Type Here to Get Search Results !

মৃত্তিকা (Soil) SAQ /রেগোলিথ/পেডোজেনেসিস/ডুরিক্রাস্ট/গ্লেইজেশন/হাইড্রোমর্ফিক/মৃত্তিকা বিজ্ঞানের জনক/কর্তিত পরিলেখ/হোরাইজন/সোলাম(Solum)/মৃত্তিকার বিভেদ

 

1. মৃত্তিকার সংজ্ঞা দাও।

              ভূপৃষ্ঠের উপরিভাগের সূক্ষ্ম পদার্থ দ্বারা গঠিত শিথিল স্তর যা জৈব পদার্থ সমৃদ্ধ এবং উদ্ভিদের বৃদ্ধির সহায়ক তাকে মৃত্তিকা বলে।


2.মৃত্তিকা সৃষ্টির প্রধান প্রক্রিয়া গুলি কি কি?

             মৃত্তিকা সৃষ্টির দুটি প্রধান প্রক্রিয়া হল আবহবিকার এবং পরিলেখ গঠন।


3.মৃত্তিকা সৃষ্টির মৌলিক প্রক্রিয়া গুলি কি কি?

                  মৌলিক প্রক্রিয়া গুলির অন্যতম হলো- হিউমিফিকেশন, খনিজ করণ, এলুভিয়েশন, ইলুভিয়েশন। এই সকল প্রক্রিয়া গুলি কার্যকরী হয় সংযোজন, অপসারণ, রূপান্তর এবং স্থানান্তরের মাধ্যমে ।


4.রেগোলিথ কি?

            "Regolith"একটি গ্রিক শব্দ; যার অর্থ 'Blanket' । প্রধানত আবহবিকারের প্রভাবে ভূত্বকের উপরিভাগে সৃষ্ট আলগা শিথিল শিলা স্তরকে রেগোলিথ বলে। এই রেগোলিথ পরবর্তীতে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে মৃত্তিকায় পরিণত হয়।


5.মৃত্তিকা সৃষ্টির বিশেষ প্রক্রিয়া গুলি কি কি?

         ল্যাটেরাইজেশন, পডসলাইজেশন, সালিনিজেশন, ক্যালসিফিকেশন, অ্যালকালাইজেশন, গ্লেইজেশন প্রভৃতি ।


6. পেডোজেনেসিস কি?

             রেগোলিথ থেকে মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়াকে পিডোজেনেসিস বলে।


7. হিউমাস কি? 

                 উদ্ভিদ এবং প্রাণীর দেহাবশেষ মৃত্তিকায় যুক্ত হওয়ার পর বিভিন্ন বায়ুজীবী এবং অবায়ুজীবী জীবাণু দ্বারা বিয়োজিত হয় এবং ধীরে ধীরে পরিবর্তিত হয়ে এক জটিল কালো রঙের পদার্থ সৃষ্টি করে একে হিউমাস বলে ।


8. হিউমিফিকেশন কি?

                   উদ্ভিদ এবং প্রাণীর দেহাবশেষ বিয়োজিত এবং পরিবর্তিত হয়ে হিউমাসে পরিণত হয়। এই হিউমাস সৃষ্টির প্রক্রিয়াকে হিউমিফিকেশন বলে।


9. ডুরিক্রাস্ট কি ? 

                  ল্যাটেরাইট মৃত্তিকার B স্তরে অদ্রবণীয় পদার্থ সঞ্চিত হয়ে ইটের মতো গাঢ় লাল রঙের কঠিন আবরণ সৃষ্টি করে। একে ডুরিক্রাস্ট বলে । এটি ক্রান্তীয় এবং উপক্রান্তীয় অঞ্চলে সৃষ্টি হয়।


10. ক্যালসিফিকেশন কোন মৃত্তিকায় দেখা যায়?

                     নাতিশীতোষ্ণ তৃণভূমি অঞ্চলের চারনোজেম মৃত্তিকায়।


11. গ্লেইজেশন ?

                 জলাভূমির তলদেশে অক্সিজেনের অভাব থাকায় জৈব পদার্থের জারণ ক্রিয়ার পরিবর্তে বিজারণ প্রক্রিয়া সম্পন্ন হয়। এই প্রক্রিয়াকে গ্লেইজেশন বলে।


12. হাইড্রোমর্ফিক মাটি কি? 

