বৃত্তচাপীয় দ্বীপমালা(Island Arc) কি?
যখন অসংখ্য দ্বীপ বা দ্বীপপুঞ্জ বৃত্তচাপের আকারে অবস্থান করে তাকে বৃত্তচাপীয় দ্বীপমালা(Island Arc) বলে। মহাসাগরীয় অভিসারী পাত সীমানা বরাবর গড়ে ওঠে।
উৎপত্তিঃ
অভিসারী পাত সীমানায় যখন দুটি মহাসাগরীয় পাতের মুখোমুখি সংঘর্ষ হয় তখন অপেক্ষাকৃত ভারী মহাসাগরীয় পাতটি হালকা মহাসাগরীয় পাতের নিচে প্রবেশ করে। পাতটি অ্যাস্থেনোস্ফিয়ার পর্যন্ত প্রবেশ করলে অধিক উষ্ণতায় পাত টির অগ্রভাগ গলে গিয়ে ম্যাগমায় পরিণত হয়। ম্যাগমা ফাটল বা দুর্বল স্থান দিয়ে উপরে উঠে আসে এবং সমুদ্রের জলের তলদেশে সঞ্চিত হয়ে আগ্নেয়গিরি গঠন করে। পাত সীমানার সমান্তরালে অসংখ্য আগ্নেয়গিরির সৃষ্ট হয়। ক্রমাগত ম্যাগমা নির্গত হওয়ায় আগ্নেয়গিরি গুলির উচ্চতা ধীরে ধীরে বৃদ্ধি পায় এবং এক সময় সমুদ্রের জলতলের উপরে উঠে এসে আগ্নেয় দ্বীপ গঠন করে। এই দ্বীপগুলি একত্রে বৃত্তচাপের মত দেখতে হয়।
বৈশিষ্ট্যঃ
i) অভিসারী মহাসাগরীয়-মহাসাগরীয় পাত সীমানায় দেখা যায়।
ii) উপকূল রেখার প্রায় সমান্তরালে দ্বীপ গুলি গড়ে ওঠে।
iii) দ্বীপগুলির নিকটে গভীর সমুদ্রখাত অবস্থান করে।
iv) এই অঞ্চল প্রবল ভূমিকম্প প্রবণ হয়।
উদাহরণঃ
এলুশিয়ান দ্বীপপুঞ্জ, কিউরাইল দ্বীপপুঞ্জ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, জাপান দ্বীপপুঞ্জ, ফিলিপাইনস দ্বীপপুঞ্জ।