(MCQ প্রশ্ন গুলির উত্তর নিচে দেওয়া আছে)
1. অবরোহন এবং আরোহণের সম্মিলিত ফল হল
ক) পর্যায়ন খ) ক্ষয়ীভবন
গ) নগ্নীভবন ঘ) পুঞ্জিত ক্ষয়
2. মরু অঞ্চলের শুষ্ক নদীখাতকে বলে
ক) প্লায়া খ) ওয়াদি
গ) বাজাদা ঘ) পেডিমেন্ট
3. পার্বত্য প্রবাহে নদীর বুকে সৃষ্ট গর্তকে বলা হয়
ক) প্রপাত কূপ খ) মন্থকূপ
গ) পুল ঘ) মিয়েন্ডার
4. পৃথিবীর বৃহত্তম মহাদেশীয় হিমবাহ হল
ক) আলাস্কার হুবার্ড খ) আন্টার্টিকার ল্যাম্বার্ট
গ) মালাস্পিনা ঘ) সিয়াচেন
5. দক্ষিণ গোলার্ধের একটি উষ্ণ মরুভূমি হল
ক) সাহারা খ) প্যাটাগোনিয়া
গ) গোবি ঘ) সোনেরান
6. মরুভূমি অঞ্চলে বায়ুপ্রবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট পাহাড়গুলিকে বলে
ক) বালিয়াড়ি খ) হিমশৈল
গ) এসকার ঘ) ইনসেলবার্জ
7. বায়ুপ্রবাহের গতিপথের সঙ্গে সমান্তরালে যে বালিয়াড়ি গঠিত হয় তাকে বলে
ক) তির্যক বালিয়াড়ি খ) বার্খান
গ) সিফ বালিয়াড়ি ঘ) কোনোটিই নয়
8. মরুভূমিতে উচ্চভূমির পাদদেশে সৃষ্ট মৃদু ঢাল যুক্ত প্রায় সমভূমি কে বলে
ক) সমপ্রায় ভূমি খ) পেডিমেন্ট
গ) বাজাদা ঘ) পলল ব্যজনী
9. পৃথিবীর গভীরতম গিরিখাতটি হলো
ক) এল-ক্যানন-দা-কলকা খ) কালীগণ্ডকী গিরিখাত
গ) V আকৃতির গিরিখাত ঘ) কোনোটিই নয়
10. পৃথিবীর গভীরতম ক্যানিয়ন হল
ক) গ্র্যান্ড ক্যানিয়ন খ) ব্ল্যাক ক্যানিয়ন
গ) সাংপো ক্যানিয়ন ঘ) এল-ক্যানন-দা-কলকা
11. ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় যে প্রক্রিয়ায়
ক) অবরোহন প্রক্রিয়া খ) আরোহন প্রক্রিয়া
গ) অবঘর্ষ প্রক্রিয়া ঘ) পর্যায়ন প্রক্রিয়া
12. ভারতের বৃহত্তম হিমবাহ হল
ক) গঙ্গোত্রী হিমবাহ খ) সিয়াচেন হিমবাহ
গ) ল্যাম্বার্ট হিমবাহ ঘ) কোনোটিই নয়
13. "নিউমুর দ্বীপ" যা বাংলাদেশের "দক্ষিণ তালপট্টি দ্বীপ" নামে পরিচিত ডুবে যায়
ক) 1980 সালে খ) 1970 সালে
গ) 1975 সালে ঘ) 2010 সালে
14. দুটি শিফ বালিয়াড়ির মাঝখানের করিডোর গুলোকে সাহারা মরুভূমিতে বলে
ক) গাসি খ) প্যান
গ) সেলিনা ঘ) কোনোটিই নয়
15. পলল ব্যজনী গড়ে ওঠে নদীর যে কার্যের মাধ্যমে
ক) ক্ষয়কার্য খ) বহন কার্য