               জলাভূমির তলদেশে গ্লেইজেশন প্রক্রিয়ায় যে মৃত্তিকা সৃষ্টি হয় তাকে হাইড্রোমর্ফিক মৃত্তিকা বলে। পিট এই ধরনের মাটির উদাহরণ।


13. মৃত্তিকা বিজ্ঞানের জনক কাকে বলে?

                  ডকুচেভ (Doku chaev) কে মৃত্তিকা বিজ্ঞানের জনক বলা হয়।


14. মৃত্তিকা সৃষ্টির নিয়ন্ত্রকগুলির মধ্যে সক্রিয় উপাদান এবং নিষ্ক্রিয় উপাদানের নাম লেখ।

                           মৃত্তিকা সৃষ্টির নিয়ন্ত্রকগুলি হল- জলবায়ু, জীবজগৎ, আদিশিলা, ভূপ্রকৃতি এবং সময়। এর মধ্যে 

                  সক্রিয় উপাদান হলো----- জলবায়ু এবং জীবজগৎ 

                  নিষ্ক্রিয় উপাদান হলো---- আদিশিলা, ভূ-প্রকৃতি এবং সময়।


15. একটোডায়নামোমর্ফিক মাটি কি?

 

                         মৃত্তিকা সৃষ্টিতে জলবায়ুর ভূমিকা সর্বাধিক হলে তাকে একটোডায়নামোমর্ফিক মাটি বলে। যেমন- কৃষ্ণমৃত্তিকা, চারনোজেম মৃত্তিকা ইত্যাদি।


16. এন্ডোডায়নামোমর্ফিক মাটি কি?

                          মৃত্তিকা সৃষ্টিতে আদি শিলা বা জনক শিলার প্রভাব সর্বাধিক হলে তাকে এন্ডোডায়নামোমর্ফিক মাটি বলে. যেমন- লিথোসল, রেগোসল এবং অ্যালুভিয়াম।


17. ভ্যান্ট হফ (Vant Hoff) এর সূত্রটি লেখ। 

                          মৃত্তিকা সৃষ্টিতে তাপমাত্রা বা উষ্ণতার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। প্রতি 10° সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে রাসায়নিক বিক্রিয়ার হার প্রায় দ্বিগুণ বৃদ্ধি পায়   এই সূত্রটিকে ভ্যান্ট হফ এর সূত্র বলে।


18. মৃত্তিকা পরিলেখ( Soil Profile) কি?

                               উপযুক্ত পরিবেশে যে পরিণত মৃত্তিকা সৃষ্টি হয়, সেই মৃত্তিকার প্রস্থচ্ছেদ করলে ভূপৃষ্ঠের সমান্তরালে কয়েকটি স্তর বা হরাইজন দেখা যায়। মৃত্তিকার এই প্রস্থচ্ছেদ কেই মৃত্তিকা পরিলেখ( Soil Profile) বলে । পরিণত মৃত্তিকায় এই পরিলেখ ভালোভাবে গঠিত হয়।


19. কর্তিত পরিলেখ(Truncated Profile) কি?

                         কোন কারণে ক্ষয়কার্য বৃদ্ধি পেলে মৃত্তিকার পরিলেখের উপরিভাগের এক বা একাধিক স্তর বা হরাইজন সম্পূর্ণভাবে অপসারিত হলে তাকে কর্তিত পরিলেখ বলে। এক্ষেত্রে মৃত্তিকার উপরিভাগে A স্তর এর পরিবর্তে B অথবা C স্তর দেখা যায়।


20. হোরাইজন(Horizon) কি? 

                 মৃত্তিকা পরিলেখে অনুভূমিকভাবে বা ভূপৃষ্ঠের সমান্তরালে কয়েকটি অংশ দেখা যায়। প্রত্যেকটি অংশকে এক একটি স্তর বা হোরাইজন(Horizon) বলে।


21. ডাফ এবং মাল কি? 

                সরলবর্গীয় অরণ্য অঞ্চলের মৃত্তিকার উপরিভাগের জৈবপদার্থ সমৃদ্ধ স্তরকে বা 'O' স্তরকে ডাফ এবং পর্ণমোচী অরণ্য অঞ্চলের মৃত্তিকার উপরিভাগের জৈবপদার্থ সমৃদ্ধ স্তরকে বা 'O' স্তরকে মাল বলে।


22. সোলাম(Solum) কি?

