1. ইকোলজি (Ecology) কি?
"Ecology" শব্দটির দুটি গ্রিক শব্দ"Oikos"যার অর্থ "বাসস্থান" এবং"Logos"যার অর্থ "জ্ঞান" থেকে এসেছে। বাস্তুবিদ্যার যে শাখায় জীবজগতের উৎপত্তি, অবস্থান এবং তাদের পারিপার্শ্বিক পরিবেশের সঙ্গে সম্পর্ক আলোচনা করা হয়, তাকে বাস্তুবিদ্যা বা ইকোলজি বলে।
2. ইকোলজি (Ecology) শব্দটি প্রথম কে ব্যবহার করেন?
1996 সালে জার্মান প্রাণিবিজ্ঞানী আর্নেস্ট হেকেল সর্বপ্রথম ইকোলজি শব্দটি ব্যবহার করেন।
3. বাস্তুবিদ্যার(Ecology) জনক কাকে বলে?
আর্নেস্ট হেকেলকে বাস্তুবিদ্যার জনক বলা হয়।
4. অটইকোলজি(Autecology) কি ?
একটি নির্দিষ্ট জীব প্রজাতির বাস্তুসংস্থান সম্পর্কে আলোচনাকে অটইকোলজি(Autecology) বলে। যেমন- সুন্দরবনের কেবলমাত্র বাঘের বাস্তুসংস্থান নিয়ে আলোচনা।
5. সিনইকোলজি(Synecology) কি?
একটি নির্দিষ্ট অঞ্চলের সমস্ত জীবসম্প্রদায় এর বাস্তুসংস্থান নিয়ে যখন আলোচনা করা হয় তখন তাকে সিনইকোলজি(Synecology) বলে। যেমন- সুন্দরবনের সমস্ত জীবসম্প্রদায় নিয়ে আলোচনা।।
6. বাস্তুতন্ত্র (Ecosystem) কি?
যে প্রণালী বা নিয়মের মাধ্যমে কোন নির্দিষ্ট পরিবেশে বসবাসকারী জীবসম্প্রদায় এবং ওই পরিবেশের অজৈব উপাদানগুলির পারস্পরিক আন্তঃক্রিয়ায় উপাদানের বিনিময় ঘটে, তাকে বাস্তুতন্ত্র(Ecosystem) বা বাস্তুরীতি বলে।
7. বাস্তুতন্ত্র(Ecosystem) শব্দটি কে প্রথম ব্যবহার করেন?
1945 সালে বিজ্ঞানী ট্রান্সলে (A.G. Tansley)
8. উৎপাদক বা স্বভোজী ( Producer or Autotroph) কি?
বাস্তুতন্ত্রে যে সকল উপাদানগুলি নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে অর্থাৎ খাদ্য সংগ্রহের জন্য অপরের ওপর নির্ভর করতে হয় না। তাদের স্বভোজী বা উৎপাদক( Producer or Autotroph) বলে। উৎপাদক দুই প্রকারের হয়। যেমন-
সালোকসংশ্লেষকারী স্বভোজীঃ
যেসকল উৎপাদক সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিল এর মাধ্যমে সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় জটিল যৌগ (গ্লুকোজ) তৈরি করে তাদের সালোকসংশ্লেষকারী স্বভোজী বলে। যেমন- সবুজ উদ্ভিদ, শৈবাল
রাসায়নিক সংশ্লেষ স্বভোজীঃ
যে সকল উৎপাদক সূর্যালোক ছাড়াই রাসায়নিক প্রক্রিয়ায় সরল যৌগকে জটিল পুষ্টি যৌগে পরিবর্তন করে, তাদের রাসায়নিক সংশ্লেষ স্বভোজী বলে। যেমন- রাসায়নিক সংশ্লেষ ব্যাকটেরিয়া।
9. কেমোসিনথেসিস(Chemosynthesis) কি?
যে প্রক্রিয়ায় সূর্যালোকের উপস্থিতিতে বিশেষ শ্রেণীর ব্যাকটেরিয়া সরল যৌগকে রাসায়নিক বিক্রিয়ায় জটিলতর পুষ্টি যৌগে পরিবর্তন করে, একে কেমোসিনথেসিস(Chemosynthesis) বলে।
10. পরভোজী বা খাদক(Consumer or Heterotroph) কি?
