বাসমূল এবং ঠেসমূল দেখা যায়? 

        ম্যানগ্রোভ অরণ্য ।


16. কোন অরণ্যে লবণাম্বু উদ্ভিদ জন্মায়?

        ম্যানগ্রোভ অরণ্য ।


17. পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্যের নাম কি? 

        সুন্দরবন ।


18. আবলুস এবং মেহগনি কোন অরণ্যে জন্মায়?

        নিরক্ষীয় চিরহরিৎ অরণ্য ।


19. কাগজের মন্ড প্রস্তুত করতে কোন অরণ্যের কাঠ ব্যবহার করা হয়?

         সরলবর্গীয় অরণ্য ।


20. দক্ষিণ আফ্রিকার তৃণভূমিকে কি বলা হয়?

          ভেল্ড ।

21. জলপাই গাছ কোন অরণ্যে জন্মায়?

           ভূমধ্যসাগরীয় অরণ্য ।


22. ভূমধ্যসাগরীয় অরণ্যকে অস্ট্রেলিয়ায় কি বলা হয়?

           ম্যালি ।


23. কোন অরণ্যের কাঠ নরম হওয়ায় নদীপথে ভাসিয়ে আনা যায়? 

         সরলবর্গীয় বা তৈগা অরণ্য ।


24. ম্যানগ্রোভ অরণ্যের কোন উদ্ভিদে জরায়ুজ অঙ্কুরোদগম হয় না?

          সুন্দরী ।


25. ভূমধ্যসাগরীয় বনভূমি ইতালিতে কি নামে পরিচিত?

         ম্যাকিয়া ।

 

26. ভেনিজুয়েলার ক্রান্তীয় তৃণভূমির নাম কি? 

          ল্যানোস ।


27. ক্রান্তীয় তৃণভূমি অঞ্চলে খুব লম্বা যে ঘাস জন্মায় তাকে কি বলা হয়?

        হাতিঘাস ।


28. জ্যাপোটি  গাছ কোন অরণ্যে জন্মায়? 

         নিরক্ষীয় চিরহরিৎ অরণ্যে ।


29. কুঠারভাঙা গাছ কি?  এবং কোথায় জন্মায়? 

         " কুইব্রাকো " গাছকে কুঠার ভাঙা গাছ বলে । এটি নাতিশীতোষ্ণ মিশ্র অরণ্যে জন্মায়।


30. " ধুনো " কোন গাছ থেকে তৈরি হয়? 

          শাল গাছের নির্যাস থেকে ।


31. ভারতের মোট ভূমির কত শতাংশ অরণ্য দ্বারা আবৃত? 

           21% ।


32. কোন গাছ থেকে বোতাম তৈরি হয়? 

         ব্রাজিল নাট বা টাগুয়া নাট ।


33. চুইংগাম তৈরি হয় কোন গাছ থেকে? 

        জ্যাপোটি এবং সাপেডিলা গাছের আঠা থেকে চুইংগাম তৈরি হয়।

34. কৃত্তিম সাবান তৈরি হয় কোন উদ্ভিদ থেকে?

       বাবাসু উদ্ভিদ থেকে।


35. কোকেন কোন গাছ থেকে পাওয়া যায়?

        কোকো গাছ থেকে।


36. ম্যানগ্রোভ অরণ্যের কোন উদ্ভিদ বাড়ির ছাউনি তৈরিতে ব্যবহৃত হয়?

        গোলপাতা ।


37. মধু এবং মোম সংগ্রহ করা হয় কোন উদ্ভিদ থেকে?

         ম্যানগ্রোভ অরণ্য থেকে।


38. বোতলের ছিপি বা কর্ক তৈরি হয় কোন উদ্ভিদ থেকে?

          কর্ক ওক নামক উদ্ভিদ থেকে ।


39. মিষ্টি সিরাপ তৈরি হয় কোন উদ্ভিদ থেকে?

          ম্যাপল গাছের রস থেকে ।


40. ট্যানিন পাওয়া যায় কোন উদ্ভিদ থেকে?

          ওক এবং ওয়াটল গাছের ছাল থেকে।


41. চিনি পাওয়া যায় কোন উদ্ভিদ থেকে? 

           ম্যাপল গাছের রস থেকে ।


42. পাইন গাছ থেকে কি কি পাওয়া যায়? 

          পিচ,  আলকাতরা,  রজন,  তারপিন তেল প্রভৃতি ।


43. কৃত্রিম রেশম পাওয়া যায় কোন উদ্ভিদ থেকে?

          স্প্রুস  গাছের কান্ড থেকে ।


44. পৃথিবীর শস্য ভান্ডার কাকে বলে ?

          " নাতিশীতোষ্ণ  তৃণভূমি " অঞ্চলে প্রচুর শস্য উৎপাদন হয় বলে একে পৃথিবীর শস্য ভান্ডার বলে।


45. পৃথিবীর রুটির ঝুড়ি কি?

           ইউক্রেনের নাতিশীতোষ্ণ তৃণভূমি অঞ্চলকে পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয়।


46. পৃথিবীর শ্রেষ্ঠ পশুচারণ ক্ষেত্র বা চারণ ক্ষেত্র কাকে বলে ?

            নাতিশীতোষ্ণ তৃণভূমিকে ।


47. সবুজ সোনা কাকে বলে ?

            অরণ্যকে ।


48. কোন দিনটিকে অরণ্য দিবস হিসেবে পালন করা হয় ?

           21 মার্চ বিশ্ব অরণ্য দিবস হিসেবে পালন করা ।


49. কোন উদ্ভিদকে ভূমধ্যসাগরীয় অরন্যের প্রতিফলক বলে ?