               'Solum'  একটি ল্যাটিন শব্দ যার অর্থ মাটি বা জমি। মৃত্তিকার A এবং B স্তরে মৃত্তিকার গঠন এর সমস্ত প্রক্রিয়া সক্রিয় থাকে। যার মধ্যে উদ্ভিদ এবং প্রাণীর অস্তিত্ব লক্ষ্য করা যায়। এই নরম,  শিথিল, হিউমাস সমৃদ্ধ স্তরকে সোলাম(Solum) বলে। এই স্তর সবচেয়ে উর্বর।


23. জৈব স্তর কি?

                মৃত্তিকার উপরিভাগে উদ্ভিদ এবং প্রাণীর দেহাবশেষ দ্বারা গঠিত স্তরকে জৈব স্তর বা O স্তর বলে। মৃত্তিকা পরিলেখ এর সর্বোচ্চ স্তর হলো জৈব স্তর। 


24. "হার্ডপ্যান" কোন মাটিতে দেখা যায়?

                     চারনোজেম মাটিতে।


25. এলুভিয়েশন স্তর এবং ইলুভিয়েশন স্তর কি?

               মৃত্তিকার উপরিভাগের A স্তর থেকে বিভিন্ন খনিজ এবং জৈব পদার্থ ভৌত এবং দ্রবন প্রক্রিয়ায় স্থানান্তরিত হয়। এই কারণে A স্তরকে এলুভিয়েশন স্তর বলে।

              মৃত্তিকার উপরিভাগ থেকে বিভিন্ন খনিজ এবং জৈব পদার্থ দ্রবীভূত এবং ধৌত প্রক্রিয়া স্থানান্তরিত হয়ে B স্তরে সঞ্চিত হয় এই কারণে B স্তরকে ইলুভিয়েশন স্তর বলে।


26. মৃত্তিকার উপাদান গুলি কি কি?

                              মৃত্তিকার গঠন বিশ্লেষণ করলে চারটি মূল উপাদান লক্ষ্য করা যায়। 

           যেমন- খনিজ পদার্থ                  45% 

                      জৈব পদার্থ                     5% 

                      মৃত্তিকার জল                 25% 

                      মৃত্তিকার মধ্যে বাতাস    25% 


27. মৃত্তিকায় কোন খনিজের পরিমাণ সর্বাধিক?

                       ফেল্ডসপার (57.80 শতাংশ)


28. মৃত্তিকার গ্রথন কি?

                   মৃত্তিকার মধ্যে অবস্থিত বিভিন্ন আয়তনের কনা, যেমন- পলি, বালি এবং কাদা কনার আপেক্ষিক আনুপাতিক পরিমাণকে মৃত্তিকার গ্রথন বলে। অন্যভাবে বলা যায় মাটিতে অবস্থিত 2 মিলিমিটার ব্যাসের কম আয়তনের মৃত্তিকার কনাগুলির অনুপাতকে মাটির গ্রথন বলে।


29. মৃত্তিকার বিভেদ(Soil Separate) কি?

                 আয়তনের ভিত্তিতে মাটির কথাগুলিকে কয়েকটি শ্রেণীতে ভাগ করা যায়, এদের বলে মাটির বিভেদ(Soil Separate)।


30. মৃত্তিকার গ্রথন কয়টি?

                 U.S.D.A এর পক্ষ থেকে মাটির প্রধান 12 টি  গ্রথন চিহ্নিত করা হয়েছে।


31. পলি, বালি এবং কাদা কণার আয়তন লেখ।

                     আয়তনের ভিত্তিতে মাটির কনাগুলিকে কয়েকটি শ্রেণীতে ভাগ করা যায় এদের মাটির বিভেদ(Soil Separate) বলে।U.S.D.A পদ্ধতি অনুসারে বিভেদগুলি হল-

               বালিকণা---- 2.0 থেকে 0.05 মিলিমিটার

              পলিকনা------ 0.05থেকে0.002 মিলিমিটার

              কাদাকনা -----0.002 মিলিমিটারের কম।


32. মাটির গঠন কি?

