MCQ প্রশ্নগুলির উত্তর নীচে দেওয়া হয়েছে
1. রেডক্লিফ লাইন হল
ক) ভারত-নেপাল সীমারেখা খ) ভারত-পাকিস্তান সীমারেখা
গ) ভারত-বাংলাদেশ সীমারেখা ঘ) ভারত-চীন সীমারেখা
2. ভারতের অর্থনৈতিক রাজধানী বলা হয়
ক)দিল্লিকে খ) জামশেদপুরকে
গ) মুম্বাইকে ঘ) জয়পুরকে
3. ভারতের রাজ্য পুনর্গঠন এর মূল ভিত্তি ছিল
ক)ধর্ম খ) ভাষা
গ) ভূপ্রকৃতি ঘ) মৃত্তিকা
4. ভারত ও পাকিস্তানের সীমারেখার নাম
ক) রাডক্লিফ খ) ম্যাকমোহন লাইন
গ) ডুরান্ড লাইন ঘ) ম্যাজিনট লাইন
5. পূর্ব ভারতে সর্বাধিক প্রতিবেশী দেশ স্পর্শকারী রাজ্য
ক) অসম খ) ওড়িশা
গ) বিহার ঘ) পশ্চিমবঙ্গ
6. মধ্যপ্রদেশ ভেঙে যে নতুন রাজ্য সৃষ্টি করা হয় তা হল
ক) তেলেঙ্গানা খ) গোয়া
গ) উত্তরাখণ্ড ঘ) ছত্তিশগড়
7. ক্ষেত্রমান বা আয়তন অনুযায়ী ভারতের বৃহত্তম রাজ্য
ক) উত্তরপ্রদেশে খ) মধ্যপ্রদেশ
গ) রাজস্থান ঘ) মহারাষ্ট্র
8. প্রধানত ভাষা ভিত্তিক রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় যে সালে
ক) 1947 খ) 1953
গ) 1956 ঘ) 1960
9. ভারতের পূর্ব- পশিম বিস্তার কত
ক) 2933km খ) 4214km
গ) 3214km ঘ) 2932km
10. ভারতের প্রথম ভাষা ভিত্তিক রাজ্য হল
ক) উত্তরপ্রদেশে খ) মধ্যপ্রদেশ
গ) রাজস্থান ঘ) অন্ধ্রপ্রদেশ
11.ক্ষেত্রমান বা আয়তন অনুযায়ী ভারতের ক্ষুদ্রতম রাজ্য
ক) সিকিম খ) গোয়া
গ) বিহার ঘ) মিজোরাম
12. ভারতের নবীনতম রাজ্য
ক) লাদাখ খ) জম্মু-কাশ্মীর
গ) ছত্তিশগড় ঘ) তেলেঙ্গানা
13. ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চলটি হল
ক) চণ্ডীগড় খ) দাদরা-নগর হাভেলী
গ) লাক্ষাদ্বীপ ঘ) পন্ডিচেরি
14. চন্ডিগড় কোন রাজ্যের রাজধানী
ক) পাঞ্জাব খ) হরিয়ানা
গ) উভয় রাজ্য ঘ) কোনোটিই নয়
15. ভারতের উত্তরতম স্থান টির নাম
ক) কিবিথু খ) ইন্দিরা পয়েন্ট
গ) ইন্দিরা কল ঘ) কন্যাকুমারিকা
16. নবগঠিত তেলেঙ্গানা রাজ্যের প্রস্তাবিত রাজধানী হল
ক) হায়দ্রাবাদ খ) অমরাবতী
গ) বিশাখাপত্তনম ঘ) বিজয়ওয়াড়া
17. ভারত ও চীনের মধ্যে অবস্থিত সীমারেখার নাম
ক) ম্যাকমোহন লাইন খ) সুচার লাইন
গ) রেডক্লিপ লাইন ঘ) ডুরান্ড লাইন
18. বর্তমান ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের সং
ক) 6 টি খ) 7 টি
গ) 8 টি ঘ) 9 টি
19. বর্তমান ভারতের মোট অঙ্গরাজ্যের সংখ্যা
ক) 27 টি খ) 28 টি
গ) 29 টি ঘ) 30 টি
20. ভারতের পূর্বতম স্থান
ক) ইন্দিরা কল খ) ইন্দিরা পয়েন্ট
গ) কিবিথু ঘ) গুহার মোটার
21. ভারতের দক্ষিণতম স্থলবিন্দুর নাম
ক) কুলার পয়েন্ট খ) কন্যাকুমারিকা
গ) ইন্দিরা পয়েন্ট ঘ) ক্যালিমিয়ান পয়েন্ট
22. ভারতের যে কেন্দ্রশাসিত অঞ্চল একই সঙ্গে দুটি রাজ্যের রাজধানী
ক) পন্ডিচেরি খ) লাক্ষাদ্বীপ
গ) চন্ডিগড় ঘ) দিল্লি
23. ভারতের কাশ্মীর ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মধ্যে অবস্থিত সীমারেখা
ক) ডুরান্ড লাইন খ) ম্যাকমোহন লাইন
গ) রেডক্লিপ লাইন ঘ) লাইন অফ কন্ট্রোল (LOC)
24. সর্বাধিক রাজ্যকে স্পর্শ করে আছে এমন অঙ্গরাজ্য হলো
ক) পশ্চিমবঙ্গ খ) উত্তর প্রদেশ
গ) বিহার ঘ) মধ্যপ্রদেশ
25. যে প্রতিবেশী দেশের সঙ্গে ভারতের সীমারেখা সর্বাধিক
ক) চীন খ) পাকিস্তান
গ) মায়ানমার ঘ) বাংলাদেশ
26. ঝাড়খণ্ডের রাজধানীর নাম
ক) হায়দ্রাবাদ খ) রাঁচি
গ) রায়পুর ঘ) দেরাদুন
27. ভারতের রাজ্য পুনর্গঠন পরিষদের সুপারিশ প্রথম কার্যকরী হয়
ক) 1947 সালে খ) 1950 সালে
গ) 1953 সালে ঘ) 1956 সালে
28. ভারতের যে শহরটি 'সাইবারাবাদ' নামে পরিচিত
ক) অমরাবতী খ) হায়দ্রাবাদ
গ) বিশাখাপত্তনম ঘ) সেকেন্দ্রাবাদ
MCQ প্রশ্নগুলির উত্তর
1.খ) ভারত-পাকিস্তান সীমারেখা 2. গ) মুম্বাইকে 3.খ) ভাষা 4.ক) রাডক্লিফ 5.ক) অসম 6. ঘ) ছত্তিশগড় 7.গ) রাজস্থান 8.খ) 1953. 9.ক) 2933km 10.ঘ) অন্ধ্রপ্রদেশ 11.খ) গোয়া 12.ঘ) তেলেঙ্গানা 13.গ) লাক্ষাদ্বীপ 14.গ) উভয় রাজ্য 15.গ) ইন্দিরা কল 16.খ) অমরাবতী 17.ক) ম্যাকমোহন লাইন 18.ঘ) 9 টি 19.খ) 28 টি 20.গ) কিবিথু 21.গ) ইন্দিরা পয়েন্ট 22.গ) চন্ডিগড় 23.ঘ) লাইন অফ কন্ট্রোল (LOC) 24.খ) উত্তর প্রদেশ 25.ঘ) বাংলাদেশ 26.খ) রাঁচি 27.গ) 1953 সালে 28.