(MCQ প্রশ্নগুলির উত্তর শেষে দেওয়া হয়েছে)
1. আরোহন প্রক্রিয়া যুক্ত-
ক) সঞ্চয় এর সঙ্গে খ) ক্ষয় এর সঙ্গে
গ) বহনের সঙ্গে ঘ) কোনোটিই না
2. নদীর জলের উচ্চতার পরিবর্তনের ছন্দকে বলে
ক) কিউসেক খ) কিউমেক
গ) নদীবর্তন ঘ) নদীগ্রাস
3. ভারতের সক্রিয় বদ্বীপ অঞ্চলের জলবায়ু পরিবর্তনের প্রভাব এর জন্য তুমি দায়ী করবে
ক) জীব বৈচিত্র খ) অধিক জনসংখ্যা
গ) সমুদ্র জলের উচ্চতা বৃদ্ধি ঘ) সুন্দরবনের অবস্থান
4. পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায়
ক) মিসিসিপি মিসৌরি নদী খ) কৃষ্ণা নদীর বদ্বীপ
গ) উভয় নদীতে ঘ) কোনোটিই নয়
5. বায়ুর ক্ষয় কার্যের ফলে সৃষ্ট একটি ভূমিরূপ হল
ক) ভেন্টিফ্যাক্ট খ) হিমদ্রোনী
গ) বালিয়াড়ি ঘ) কোনোটিই নয়
6. ক্রাগ এর পশ্চাৎ দিকের শিলা স্তুপ কে বলে
ক) গৌড় খ) টিলা
গ) টেইল ঘ) কোনোটিই নয়
7. হিমবাহ ও পর্বত গাত্রের মধ্যে সৃষ্ট ফাটল কে বলে
ক) ক্রেভাস খ) বার্গস্রুন্ড
গ) নুনাটকস ঘ) রান্ড ক্লাফট
8. যে উচ্চতায় হিমবাহ গলতে শুরু করে তাকে বলে
ক) হিমপ্রাচীর খ) উচ্চ পার্বত্য অংশে
গ) হিমরেখা ঘ) হিমশৈল
9. পৃথিবীর বৃহত্তম হিমবাহ হল
ক) সিয়াচেন খ) গঙ্গোত্রী
গ) ল্যাম্বার্ট ঘ) হুবার্ড
10. মহাদেশীয় হিমবাহের বরফ মুক্ত পর্বত শৃঙ্গ কে বলে
ক) পিরামিড চূড়া খ) নুনাটক
গ) গৌড় ঘ) হিমশৈল
11. বায়ুর কার্যের ফলে গঠিত একটি ভূমিরূপ হল
ক) লোয়েস খ) গিরিখাত
গ) গ্রাবরেখা ঘ) এসকার
12. উষ্ণ মরু অঞ্চলে ক্ষয় কার্যের প্রধান শক্তি হলো
ক) জলধারা খ) নদী
গ) বায়ু ঘ) কোনোটিই নয়
13. বায়ুর ক্ষয় কার্যের ফলে সৃষ্ট ইয়ারদাং এ কঠিন শিলা অবস্থান করে
ক) উলম্বভাবে খ) অনুভূমিকভাবে
গ) তলদেশে ঘ) কোনোটিই নয়
14. গ্রাবরেখা হিমবাহের যে কার্যের ফলে সৃষ্টি হয়
ক) ক্ষয়কার্য খ) বহন কার্য
গ) সঞ্চয় কার্য ঘ) ক্ষয় ও সঞ্চয় কার্য
15. অর্ধচন্দ্রাকার বালিয়াড়ি কে বলে
ক) সিফ বালিয়াড়ি খ) তির্যক বালিয়াড়ি
গ) বার্খান ঘ) আঁকলে বালিয়াড়ি
16. অশ্বখুরাকৃতি হ্রদ নদীর যে গতিতে সৃষ্টি হয়
ক) উচ্চগতিতে খ) মধ্য গতিতে
গ) নিম্নগতিতে ঘ) মধ্য ও নিম্নগতিতে
17. হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত উল্টানো নৌকাবাজ চামচের আকৃতির ভূমিরূপ কে বলে
ক) ড্রামলিন খ) ডিম ভর্তি ঝুড়ি
গ) গ্রাবরেখা ঘ) এসকার
18. বায়ুর সঞ্চয় কার্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিরূপ হল
ক) বার্খান খ) অনুদৈর্ঘ্য বালিয়াড়ি
গ) বালিয়াড়ি ঘ) তির্যক বালিয়াড়ি
19. সর্বাধিক প্রভাব বিস্তারকারী বহির্জাত শক্তি হলো
ক) বায়ু খ) নদী
গ) হিমবাহ ঘ) সমুদ্র তরঙ্গ
20. ভারতের বৃহত্তম হিমবাহ
ক) হিসপার খ) বলটারো
গ) সিয়াচেন ঘ) হুবার্ড
21. জলপ্রপাত ধাপে ধাপে নেমে এলে তাকে বলে
ক) কাসকেড খ) ক্যাটারাক্ট
গ) রেপিড ঘ) জলপ্রপাত
22. চলমান বালিয়াড়ি কে ভারতে বলা হয়
গ) টেরিস ঘ) ধ্রিয়ান
23. অবরোহন প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের উচ্চতা
ক) বৃদ্ধিপায় খ) হ্রাস পায়
গ) একই থাকে ঘ) কোনোটিই নয়
24. নদীতে জলের গতিবেগ দ্বিগুণ হলে তার বহন ক্ষমতা বৃদ্ধি পায়
ক) 8 গুন খ) 32 গুন
গ) 64 গুন ঘ) 128 গুন
25. ধনুকাকৃতি ব-দ্বীপ দেখা যায়
ক) মিসিসিপি মিসৌরি নদী খ) নর্মদা নদী
গ) নীলনদ ঘ) তাইবার
সমাধান(Answer)
1.ক) সঞ্চয় এর সঙ্গে 2.গ) নদীবর্তন 3.গ) সমুদ্র জলের উচ্চতা বৃদ্ধি 4. গ) উভয় নদীতে 5. ক) ভেন্টিফ্যাক্ট 6. গ) টেইল 7.খ) বার্গস্রুন্ড 8.গ) হিমরেখা 9.গ) ল্যাম্বার্ট 10.খ) নুনাটক 11.ক) লোয়েস 12.গ) বায়ু 13.ক) উলম্বভাবে 14.গ) সঞ্চয় কার্য 15.গ) বার্খান 16.ঘ) মধ্য ও নিম্নগতিতে 17.ক) ড্রামলিন 18.গ) বালিয়াড়ি 19.খ) নদী 20.গ) সিয়াচেন 21.গ) রেপিড 22.ঘ) ধ্রিয়ান 23.খ) হ্রাস পায় 24.গ) 64 গুন 25.গ) নীলনদ
আরও দেখুন
মাধ্যমিক ভূগোল (2023) বহির্জাত প্রক্রিয়া (নদী, হিমবাহ ও বায়ুর কার্য) MCQ-- SET 2
মাধ্যমিক ভূগোল (2023) বহির্জাত প্রক্রিয়া (নদী, হিমবাহ ও বায়ুর কার্য) MCQ-- SET 3
মাধ্যমিক ভূগোল (2023) বহির্জাত প্রক্রিয়া (নদী, হিমবাহ ও বায়ুর কার্য) MCQ-- SET 4