                  মৃত্তিকায় অবস্থিত পলিকণা, কাদাকনা এবং বালিকণা প্রভৃতি পরস্পর যুক্ত হয়ে মাটির যে বিন্যাস সৃষ্টি করে তাকে মাটির গঠন বলে । যেমন- দানাদার, প্রিজমের মত প্রভৃতি।


33. পেড(Ped) কি?

                     মাটির প্রাথমিক কনাগুলি যখন সমষ্টিতে পরিণত হয় তখন তাকে পেড বলে। যেমন- দানাবদ্ধ, প্রিজমাকার প্রভৃতি।

34. পেডন(Pedon) কি? 

                     এক পৃথক সত্তাযুক্ত ত্রিমাত্রিক মৃত্তিকা একককে পেডন(Pedon) বলে।


35. এপিপেডন(Epipedon) কি?  

                   মৃত্তিকা হরাইজনের উপরের স্তরে বা ইলুভিয়েশন স্তর এর উপরের ত্রিমাত্রিক রূপকে এপিপেডন(Epipedon) বলে।


36. পলিপেডন(Polypedon) কি?

                       পরস্পরের সঙ্গে সঙ্ঘবদ্ধ কতকগুলি পেডনকে পলিপেডন(Polypedon) বলে। 

 

37. ভৌত শুষ্ক মৃত্তিকা(Physically dry soil) কি?

                            যে সকল মৃত্তিকা জল ধারণে অক্ষম এবং যে মৃত্তিকা শুকিয়ে যায়, এই ধরনের মৃত্তিকাকে ভৌত শুষ্ক মৃত্তিকা(Physically dry soil) বলে। জল ধরে রাখতে পারে না বলে উদ্ভিদ মৃত্তিকা থেকে জল সংগ্রহ করতে পারে না। যেমন- বেলে মাটি।


38. শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা(Physiologically dry soil) কি?

                    মৃত্তিকায় লবণের পরিমাণ অধিক হওয়ায় পর্যাপ্ত পরিমাণে জল থাকা সত্বেও উদ্ভিদ এই মৃত্তিকা থেকে জল সংগ্রহ করতে পারে না। একে শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা(Physiologically dry soil) বলে। যেমন- উপকূল ভাগের লবণাক্ত মৃত্তিকা।


39. লিথোক্রমিক এবং পেডোক্রমিক মাটি কি?

                          জনক শিলা থেকে সৃষ্ট মাটি যে রং পায় তাকে লিথোক্রমিক মাটি বলে। যেমন- কৃষ্ণমৃত্তিকা।

মাটির গঠন প্রক্রিয়ার মাধ্যমে মাটি যে রং পায় তাকে পেডোক্রমিক মাটি বলে। যেমন - চারনোজেম।


40. প্রশম, আম্লী্ক এবং ক্ষারকীয় মৃত্তিকর pH এর মান কত?

                 প্রশম মাটির pH 7 আম্লিক মাটির pH 7 এর কম ক্ষারীয় মাটির pH 7 এর বেশি।


41. মৃত্তিকা pH কি? 

                  ফরাসি শব্দ"Puissance de Hydrogen" থেকে pH শব্দটি এসেছে মৃত্তিকা pH বলতে 1 লিটার মৃত্তিকা দ্রবণে মুক্ত হাইড্রোজেন আয়নের পরিমাণ কে বোঝায় pH এর মান এর দ্বারা মৃত্তিকার অম্লত্ব এবং ক্ষারীয় অবস্থার পরিমাপ করা যায় । মাটিতে হাইড্রোজেন আয়নের পরিমাণ বেশি হলে মাটির pH এর মান 7 এর কম হয় ফলের মাটির দ্রবণটি অম্ল প্রকৃতির হয় pH এর মান 7 এর বেশি হলে মাটিতে হাইড্রোজেন আয়নের পরিমাণ কম হয় ফলে মাটি ক্ষারীয় প্রকৃতির হয়।


42. মাটির আদর্শ pH কত? 

                 মাটির আদর্শ pH এর মান হল  6.5-7.5 ।


43. উর্বরতা(Soil Fertility) কি?

                       উদ্ভিদের জন্য মাটির মধ্যে থাকা পুষ্টিমৌল বা খনিজ পদার্থ গুলির পর্যাপ্ত পরিমাণে এবং সঠিক অনুপাতে সরবরাহ করাকে উর্বরতা বলে ।


44. উৎপাদনশীলতা(Productivity) কি?

