ফরাসি জ্যোতির্বিজ্ঞানী মারকুইস. ডি. ল্যাপলাস 1796 খ্রিস্টাব্দে সৌরজগতের উৎপত্তি সম্পর্কে একটি মতবাদ "Exposition of the Solar System" গ্রন্থে প্রকাশ করেন। তার মতবাদটি "নীহারিকা" মতবাদ নামে পরিচিত। কান্টের গ্যাসীয় মতবাদের ত্রুটি-বিচ্যুতি গুলি দূর করে এই মতবাদ প্রকাশ করা হয়। কান্টের গ্যাসীয় মতবাদের তুলনায় এই মতবাদটি অনেক বেশি বিজ্ঞানসম্মত।
মতবাদের মূল কথাঃ
1. ল্যাপলাসের মতে সৌরজগৎ উৎপত্তির পূর্বে মহাশূন্যে একটি বিশাল আকৃতির উত্তপ্ত গ্যাসের নীহারিকা ছিল।
2. নীহারিকাটি তার অক্ষের চারপাশে দ্রুতগতিতে আবর্তন করতো।
3. তাপ বিকিরণ করে নীহারিকা যতই শীতল এবং সংকুচিত হতে থাকলো তার গতিবেগ ক্রমশ বৃদ্ধি পেল।
4. একসময় ঘূর্ণন বেগ এমন এক পর্যায়ে উপস্থিত হল যে নীহারিকাটির নিরক্ষীয় অঞ্চলে অভিকর্ষজ বল ও কেন্দ্র বহির্মুখী বল পরস্পর সমান হল।
5. পরবর্তীতে নীহারিকা যখন আরও শীতল এবং সংকুচিত হল তখন নীহারিকার বাইরের বলয় আকার অংশ সংকোচনে অংশগ্রহণ না করে বিচ্ছিন্ন হয়ে ওজন শূন্য অবস্থায় নিজের জায়গায় স্থির ভাবে ভাসতে থাকলো।
6. বিচ্ছিন্ন বলয় আকার অংশ একত্রিত হয়ে এবং ঘনীভূত হয়ে গ্রহের সৃষ্টি করলো।
7. নতুন সৃষ্ট গ্রহগুলি থেকে একই প্রক্রিয়ায় উপগ্রহ সৃষ্টি হল।
8. নীহারিকার কেন্দ্রীয় অংশ সূর্য রূপে অবস্থান করে
মতবাদের সুবিধাঃ
1 ল্যাপলাসের নীহারিকা মতবাদ কান্টের গ্যাসীয় মতবাদের তুলনায় অনেক বেশি বিজ্ঞানসম্মত।
2 সৌরজগতের গ্রহগুলির প্রায় একই তলে কক্ষপথ গুলির অবস্থান এই মতবাদ থেকে ব্যাখ্যা পাওয়া যায়।
3 গ্রহগুলির প্রথমে উত্তপ্ত এবং গ্যাসীয় অবস্থা, পরবর্তী কালে তাপ বিকিরণের ফলে শীতল এবং কঠিন হওয়ার বিষয়টি এই মতবাদ থেকে পাওয়া যায়।
সমালোচনাঃ
1 প্রথম সৃষ্টি হওয়া নীহারিকাটি কোথা থেকে তাপ এবং গতি পেল সে ব্যাপারে ল্যাপলাস কোন রকম ব্যাখ্যা দেননি।
2 সৌরজগতের বিভিন্ন গ্রহের আকৃতি গত মিল না থাকার কারণ ল্যাপলাস বলেননি।
3 নীহারিকা থেকে বিচ্ছিন্ন বলয় গুলির মধ্যকার পদার্থগুলি কিভাবে একত্রিত হল সে ব্যাপারে ল্যাপলাস কিছুই বলেননি।
4 এই মতবাদে কৌণিক ভরবেগের সংরক্ষণ নীতি মানা হয়নি।
5 বিচ্ছিন্ন বলয় গুলি সঙ্গবদ্ধ হয়ে যে গ্রহের উৎপত্তি হলো সেগুলি কিভাবে গতি পেল এ ব্যাপারে ল্যাপলাস কিছুই বলেননি।
আরও পড়ুন