           জলপাই গাছকে ।


50. সরলবর্গীয় অরন্যের উদ্ভিদগুলির আকৃতি কিরূপ ?

           শঙ্কু আকৃতির ।


51. ভারতের কোথায় কোথায় ম্যানগ্রোভ অরণ্য দেখা যায়? 

           পশ্চিমবঙ্গের সুন্দরবন,  উড়িষ্যার মহানদী বদ্বীপ ( ভিতরকণিকা),  অন্ধপ্রদেশের কৃষ্ণা এবং গোদাবরী বদ্বীপ,  তামিলনাড়ুর কাবেরী বদ্বীপ,  গুজরাট,  আন্দামান উপকূলে ম্যানগ্রোভ অরণ্য গড়ে উঠেছে।


52. সুন্দরবনকে UNESCO  "World Heritage Site " এর অন্তর্ভুক্ত করে কত সালে?

            1987 সালে.


53. সুন্দরবনকে ভারত সরকার " Biosphere Reserve " হিসেবে ঘোষণা করে কত সালে ?

            1989 সালে।


54. কোন প্রকার উদ্ভিদ অঞ্চলের বাণিজ্যিক ব্যবহার সবচেয়ে বেশি ?

           সরলবর্গীয় অরণ্যের ।

 

55. সিলভি কালচার কি ?

            বাণিজ্যিক প্রয়োজনে ব্যাপক অঞ্চল জুড়ে বৃক্ষরোপণকে সিলভিকালচার বলে।


56. " প্রাকৃতিক স্পঞ্জ " কাকে বলে ?

        অরণ্যকে । বায়ু দূষণ রোধ করে বলে একে প্রাকৃতিক স্পঞ্জ বলে ।


57. " ঠেসমূল " এবং " অধিমূল " কি ?

            ম্যানগ্রোভ অরণ্যের উদ্ভিদগুলি নরম মাটিতে জন্মায় । উদ্ভিদ যাতে খাড়াভাবে দাড়িয়ে থাকতে পারে তার জন্য উদ্ভিদের গোড়ার দিক থেকে কিছু মূল নির্গত হয়ে মাটিতে প্রবেশ করে । এই মুল গুলিকে " ঠেসমূল " এবং " অধিমূল " বলে ।



58. পৃথিবীর বিভিন্ন তৃণভূমি


         দেশের বা মহাদেশের নাম ।                                                             তৃণভূমি


   উত্তর আমেরিকা                                                                                  প্রেইরি

দক্ষিণ আমেরিকার ব্রাজিল                                                                       ক্যাম্পোস

উরুগুয়ে এবং আর্জেন্টিনা                                                                        পম্পাস

ইউরেশিয়া                                                                                             স্টেপস

আফ্রিকা সুদান                                                                                       সাভানা

দক্ষিণ আমেরিকার ভেনিজুয়েলা                                                              ল্যানোস

ব্রাজিলে এবং প্যারাগুয়ে সাভানা তৃণভূমি                                                 ক্যাম্পোস

দক্ষিণ আফ্রিকা                                                                                     ভেল্ড

জিম্বাবুয়ে                                                                                            পার্কল্যান্ড 

অস্ট্রেলিয়া                                                                                          ডাউনস

নিউজিল্যান্ড                                                                                      তুষক,  ক্যান্টারবেরি

কলম্বিয়া এবং ভেনিজুয়েলার অরিনোকো নদীর অববাহিকা                       ল্যানোস


58. হাতি ঘাস কি? 

        আফ্রিকার সাভানা তৃণভূমি অঞ্চলে তৃণগুলি 1 থেকে 5 মিটার পর্যন্ত দীর্ঘ হয় । এত বড় তৃণগুলি হাতিকে পর্যন্ত ঢেকে ফেলতে পারে বলে একে হাতি ঘাস বলে।


59. পার্কল্যান্ড কি ?

         আফ্রিকার সাভানা তৃণভূমি অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে গাছ জন্মায় এবং দেখতে অনেকটা পার্কের মতো লাগে । এইরকম বৃক্ষ সমন্বিত তৃণ অঞ্চলকে পার্কল্যান্ড বা পার্কসাভানা বলা হয়।


60. শ্বাসমূল বা নিউম্যাটোফোর কি ?

         ম্যানগ্রোভ উদ্ভিদগুলি যে অঞ্চলে জন্মায় সেখানকার মাটি কর্দমাক্ত এবং লবণাক্ত । মাটি লবণাক্ত থাকায় উদ্ভিদের মূলগুলি অক্সিজেন সংগ্রহ করতে পারে না । ফলে শাখা প্রশাখাগুলি মাটি ভেদ করে উপরের দিকে উঠে আসে অক্সিজেন সংগ্রহ করার জন্য । এই ধরনের মূলকে শ্বাসমূল বলে।


61. জরায়ুজ অঙ্কুরোদগম কি?

            ম্যানগ্রোভ অরণ্যের উদ্ভিদগুলিতে গাছে ফল থাকা অবস্থায় অঙ্কুরোদগম হয় এবং পরবর্তীতে অঙ্কুরিত ফলগুলি মাটিতে পড়ে । এইরকম অঙ্কুরোদগমকে জরায়ুজ অঙ্কুরোদগম বলে ।



62. ভূমধ্যসাগরীয় অরণ্যের বিভিন্ন নাম ঃ

                 ফ্রান্সে                 ম্যাকি বা ম্যাকুই 

                 ইতালি               ম্যাকিয়া

                চিলি                    ম্যাটোরাল 

               অস্ট্রেলিয়া             ম্যালি 

              দক্ষিণ আফ্রিকা      ফিম্বস 

              ক্যালিফোর্নিয়া        চ্যাপারেল 



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area