                       কোন মৃত্তিকা স্বাভাবিক অবস্থায় যতটা পরিমাণ শস্য উৎপাদন করতে পারে তাকে ওই মৃত্তিকার উৎপাদনশীলতা বলে। অন্যভাবে বলা যায়, কোন মাটির শস্য উৎপাদন ক্ষমতাকেই উৎপাদনশীলতা বলে। 


45. সহজাত এবং অর্জিত উর্বরতা কি?

             উদ্ভিদের বৃদ্ধি এবং পুষ্টির জন্য বাইরে থেকে কোন পরিপোষক ব্যবহার না করেই মাটির যে উর্বরতা বজায় থাকে তাকে সহজাত উর্বরতা বলে।

        বাইরে থেকে পরিপোষক প্রয়োগ,  জলসেচ,  জমিতে কর্ষণ প্রভৃতির মাধ্যমে মাটিতে যে উর্বরতা সৃষ্টি করা হয় তাকে অর্জিত উর্বরতা বলে।


46. পরিপোষক(Nutrient) কি?

                   প্রকৃতি থেকে প্রাপ্ত যে সকল জৈব এবং অজৈব বস্তু জীবের স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশ ঘটাতে সাহায্য করে তাকে পরিপোষক(Nutrient) বা মৌল বলে।


47. খাদ্য(Food) কি?

                যে বস্তু জীবের দেহ গঠনে, দেহের কাজ নিয়ন্ত্রণে এবং শক্তি তৈরিতে সাহায্য করে তাকে খাদ্য বলে।


48. অপরিহার্য মৌল (Essential element) কি?

                  যে সকল মৌল বা পরিপোষক এর অভাবে গাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয় তাকে অপরিহার্য মৌল বলে। প্রায় 20 টি মৌলকে অপরিহার্য মৌল হিসেবে ধরা হয়। যেমন-  কার্বন,  হাইড্রোজেন, অক্সিজেন ইত্যাদি।


49. উপকারী মৌল (Beneficial elements) কি?

                  যে সকল মৌল উদ্ভিদের বৃদ্ধি এবং বিকাশে বিশেষ প্রভাব ফেলে না। কিন্তু এই মৌলগুলি উদ্ভিদের বৃদ্ধিতে সহায়তা করে। একে উপকারী মৌল বলে। যেমন- রুবিডিয়াম , স্ট্রনশিয়াম , ক্রোমিয়াম , আর্সেনিক প্রভৃতি।


50. অতিমাত্রিক মৌল (Macronutrient) কি?

 

                  যে সকল অপরিহার্য মৌল উদ্ভিদের পুষ্টিতে অধিক পরিমাণে প্রয়োজন তাদের অতিমাত্রিক মৌল বলে ।9 টি অতিমাত্রিক মৌল আছে। যেমন- কার্বন,  হাইড্রোজেন,  অক্সিজেন,  নাইট্রোজেন, , ফসফরাস,  পটাশিয়াম,  ক্যালসিয়াম,  ম্যাগনেসিয়াম,  সালফার।


51. স্বল্পমাত্রিক মৌল (Micronutrients) কি?

                    যে সকল মৌল উদ্ভিদের পুষ্টিতে সামান্য পরিমাণে প্রয়োজন। তাকে স্বল্পমাত্রিক মৌল বলে। যেমন- ম্যাঙ্গানিজ , তামা , লোহা , দস্তা প্রভৃতি।


52. জৈব পরিপোষক কি?

                       জীব দেহ থেকে প্রাপ্ত পরিপোষককে জৈব পরিপোষক বলে। যেমন- কার্বোহাইড্রেড,  ফ্যাটি এসিড।


53. অনুঘটক মৌল কি?

               যে সকল মৌল উৎসেচকের সহ উৎসেচক হিসেবে কাজ করে এবং জৈব রাসায়নিক বিক্রিয়ায় অংশ নেয় তাকে অনুঘটক মৌল বলে। যেমন- ম্যাঙ্গানিজ।


54. সাংগঠনিক মৌল কি?

