অন্ধ উপত্যকা (Blind Valley) এবং শুষ্ক উপত্যকা ( Dry Valley)
1. অন্ধ উপত্যকা( Blind Valley)
চুনাপাথর গঠিত অঞ্চলে এর উপর দিয়ে নদী প্রবাহিত হলে এবং নদীপ্রবাহের গতিপথে কোন সিঙ্কহোল সৃষ্টি হলে নদী সিঙ্কহোল এর মধ্য দিয়ে ভূ-অভ্যন্তরের প্রবেশ করে। নদী উপত্যকা উৎস থেকে সিঙ্কহোল পর্যন্ত বিস্তৃত হয়।
বৈশিষ্ট্য:
• অন্ধ উপত্যকা নদীর ঊর্ধ্ব উপত্যকার অংশ।
• এই অংশে সারাবছর জল প্রবাহ থাকে।
• জল প্রবাহ থাকায় এই অংশ ক্ষয়প্রাপ্ত হয়ে গভীর হয়।
অন্ধ উপত্যকা এবং শুষ্ক উপত্যকা |
2. শুষ্ক উপত্যকা (Dry Valley)
নদীর তার প্রবাহ পথে সিঙ্কহোলের মধ্যে প্রবেশ করলে সিঙ্কহোল থেকে নদীর পরবর্তী অংশ অর্থাৎ নিম্ন উপত্যকা জল শূন্য থাকে একে শুষ্ক উপত্যকা বলে। অন্ধ্রপ্রদেশের বোরা গুহা অঞ্চলে শুষ্ক উপত্যকা দেখা যায়।
বৈশিষ্ট্য:
• এই উপত্যকায় কেবলমাত্র বর্ষাকালে জল থাকে। বর্ষার অতিরিক্ত জল সিঙ্কহোলের মধ্য দিয়ে প্রবেশ করতে পারে না বলে এই অংশ প্লাবিত হয়।
• বর্ষা পরবর্তী সময় এই উপত্যকা শুষ্ক থাকে।
• জল প্রবাহ সারাবছর না থাকায় উপত্যকা কম ক্ষয়প্রাপ্ত হয়।
আরও পড়ুন