মেরু অঞ্চলের ঊর্ধ্বাকাশে জেটবায়ু উৎপত্তি হয়ে নিরক্ষীয় অঞ্চলের দিকে অগ্রসর হয়।জেট বায়ু যখন আঁকাবাঁকা পথে অগ্রসর হয় তখন তাকে রসবি তরঙ্গ ( Rossby Waves ) বলে। মেরু অঞ্চলে সরল রেখায় প্রবাহিত জেট বায়ু যখন আঁকাবাঁকা পথে অগ্রসর হলে তাকে ইনডেক্স সাইকেল ( Index Cycle ) বলে। জেটস্ট্রিম উৎপত্তির পর থেকে প্রধানত চারটি পর্যায়ের মাধ্যমে পূর্ণতা বা সম্পূর্ণতা লাভ করে। যেমন-
প্রথম পর্যায়ঃ
প্রথম পর্যায়ে জেট বায়ু মেরু অঞ্চল সংলগ্ন এলাকার উপর দিয়ে পশ্চিম থেকে পূর্বে সামান্য বক্রতা নিয়ে প্রবাহিত হয়। শীতল মেরুদেশীয় বায়ু এবং উপক্রান্তীয় বায়ু যেখানে পরস্পর মিলিত হয় সেখানে জেট স্ট্রিমের উৎপত্তি হয়। এই পর্যায়েকে হাই জোনাল ইনডক্স (High Zonal Index) বলা হয় ।
প্রথম পর্যায় |
দ্বিতীয় পর্যায়ঃ
এই পর্যায়ে জেট বায়ু প্রবাহ নিরক্ষরেখার দিকে বেঁকে যায়। রসবি তরঙ্গের বিস্তার যথেষ্ট বেড়ে যায়। ফলে মেরু অঞ্চলের শীতল বায়ু নিরক্ষরেখার দিকে এবং উপক্রান্তীয় অঞ্চলের উষ্ণবায়ু মেরু অঞ্চলের দিকে স্থানান্তরিত হয়। এই সময় জেট বায়ুর গতিবেগ 160 থেকে 240 কিলোমিটার প্রতি ঘন্টায় হয়।
দ্বিতীয় পর্যায় |
তৃতীয় পর্যায়ঃ
এই পর্যায়ে জেট বায়ুর বক্রতা বহুগুণ বেড়ে যায়। তরঙ্গদৈর্ঘ্য কমে যায় এবং এর বিস্তার (Amplitude) বৃদ্ধি পায়। ক্রান্তীয় অঞ্চলের উষ্ণ বায়ু আরো উত্তরে এবং মেরু অঞ্চলের শীতল বায়ু নিরক্ষরেখা পর্যন্ত বিস্তৃত হয়। এই সময় জেট বায়ুর গতিবেগ ঘন্টায় 240 থেকে 320 কিলোমিটার হয়। তাপমাত্রার অবক্রম পূর্ব থেকে পশ্চিম দিকে বিস্তৃত হয়।
তৃতীয় পর্যায় |
চতুর্থ পর্যায়ঃ
এই পর্যায়ে জেট বায়ু এমনভাবে বাঁক নেয় যাতে মেরু অঞ্চলের শীতল বায়ু মূল স্রোত থেকে বিচ্ছিন্ন হয়ে ক্রান্তীয় অঞ্চলের দিকে অবস্থান করে। বিচ্ছিন্ন এই শীতল ( বা উস্ষ্ণ) অংশগুলো বায়ু কোষ নামে পরিচিত। বিচ্ছিন্ন এই শীতল কোষগুলি ক্রান্তীয় অঞ্চলে উষ্ণ ও হাল্কা বায়ুর দ্বারা বেষ্টিত হয়ে অবস্থান করে। অপরদিকে ক্রান্তীয় অঞ্চলের উষ্ণ ও হালকা বাতাস বিচ্ছিন্ন হয়ে মেরু অঞ্চলের শীতল ও ভারি বায়ু দ্বারা বেষ্টিত হয়ে অবস্থান করে। এই পর্যায়ের শেষে জেট বায়ুর জীবনচক্রের অবসান হয়। জেট বায়ুর এই পর্যায়কে বলা হয় নিম্ন জোনল ইন্ডেক্স (Low Zonal Index) বলে ।
চতুর্থ পর্যায় |