             যে সকল মৌল উদ্ভিদ দেহে কোষ প্রাচীর গঠনে সহায়তা করে তাদের সাংগঠনিক মৌল বলে। যেমন- কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন।


55. প্রোটোপ্লাজমিয় মৌল কি?

           যে সকল মৌল প্রোটোপ্লাজম গঠনে সহায়তা করে তাদের প্রোটোপ্লাজম ইও মৌল বলে। যেমন- নাইট্রোজেন, সালফার , ফসফরাস।


56. সংকটি মৌল কি?

              উদ্ভিদের বৃদ্ধি এবং পুষ্টিতে যেসকল মৌল বেশি পরিমাণ প্রয়োজন এবং মাটিতে যে সকল মৌলের অভাব প্রায়ই দেখা যায়। এদের সংকটি মৌল বলে। যেমন- নাইট্রোজেন,  ফসফরাস , পটাশিয়াম ( NPK)।


57. নাইট্রোজেন স্থাপনকারী ব্যাকটেরিয়ার নাম লেখ।

                     অ্যাসিটোব্যাকটর, ক্লস্ট্রিডিয়াম , রাইজোবিয়াম।


58. মিথোজীবী কি?

           দুটো জীব পরস্পর যুক্ত থেকে পরস্পরের সাহায্যে পরিপোষণ বা পুষ্টি সংগ্রহ করলে তাদের মিথোজীবী বলে। যেমন-  রাইজোবিয়াম পাইন গাছের সঙ্গে একত্রে পুষ্টি সংগ্রহ করে।


59. ক্লোরোসিস এবং নেক্রসিস কি?

                পটাশিয়ামের অভাব ঘটলে প্রথমে গাছের পুরনো পাতার ডগা এবং প্রান্ত হলুদ হতে থাকে। একে ক্লোরোসিস বলে।

       ক্লোরোসিস হবার পর সব পাতা শুকিয়ে যায় এই লক্ষণকে বলেন নেক্রসিস।


60. হাইড্রোপনিক্স কি?

             যখন মাটিহীন অবস্থায় শুধুমাত্র বায়ুভরা পরিপোষক দ্রবণের মধ্যে উদ্ভিদ সৃষ্টি হয়। তখন তাকে বলে হাইড্রোপনিক্স।


61. USDA এর তথ্য অনুযায়ী মৃত্তিকার বর্গ কয়টি? সর্বশেষ বর্গ কোনটি? 

                   12 টি। সর্বশেষ বর্গটি হলো মলিসল।


62. কঙ্কালসার(Skeletal) মাটি কি?

              পার্বত্য অঞ্চলে নবীন বা নতুন মাটির সঙ্গে বড় পাথর, শিলাখণ্ড, বোল্ডার ইত্যাদি মিশে যে মাটির সৃষ্টি করে তাকে কঙ্কালসার মাটি বলে। এই মাটি অপরিণত এবং মাটিতে জৈব পদার্থের পরিমাণ কম থাকে।

63. মৃত্তিকা ক্যাটেনা (Catena) কি?

                একই জলবায়ু অঞ্চলে অবস্থিত কোন উচ্চভূমির বিভিন্ন উচ্চতায় যদি বিভিন্ন ধরনের মাটি লক্ষ্য করা যায়, একে মৃত্তিকা ক্যাটেনা(Catena) বলে। উচ্চ পার্বত্য অঞ্চলে লক্ষ্য করা যায় ।


64. রেনজিনা(Rendzina) কি?  

              চুনাপাথর থেকে সৃষ্ট ধূসর রঙের মাটি রেনজিনা নামে পরিচিত।


65. কার্বন-নাইট্রোজেন অনুপাত কি?

                 কোন মাটিতে জৈব কার্বন এর ওজন এবং নাইট্রোজেন এর ওজনের অনুপাতকে কার্বন-নাইট্রোজেন অনুপাত বা C:N অনুপাত বলে। কৃষি জমিতে এই অনুপাত হয় 8:1 থেকে 15:1 ।


66. ক্লাইমোসিকোয়েন্স কি?

         মাটির সৃষ্টিকারী উপাদানরূপে জলবায়ুর তারতম্যের জন্য আলাদা অথচ পরস্পর সম্পর্কযুক্ত একই ধরনের মৃত্তিকা সৃষ্টি হয়। একে ক্লাইমোসিকোয়েন্স বলে।






একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area