বাস্তু বাস্তুতন্ত্রে যে সকল উপাদান বা জীব নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না এবং খাদ্যের জন্য উৎপাদকের বা উদ্ভিদের তৈরি খাদ্যের উপর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্ভর করে তাদের খাদক বা পরভোজী(Consumer or Heterotroph) বলে। খাদক কয়েক প্রকারের হয়।
যেমন- প্রাথমিক খাদক বা প্রথম শ্রেণীর খাদক(Primary Consumer) (গরু, ভেড়া )
গৌণ খাদক বা দ্বিতীয় শ্রেণীর খাদক(Secondary Consumer) (কুকুর,বেড়াল)
প্রগৌণ খাদক বা তৃতীয় শ্রেণীর খাদক(Tertiary Consumer) (কাক, শকুন)
11. সর্বভুক (Omnivores) কি?
যে সকল প্রাণী সবুজ উদ্ভিদ এবং অন্যান্য প্রাণীদের খাদ্য হিসেবে গ্রহণ করে তাদের সর্বভুক(Omnivores) বলে। এই সকল জীব সমস্ত পুষ্টিস্তর থেকেই খাদ্য সংগ্রহ করে। যেমন- মানুষ, ভাল্লুক, আরশোলা।
12. অনুখাদক বা বিয়োজক (Microconsumers) কি?
বাস্তুতন্ত্রে যে সকল উপাদান মৃত উদ্ভিদ এবং প্রাণীর দেহাবশেষকে বিয়োজিত করে অর্থাৎ অপেক্ষাকৃত জটিল জৈব যৌগকে সরল উপাদানে পরিবর্তন করে তাদের অনুবাদক বা বিয়োজক(Microconsumers) বলে। যেমন- ছত্রাক, ব্যাকটেরিয়া প্রভৃতি।
13. ডেট্রিটাস (Detritus) এবং ডেট্রিভোর (Detrivores) কি?
উদ্ভিদ এবং প্রাণীর দেহাবশেষ বা অন্যান্য বর্জ্য পদার্থকে বিভিন্ন ছত্রাক এবং ব্যাকটেরিয়া যখন আংশিকভাবে পচিয়ে দেয়, এই সকল অর্ধপাচিত বা অসম্পূর্ণ বিয়োজিত পদার্থকে ডেট্রিটাস(Detritus) বলে।
যে সকল ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীরা ডেট্রিটাস(Detritus) পদার্থকে খাদ্য হিসেবে গ্রহণ করে তাদের ডেট্রিভোর(Detrivores) বলে। যেমন- কেঁচো, উইপোকা, পিঁপড়ে প্রভৃতি।
14. বাস্তুতন্ত্রে পুষ্টিস্তর( Trophic Level) কি?
জীব গোষ্ঠীর খাদ্যের যোগান সংক্রান্ত স্তর হলো পুষ্টিস্তর বা খাদ্যস্তর।
15. খাদ্যশৃঙ্খল এর পুষ্টি স্তরের সংখ্যা কয়টি?
3 থেকে 5 টি।
16. বাস্তুতন্ত্রের শক্তিপ্রবাহ(Energy Flow) কি?
বাস্তুতন্ত্রে উৎপাদক বা সবুজ উদ্ভিদের দেহে আবদ্ধ সৌরশক্তি একটি পুষ্টিস্তর থেকে অপর পুষ্টিস্তরে স্থানান্তরিত হওয়াকে শক্তিপ্রবাহ(Energy Flow) বলে।
17. দশ শতাংশ সূত্রের প্রবক্তা কে?
বিজ্ঞানী লিন্ডেম্যান।
18. দশ শতাংশ সূত্রটি( 10 percent law) লেখ।
বিজ্ঞানী লিন্ডেম্যান 1942 সালে দশ শতাংশ (10শতাংশ) সূত্রটি প্রবর্তন করেন। তার মতে খাদ্যশৃঙ্খল এর প্রতিটি স্তরে 10শতাংশ শক্তি দেহ গঠনে কাজে লাগে।
অর্থাৎ একটি হরিণ যদি 1000 কেজি ঘাস খায় তাহলে তার 10শতাংশ অর্থাৎ 100 কেজি দেহ গঠনের কাজে ব্যবহার হবে। আবার একটি সিংহ যদি 100 কেজি হরিণের মাংস খায় তাহলে তার 10শতাংশ অর্থাৎ 10 কেজি সিংহের দেহ গঠনের কাজে ব্যবহার হবে।
19. মৃতজীবী খাদ্যশৃঙ্খল ( Saprophytic Food Chain) কি?
এই প্রকার খাদ্যশৃঙ্খলে মৃত ও গলিত জীব দেহ থেকে জীবাণুর দিকে শক্তি প্রবাহিত হয় এবং শক্তি মৃতজীবী এবং বিয়োজকের মধ্যে আবদ্ধ থাকে। যেমন- মৃত উদ্ভিদ----> ছত্রাক ----> ব্যাকটেরিয়া।
20. বিয়োজক বা ডেট্রিটাস খাদ্যশৃঙ্খল (Detritus Food Chain) কি?
