(MCQ প্রশ্ন গুলির উত্তর শেষে দেওয়া হয়েছে)
1. জলপ্রপাত প্রবল গতি সম্পন্ন হলে তাকে বলে
ক) খরস্রোত খ) ক্যাটারাক্ট
গ) কাসকেড ঘ) রেপিড
2. ফিনল্যান্ডের বিখ্যাত এসকারটির নাম
ক) পুনকাহারয়ু খ) কদরমো
গ) এরিটি ঘ) কোনোটিই নয়
3. পৃথিবীর দ্রুততম হিমবাহের নাম
ক) জ্যাকভশান খ) ল্যাম্বার্ট
গ) সিয়াচেন ঘ) হুবার্ড
4. মহতমাগান্ধী জলপ্রপাত সৃষ্টি হয়েছে যে নদীতে
ক) সরাবতী খ) নর্মদা
গ) তাপ্তি ঘ) গঙ্গা
5. Basket of egg topography গঠন করে
ক) স্কয়ার খ) গ্রাবরেখা
গ) ড্রামলিন ঘ) বহি: ধৌত সমভূমি
6. হিমরেখার উচ্চতা যে অঞ্চলে সর্বাধিক
ক) নিরক্ষীয় খ) ক্রান্তীয়
গ) নাতিশীতোষ্ণ ঘ) মেরু
7. শিলাময় মরুভূমিকে সাহারায় বলে
ক) আর্গ খ) কুম
8. পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ হল
ক) নীলনদের বদ্বীপ খ) মিসিসিপি মিসৌরি বদ্বীপ
গ) গঙ্গা ব্রহ্মপুত্র নদীর বদ্বীপ ঘ) কৃষ্ণা গোদাবরী নদীর বদ্বীপ
9. Grade শব্দটি প্রথম ব্যবহার করেন
ক) চেম্বারলিন খ) সলিসবারি
গ) জি কে গিলবার্ট ঘ) ডেভিস
10. নিক পয়েন্টে সৃষ্টি হয়
ক) প্লাবনভূমি খ) পুরাতন উপত্যকা
গ) জলপ্রপাত ঘ) হিমবাহ
11. অবরোহন এবং আরোহণের সম্মিলিত ফল হল
ক) পর্যায়ন খ) নগ্নীভবন
গ) অবক্ষেপণ ঘ) পুঞ্জিত ক্ষয়
12. দুটি নদী অববাহিকার মধ্যবর্তী উচ্চ স্থানকে বলে
ক) জলপ্রপাত খ) বদ্বীপ
গ) দোয়াব ঘ) জলবিভাজিকা
13. বায়ুর ক্ষয় কার্যের প্রাধান্য দেখা যায়
ক) মেরু অঞ্চলে খ) মরু অঞ্চলে
গ) নাতিশীতোষ্ণ অঞ্চলে ঘ) নিরক্ষীয় অঞ্চলে
14. হিমবাহের সঞ্চয়জাত ভূমিরূপ হল
ক) পিরামিড চূড়া খ) রসে মতানে
গ) কেটল ঘ) হিমদ্রোনী
15. হিমবাহের উপর আড়াআড়ি ও সমান্তরাল সৃষ্ট ফাটল গুলিকে বলে
ক) বার্গস্রুন্ড খ) ক্রেভাস
গ) ফ্রেন্ড ঘ) কোনোটিই নয়
16. মরু অঞ্চলে লবণাক্ত হ্রদ গুলিকে বলে
ক) বাজাদা খ) ক্যালডেরা
গ) টার্ন ঘ) প্লায়া
17. নদীর কার্য শুরু হয়
ক) হিমরেখার ওপর থেকে খ) হিমরেখার নিচে থেকে
গ) পর্বতের পাদদেশে ঘ) কোনোটিই নয়
18. হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত ত্রিভুজের মত বদ্বীপকে বলে
ক) কেটল খ) কেম
গ) বোল্ডার ক্লে ঘ) আগামুখ
19. কোনটি নদীর বহন কার্যের প্রক্রিয়া নয়
ক) ভাসমান খ) অবঘর্ষ
গ) লম্ফদান ঘ) টান
20. হিমবাহ দ্বারা পর্বতের পাদদেশে সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ হল
ক) ফিয়র্ড খ) গ্রাবরেখা
গ) রসে-মতানে ঘ) এসকার
21. জলপ্রপাতের তলদেশে যে হাঁড়ির মতো গর্তের সৃষ্টি হয় তাকে বলে
ক) মন্থকূপ খ) প্রপাত কূপ
গ) বৃত্তাকার গর্ত ঘ) কোনোটিই নয়
22. ভারসাম্য ভূমিরূপ বলা হয়
ক) ক্ষয়জাত ভূমিরূপকে খ) সঞ্চয়জাত ভূমিরূপকে
গ) পর্যায়িত ভূমিরূপকে ঘ) কোনোটিই নয়
23. উপরিস্থিত আচ্ছাদক শিলাস্তর সম্পূর্ণভাবে ক্ষয়প্রাপ্ত হয়ে অপসারিত হয়
ক) অবরোহন খ) আরোহন
গ) অবঘর্ষ ঘ) নগ্নীভবন প্রক্রিয়ায়
24. হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট রসে মতানে ভূমিরূপটির অমসৃণ ঢাল সৃষ্টি হয়
ক) অবঘর্ষ প্রক্রিয়ায় খ) ঘর্ষণ প্রক্রিয়ায়
গ) উৎপাটন প্রক্রিয়ায় ঘ) কোনোটিই নয়
25. সমুদ্র উপকূল সংলগ্ন আংশিক জলপূর্ণ গিরিখাতকে বলা হয়
ক) ফিয়র্ড খ) হিমদ্রোনী
গ) করি ঘ) ঝুলন্ত উপত্যকা
উত্তর গুলি নিম্নরূপ
1.খ) ক্যাটারাক্ট 2.ক) পুনকাহারয়ু 3.ক) জ্যাকভশান 4.ক) সরাবতী 5.গ) ড্রামলিন 6.ক) নিরক্ষীয় 7. গ) হামাদা 8.গ) গঙ্গা ব্রহ্মপুত্র নদীর বদ্বীপ 9. গ) জি কে গিলবার্ট 10.গ) জলপ্রপাত 11.ক) পর্যায়ন 12.ঘ) জলবিভাজিকা 13.খ) মরু অঞ্চলে 14.গ) কেটল 15.খ) ক্রেভাস 16.ঘ) প্লায়া 17.খ) হিমরেখার নিচে থেকে 18.খ) কেম 19.খ) অবঘর্ষ 20.খ) গ্রাবরেখা 21.ক) মন্থকূপ 22.গ) পর্যায়িত ভূমিরূপকে 23.ঘ) নগ্নীভবন প্রক্রিয়ায় 24.গ) উৎপাটন প্রক্রিয়ায় 25. ক) ফিয়র্ড
আরও দেখুন
মাধ্যমিক ভূগোল (2023) বহির্জাত প্রক্রিয়া (নদী, হিমবাহ ও বায়ুর কার্য) MCQ-- SET 1
মাধ্যমিক ভূগোল (2023) বহির্জাত প্রক্রিয়া (নদী, হিমবাহ ও বায়ুর কার্য) MCQ-- SET 2
মাধ্যমিক ভূগোল (2023) বহির্জাত প্রক্রিয়া (নদী, হিমবাহ ও বায়ুর কার্য) MCQ-- SET 3