গ) সঞ্চয় কার্য ঘ) কোনোটিই নয়
16. বহির্জাত প্রক্রিয়া সমূহের দ্বারা ক্ষয়ের শেষ সীমার ভিত্তিতে ভূপৃষ্ঠের সমতলীকরন হলো
ক) অবরোহন খ) আরোহন
গ) নগ্নীভবন ঘ) পর্যায়ন
17. ভারতে অবস্থিত একটি পিরামিড চূড়ার উদাহরণ হল
ক) ম্যাটারহর্ন হর্ন খ) মাকালু
গ) নীলকন্ঠ ঘ) কোনোটিই নয়
18. বালুকাময় মরুভূমি কি নামে পরিচিত
গ) আর্গ ঘ) কোনোটিই নয়
19. হিমবাহ গলা জলের মাধ্যমে পরিবাহিত বিভিন্ন পদার্থ সমূহ স্তরীভূত হয়ে অনুচ্চ টিলার মতো যে ভূমিরূপ গঠন করে তাকে বলে
ক) এস কার খ) কেম
গ) বোল্ডার ক্লে ঘ) ক্যাটল
20. করি নামক ভূমিরূপটিকে ফরাসি ভাষায় বলে
ক) কার খ) কাম
গ) করি ঘ) সার্ক
21. পৃথিবীর মোট আয়তনের যত ভাগ জলভাগ দ্বারা আবৃত
ক) 61% খ) 71%
গ) 81% ঘ) 91%
22. হিমবাহ বাহিত পদার্থ সঞ্চিত হয়ে আঁকাবাঁকা শৈলশিরার মতো ভূমিরূপ গঠিত হয় তা হল
ক) এসকার খ) কেম
গ) বোল্ডার ক্লে ঘ) আগামুখ
23. নদীর উচ্চগতির প্রধান কাজ হল
ক) ক্ষয় খ) পরিবহন
গ) সঞ্চয় ঘ) কোনোটিই নয়
24. যেটি বহির্জাত প্রক্রিয়া নয়
ক) নদী প্রবাহ খ) বায়ুপ্রবাহ
গ) অগ্নুৎপাত ঘ) হিমবাহ
25. পাথুরে মরুভূমিকে মিশরে বলা হয়
ক) রেগ খ) কুম
MCQ প্রশ্নের উত্তর সমূহ
1. ক) পর্যায়ন 2. খ) ওয়াদি 3. খ) মন্থকূপ 4. খ) আন্টার্টিকার ল্যাম্বার্ট 5.খ) প্যাটাগোনিয়া 6. ঘ) ইনসেলবার্জ 7.গ) সিফ বালিয়াড়ি 8.খ) পেডিমেন্ট 9. খ) কালীগণ্ডকী গিরিখাত 10. ঘ) এল-ক্যানন-দা-কলকা( গ্র্যান্ড ক্যানিয়ন পৃথিবীর বৃহত্তম) 11. খ) আরোহন প্রক্রিয়া 12. খ) সিয়াচেন হিমবাহ 13. ঘ) 2010 সালে 14. ক) গাসি 15. গ) সঞ্চয় কার্য 16. ঘ) পর্যায়ন 17.গ) নীলকন্ঠ 18.গ) আর্গ 19. খ) কেম 20. ঘ) সার্ক 21. খ) 71% 22. ক) এসকার 23. ক) ক্ষয় 24. গ) অগ্নুৎপাত 25.ঘ) সেরীর
আরও দেখুন
মাধ্যমিক ভূগোল (2023) বহির্জাত প্রক্রিয়া (নদী, হিমবাহ ও বায়ুর কার্য) MCQ-- SET 1
মাধ্যমিক ভূগোল (2023) বহির্জাত প্রক্রিয়া (নদী, হিমবাহ ও বায়ুর কার্য) MCQ-- SET 3
মাধ্যমিক ভূগোল (2023) বহির্জাত প্রক্রিয়া (নদী, হিমবাহ ও বায়ুর কার্য) MCQ-- SET 4