যে সকল খাদ্যশৃঙ্খল বিয়োজক স্তর থেকে শুরু হয় এবং বড় প্রাণীতে গিয়ে শেষ হয়। তাকে বিয়োজক বা ডেট্রিটাস খাদ্যশৃঙ্খল (Detritus Food Chain) বলে। যেমন- পচা পাতা-----> লার্ভা----> ছোট মাছ----> বড় মাছ
21. খাদ্যজাল ( Food Web) কি?
কোন বাস্তুতন্ত্রে শক্তি এবং পুষ্টি একটি মাত্র খাদ্যশৃঙ্খল এর মধ্য দিয়ে প্রবাহিত না হয়ে আন্তঃসম্পর্ক যুক্ত একাধিক খাদ্যশৃঙ্খল এর মাধ্যমে প্রবাহিত হয়, তাকে খাদ্যজাল বলে।
22. বিপরীত পিরামিড কি?
যেসকল পিরামিডে নিচের স্তর থেকে উপরের স্তরের দিকে জীবভর, জীব সংখ্যা বা শক্তির পরিমাণ ক্রমশ বাড়তে থাকে, তাকে বিপরীত পিরামিড বলে। পরজীবী বাস্তুতন্ত্রে জীবসংখ্যা পিরামিড বিপরীত প্রকৃতির হয়।
23. জীবসংখ্যা বা জনসংখ্যা ( Population) কি?
একই প্রজাতির অন্তর্গত সমস্ত জীবকে একত্রে জীবসংখ্যা বা জনসংখ্যা বলে।
24. ইকোটোন (Ecotone) কি?
দুটি পাশাপাশি অবস্থিত জীবগোষ্ঠীর মধ্যবর্তী পরিবর্তনশীল অঞ্চলকে ইকোটোন বলে। যেমন- পাশাপাশি অবস্থিত তৃণভূমি এবং বনাঞ্চলের মধ্যবর্তী অঞ্চল ।
25. জীবমন্ডল শব্দটি প্রথম কে ব্যবহার করেন?
অস্ট্রেলিয়ার ভূ-তত্ত্ববিদ এডওয়ার্ড সুয়েস।
26. বাস্তুতন্ত্রের বৃহত্তম একক কি?
জীবমন্ডল
27. জৈব কারখানা কাকে বলে?
মাটিকে
28. প্রজাতি কি?
বাস্তুতন্ত্রে একই বৈশিষ্ট্যযুক্ত জীবকুলকে প্রজাতি বলে।
29. লেনটিক ( Lentic ) বাস্তুতন্ত্র কি?
স্থির জলের বাস্তুতন্ত্রকে লেনটিক বাস্তুতন্ত্র( Lentic Ecosystem ) বলে। যেমন- পুকুর, হ্রদ, জলাশয়ের বাস্তুতন্ত্র।
30. লোটিক বাস্তুতন্ত্র ( Lotic Ecosystem) কি?
প্রবাহমান জলের বাস্তুতন্ত্রকে লোটিক বাস্তুতন্ত্র( Lotic Ecosystem) বলে। যেমন- নদীর জলের বাস্তুতন্ত্র।
31. পুষ্টিস্তর ধারণাটি কে দিয়েছেন?
রেমন্ড লিন্ডেম্যান
32. খাদ্য পিরামিড ( Food Pyramid) এর ধারনা কে দিয়েছেন?
চার্লস এলটন
33. "Animal Ecology" গ্রন্থের প্রবক্তা কে?
চার্লস এলটন
34. মোট প্রাথমিক উৎপাদন ( Gross Primary Production - GPP) কি?
সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় মোট যে পরিমাণ সৌরশক্তি উদ্ভিদদেহে স্থৈতিক শক্তিরূপে আবদ্ধ হয় তাকে মোট প্রাথমিক উৎপাদন বলে।
35. প্রকৃত প্রাথমিক উৎপাদন( Net Primary Production - NPP) কি?
মোট প্রাথমিক উৎপাদনে উদ্ভিদদেহে মোট যে পরিমাণ শক্তি আবদ্ধ হয় তার মধ্য থেকে উদ্ভিদ নিজের প্রয়োজনে (যেমন- রেচন, শ্বসন প্রভৃতি) কিছু পরিমাণ শক্তি ব্যয় করে । উদ্ভিদ দেহে অবশিষ্ট শক্তি সঞ্চিত থাকে। একে প্রকৃত প্রাথমিক উৎপাদন বলে।